চেন্নাই, 24 জানুয়ারি : কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে দেশের স্টেডিয়ামে ফিরছে না দর্শক ৷ চেন্নাইয়ে আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে থাকছে না দর্শক প্রবেশের অনুমতি ৷ জানিয়ে দিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থা ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় দিয়ে কোরোনা সংক্রমণ পরবর্তী সময়ে দেশে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ ক্রিকেট অনুরাগীদের কাছে এটা সুখের খবর হলে হতাশার কারণও রয়েছে ৷ সেই কোরোনা প্যানডেমিকের শুরুর সময় থেকে স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ৷ আইএসএলের মতো টুর্নামেন্ট হচ্ছে ফাঁকা গ্যালারিতে ৷ বছরভর মোবাইল আর টিভিতে ক্রিকেট খেলা দেখে বিরক্ত দর্শকরা ভেবেছিল ঘরের মাঠে গ্যালারিতে বসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা উপভোগ করবে ৷ কিন্তু তার জন্য হয়তো আর একটু অপেক্ষা করতে হবে ৷ কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম দুটি টেস্টে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না ৷ এম এ চিদম্বরম স্টেডিয়ামে দুটি টেস্ট হবে ক্লোজ় ডোর ৷ জানিয়েছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ টিএনসিএ-র সচিব আর এস রামাস্বামী বলেছেন, "কোরোনা ভাইরাসের কথা মাথায় রেখেই দুটি টেস্টে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না ৷"
আরও পড়ুন : ইংল্যান্ড সিরিজ়ের আগে রাহানেদের এক সপ্তাহের কোয়ারানটিন
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পূর্ণ সিরিজ় খেলবে ভারত ৷ 5 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ় ৷ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে 5 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম টেস্ট ৷ একই ভেনুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে 13 ফেব্রুয়ারি ৷ শেষ হবে 17 তারিখ ৷ এরপর 24-28 ফেব্রুয়ারি এবং 4 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত আমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে হবে বাকি দুটি টেস্ট ৷ এরপর আমেদাবাদেই খেলা হবে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ় ৷ তিন ম্যাচের একদিনের সিরিজ় খেলা হবে পুণেতে ৷