ETV Bharat / sports

রোহিত না মাহমুদুল্লাহ, কার হাতে আজ উঠবে কাপ ?

author img

By

Published : Nov 10, 2019, 10:33 AM IST

সিরিজ় নির্ণায়ক ম্যাচে নাগপুরে মুখোমুখি ভারত ও বাংলাদেশ ৷ তিন ম্যাচের T20 সিরিজ়ে একটি করে ম্যাচ জিতেছে দুই দলই ৷ তাই নির্ণায়ক ম্যাচে জয় তুলে সিরিজ় ঘরে তোলাই লক্ষ্য দুই দলের ৷

নাগপুর, 10 নভেম্বর :রবিবার নাগপুরে সিরিজ়ের শেষ T20 ও নির্নায়ক ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ভারত ৷ প্রথম ম্যাচ জিতে বেঙ্গল টাইগাররা সিরিজ়ে এগিয়ে গেলেও রাজকোটে রোহিতের দুরন্ত ইনিংসের সৌজন্যে সিরিজ়ে সমতায় ফেরে মেন ইন ব্লু-রা ৷ আজ তাই সিরিজ়ের নির্নায়ক ম্যাচ ৷ যে দলই ম্যাচ জিতবে সিরিজ় পকেটে পুরবে তারাই ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই ভারত সফরে এসেছে বাংলাদেশ ৷ ভাঙাচোরা দল নিয়ে প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল মহমুদুল্লাহর দল ৷ দিল্লিতে প্রথম ম্যাচেই মুশফিকুর রহিম দুরন্ত ইনিংস খেলে ম্যাচ শেষ করেছিলেন ৷ অন্যদিকে নিজের কেরিয়ারের প্রথম দুই T20 ম্যাচেই ছাপ রেখেছেন মহম্মদ নইম ৷ আতস কাঁচের তলায় থাকবেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু করলেও তা ধরে রাখতে পারেননি তিনি ৷ উইকেটের পিছনেও তাঁর ভুল নজরে এসেছে ৷ বিশেষত DRS নেওয়ার ব্যাপারে তিনি বেশ কয়েকবার রোহিতকে ভুল পথে চালিত করেছেন ৷ যার খেসারত দিতে হয়েছে ভারতকে ৷ অনভিজ্ঞ পেস বোলিং নিয়ে শুরু করেছিল ভারত ৷ বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম সারির বোলারদের ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগেতে এখনও পর্যন্ত ব্যর্থ দীপক চাহার, খলিল আহমেদরা ৷ একমাত্র যুজবেন্দ্র চহ্বাল দুই ম্যাচেই কিছুটা ধারাবাহিকতা দেখিয়েছেন ৷ প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেও এখনও পর্যন্ত আহামরি কিছু করতে পারেননি মারকুটে অলরাউন্ডার শিভম দুবে ৷

নাগপুর, 10 নভেম্বর : T-20 সিরিজ়ের শেষ ম্যাচে আজ নাগপুরে বাংলাদেশের মুখোমুখি ভারত ৷ প্রথম ম্যাচ জিতে বেঙ্গল টাইগাররা সিরিজ়ে এগিয়ে গেলেও রাজকোটে রোহিতের দুরন্ত ইনিংসের সৌজন্যে সিরিজ়ে সমতায় ফেরে মেন ইন ব্লু-রা ৷ আজ তাই সিরিজ়ের নির্ণায়ক ম্যাচ ৷ যে দল ম্যাচ জিতবে সিরিজ় পকেটে পুরবে ৷

শাকিব, তামিমদের ছাড়াই ভারত সফরে এসেছে বাংলাদেশ ৷ ভাঙাচোরা দল নিয়ে প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় মাহমুদুল্লাহর দল ৷ দিল্লিতে প্রথম ম্যাচেই মুশফিকুর রহিম দুরন্ত ইনিংস খেলে ম্যাচ শেষ করেছিলেন ৷ অন্যদিকে নিজের কেরিয়ারের প্রথম দুই T-20 ম্যাচেই ছাপ রেখেছেন মহম্মদ নইম ৷

আজ আতস কাচের তলায় থাকবেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু করলেও তা ধরে রাখতে পারেননি তিনি ৷ উইকেটের পিছনেও তাঁর ভুল নজরে এসেছে ৷ বিশেষত DRS নেওয়ার ব্যাপারে তিনি কয়েকবার সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ৷ যার খেসারত দিতে হয়েছে ভারতকে ৷

এই সিরিজ়ে অনভিজ্ঞ পেস বোলিং নিয়ে নেমেছে ভারত ৷ বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম সারির বোলারদের ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগেতে এখনও পর্যন্ত ব্যর্থ দীপক চাহার, খলিল আহমেদরা ৷ একমাত্র যুজবেন্দ্র চহ্বাল দুই ম্যাচেই কিছুটা ধারাবাহিকতা দেখিয়েছেন ৷ প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেও এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারেননি মারকুটে অলরাউন্ডার শিবম দুবে ৷

নাগপুর, 10 নভেম্বর : T-20 সিরিজ়ের শেষ ম্যাচে আজ নাগপুরে বাংলাদেশের মুখোমুখি ভারত ৷ প্রথম ম্যাচ জিতে বেঙ্গল টাইগাররা সিরিজ়ে এগিয়ে গেলেও রাজকোটে রোহিতের দুরন্ত ইনিংসের সৌজন্যে সিরিজ়ে সমতায় ফেরে মেন ইন ব্লু-রা ৷ আজ তাই সিরিজ়ের নির্ণায়ক ম্যাচ ৷ যে দল ম্যাচ জিতবে সিরিজ় পকেটে পুরবে ৷

শাকিব, তামিমদের ছাড়াই ভারত সফরে এসেছে বাংলাদেশ ৷ ভাঙাচোরা দল নিয়ে প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় মাহমুদুল্লাহর দল ৷ দিল্লিতে প্রথম ম্যাচেই মুশফিকুর রহিম দুরন্ত ইনিংস খেলে ম্যাচ শেষ করেছিলেন ৷ অন্যদিকে নিজের কেরিয়ারের প্রথম দুই T-20 ম্যাচেই ছাপ রেখেছেন মহম্মদ নইম ৷

আজ আতস কাচের তলায় থাকবেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু করলেও তা ধরে রাখতে পারেননি তিনি ৷ উইকেটের পিছনেও তাঁর ভুল নজরে এসেছে ৷ বিশেষত DRS নেওয়ার ব্যাপারে তিনি কয়েকবার সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ৷ যার খেসারত দিতে হয়েছে ভারতকে ৷

এই সিরিজ়ে অনভিজ্ঞ পেস বোলিং নিয়ে নেমেছে ভারত ৷ বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম সারির বোলারদের ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগেতে এখনও পর্যন্ত ব্যর্থ দীপক চাহার, খলিল আহমেদরা ৷ একমাত্র যুজবেন্দ্র চহ্বাল দুই ম্যাচেই কিছুটা ধারাবাহিকতা দেখিয়েছেন ৷ প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেও এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারেননি মারকুটে অলরাউন্ডার শিবম দুবে ৷


Kendrapada (Odisha), Nov 10 (ANI): The severe cyclonic storm Bulbul hit Odisha's Kendrapada district on Nov 09. Due to severe cyclonic storm, trees were uprooted and roads got blocked. Road clearance is being done by NDRF team in Kendrapada district. Cyclonic storm Bulbul is very likely to move north-eastwards to Bangladesh across South 24 Parganas district of West Bengal. It is very likely to weaken gradually into a cyclonic storm over coastal Bangladesh and adjoining South and North 24 Parganas district of West Bengal by Nov 10.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.