ETV Bharat / sports

বিশ্বের এক নম্বর টেস্ট দল এখন ভারত - আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের পয়লা নম্বরে ভারত

122 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত ৷ নিউজ়িল্যান্ড নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে ৷

icc test ranking
icc test ranking
author img

By

Published : Mar 6, 2021, 7:01 PM IST

Updated : Mar 6, 2021, 8:57 PM IST

দুবাই, 6 মার্চ : দীর্ঘতম ফরম্যাটে পয়লা নম্বর টেস্ট টিমের হারানো তকমা ফিরে পেল ভারত ৷ ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডকে হারিয়ে টেস্টে এক নম্বর আসনে বসল কোহলিরা ৷ নিউজ়িল্যান্ডকে হটিয়ে এখন বিশ্বের একনম্বর টেস্ট দল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ৷

ঘরের মাঠে জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় ৷ প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ় 3-1 ব্যবধানে জিতে নিয়েছে ভারত ৷ শেষ তথা চতুর্থ টেস্ট ইনিংস এবং 25 রানে জিতে নিয়েছে তারা ৷ টেস্ট শেষ হতেই নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ সেখানে 122 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত ৷ নিউজ়িল্যান্ড নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে ৷ কেন উইলিয়ামসনদের রেটিং পয়েন্ট এখন 118 ৷ 113 রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন : অক্ষর-অশ্বিন জাদুতে লর্ডসের উড়ানে বিরাটরা

সিরিজ় জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গিয়েছে ভারত ৷ 18 জুন লর্ডসে তাদের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড ৷ দীর্ঘতম ওভারের বিশ্বসেরার লড়াইয়ের আগে টেস্ট ক্রমতালিকায় কিউয়িদের পিছনে ফেলে দিল কোহলিরা ৷

দুবাই, 6 মার্চ : দীর্ঘতম ফরম্যাটে পয়লা নম্বর টেস্ট টিমের হারানো তকমা ফিরে পেল ভারত ৷ ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডকে হারিয়ে টেস্টে এক নম্বর আসনে বসল কোহলিরা ৷ নিউজ়িল্যান্ডকে হটিয়ে এখন বিশ্বের একনম্বর টেস্ট দল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ৷

ঘরের মাঠে জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় ৷ প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ় 3-1 ব্যবধানে জিতে নিয়েছে ভারত ৷ শেষ তথা চতুর্থ টেস্ট ইনিংস এবং 25 রানে জিতে নিয়েছে তারা ৷ টেস্ট শেষ হতেই নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ সেখানে 122 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত ৷ নিউজ়িল্যান্ড নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে ৷ কেন উইলিয়ামসনদের রেটিং পয়েন্ট এখন 118 ৷ 113 রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন : অক্ষর-অশ্বিন জাদুতে লর্ডসের উড়ানে বিরাটরা

সিরিজ় জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গিয়েছে ভারত ৷ 18 জুন লর্ডসে তাদের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড ৷ দীর্ঘতম ওভারের বিশ্বসেরার লড়াইয়ের আগে টেস্ট ক্রমতালিকায় কিউয়িদের পিছনে ফেলে দিল কোহলিরা ৷

Last Updated : Mar 6, 2021, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.