ETV Bharat / sports

দলে স্বাস্থ্যকর প্রতিযোগিতা রয়েছে: ইশান্ত - pink test in eden

তিনি ক্রিকেট উপভোগ করছেন ৷ ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্টে়র প্রথম দিনে দুরন্ত বোলিং করেছেন তিনি ৷ প্রথম ভারতীয় হিসাবে গোলাপি বলে এক ইনিংসে তুলে নিয়েছেন 5 টি উইকেট ৷ তাঁরই মত, বর্তমান ভারতীয় দলে আছে স্বাস্থ্যকর প্রতিযোগিতা ৷

ইশান্ত শর্মা
author img

By

Published : Nov 22, 2019, 11:02 PM IST

কলকাতা, 22 নভেম্বর : বাংলাদেশের ভরাডুবির অন্যতম কারণ ইশান্ত শর্মার পাঁচ উইকেট । টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পেসার ঘরের মাঠে ফের পাঁচ উইকেট তুলে নিলেন । দিনের শেষে 31 বছরের ভারতীয় পেসার জানাচ্ছেন, তিনি এখন ক্রিকেট উপভোগ করছেন । বাদ পড়ার হতাশা সরিয়ে ফেলেছেন । ছোটখাটো বিষয়ে ভেঙে পড়ার বদলে উপভোগ করার মধ্যে দিয়ে সাফল্যের পথ খুঁজছেন । অভিজ্ঞতা তাঁকে পরিণত করেছে বলে মনে করেন ।

ভারতীয় বোলিং লাইন আপকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলা হচ্ছে । ভারতীয় বোলিং পারফরমেন্সের সামগ্রিক উন্নতির পেছনে দলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতাকে কৃতিত্ব দিচ্ছেন ইশান্ত । তাঁর মতে, "প্রতিযোগিতা মানুষের সেরাটা বার করে আনতে সাহায্য করে ৷"

ইডেনে প্রথমবার গোলাপি বলের টেস্ট ম্যাচ । বলের আচরণ ও পিচের চরিত্র নিয়ে অনেক শব্দ ব্যয় হয়েছে । প্রথম দিন বল করার পরে ইশান্তের মনে হয়েছে, লাল বলের তুলনায় গোলাপি বলের তফাৎ রয়েছে । প্রথম দিকে লেন্থের সমস্যায় সাফল্য আসেনি । অবস্থা বুঝে সামান্য পরিবর্তন করতেই সাফল্য । উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার প্রশংসা শোনা যায় ইশান্ত শর্মার মুখে ।

কলকাতা, 22 নভেম্বর : বাংলাদেশের ভরাডুবির অন্যতম কারণ ইশান্ত শর্মার পাঁচ উইকেট । টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পেসার ঘরের মাঠে ফের পাঁচ উইকেট তুলে নিলেন । দিনের শেষে 31 বছরের ভারতীয় পেসার জানাচ্ছেন, তিনি এখন ক্রিকেট উপভোগ করছেন । বাদ পড়ার হতাশা সরিয়ে ফেলেছেন । ছোটখাটো বিষয়ে ভেঙে পড়ার বদলে উপভোগ করার মধ্যে দিয়ে সাফল্যের পথ খুঁজছেন । অভিজ্ঞতা তাঁকে পরিণত করেছে বলে মনে করেন ।

ভারতীয় বোলিং লাইন আপকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলা হচ্ছে । ভারতীয় বোলিং পারফরমেন্সের সামগ্রিক উন্নতির পেছনে দলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতাকে কৃতিত্ব দিচ্ছেন ইশান্ত । তাঁর মতে, "প্রতিযোগিতা মানুষের সেরাটা বার করে আনতে সাহায্য করে ৷"

ইডেনে প্রথমবার গোলাপি বলের টেস্ট ম্যাচ । বলের আচরণ ও পিচের চরিত্র নিয়ে অনেক শব্দ ব্যয় হয়েছে । প্রথম দিন বল করার পরে ইশান্তের মনে হয়েছে, লাল বলের তুলনায় গোলাপি বলের তফাৎ রয়েছে । প্রথম দিকে লেন্থের সমস্যায় সাফল্য আসেনি । অবস্থা বুঝে সামান্য পরিবর্তন করতেই সাফল্য । উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার প্রশংসা শোনা যায় ইশান্ত শর্মার মুখে ।

Intro:বাংলাদেশের ভরাডুবির অন্যতম কারন ইশান্ত শর্মার পাচ উইকেট। টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পেসার ঘরের মাঠে ফের পাচ উইকেট তুলে নিলেন। দিনের শেষে 31বছর বয়সী ভারতীয় পেসার বলেছেন তিনি এখন ক্রিকেট উপভোগ করছেন। বাদ পড়ার হতাশা সরিয়ে ফেলেছেন।ছোটখাটো বিষয়ে ভেঙে পড়ার বদলে উপভোগ করার মধ্যে দিয়ে সাফল্যের পথ খুজছেন। অভিঞ্জতা তাকে পরিণত করেছে বলে মনে করেন।একই সঙ্গে সফল হতে সাহায্য করেছে।
ভারতীয় বোলিং লাইন আপকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলা হচ্ছে। ভারতীয় বোলিং পারফরম্যান্সে র সামগ্রিক উন্নতি র পেছনে দলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতাকে কৃতিত্ব দিয়েছেন।কারন প্রতিযোগিতা মানুষের সেরাটা বার করে আনতে সাহায্য করে বলে মনে করেন ইশান্ত শর্মা।ইতিমধ্যে ব্যাটসম্যানদের আরও বিভ্রান্ত করতে নতুন ধরনের বোলিং কৌশল রপ্ত করার চেষ্টায় ভারতের ডান হাতি পেসার।
ইডেনে প্রথমবার গোলাপি বলের টেস্ট ম্যাচ।বলের আচরন ও পিচের চরিত্র নিয়ে অনেক শব্দ ব্যয় হয়েছে।প্রথম দিন বল করার পরে ইশান্তের মনে হয়েছে লাল বলের তুলনায় গোলাপি বলের তফাৎ রয়েছে।প্রথম দিকে লেংন্থের গন্ডগোলে সাফল্য আসেনি। অবস্থা বুঝে লেংন্থের সামান্য পরিবর্তনে বাংলাদেশের ভরাডুবি।
উইকেট কিপার ঋদ্ধিমান সাহার উইকেট রক্ষার প্রশংসা ইশান্ত শর্মার মুখে।বাংলাদেশের 106রানের লক্ষণ রেখা টপকে ভারত রানের পাহাড়ের দিকে এগোচ্ছে।অধিনায়ক বিরাট কোহলি বড় রানের দিকে এগোচ্ছেন।ইন্দোরের পরে ইডেনে মসৃন জয়ের দিকে ভারত।প্রথম দিনের শেষে লাইনটা লেখা অত্যুক্তি নয়।


Body:ইশান্ত


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.