কলকাতা, 22 নভেম্বর : বাংলাদেশের ভরাডুবির অন্যতম কারণ ইশান্ত শর্মার পাঁচ উইকেট । টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পেসার ঘরের মাঠে ফের পাঁচ উইকেট তুলে নিলেন । দিনের শেষে 31 বছরের ভারতীয় পেসার জানাচ্ছেন, তিনি এখন ক্রিকেট উপভোগ করছেন । বাদ পড়ার হতাশা সরিয়ে ফেলেছেন । ছোটখাটো বিষয়ে ভেঙে পড়ার বদলে উপভোগ করার মধ্যে দিয়ে সাফল্যের পথ খুঁজছেন । অভিজ্ঞতা তাঁকে পরিণত করেছে বলে মনে করেন ।
ভারতীয় বোলিং লাইন আপকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলা হচ্ছে । ভারতীয় বোলিং পারফরমেন্সের সামগ্রিক উন্নতির পেছনে দলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতাকে কৃতিত্ব দিচ্ছেন ইশান্ত । তাঁর মতে, "প্রতিযোগিতা মানুষের সেরাটা বার করে আনতে সাহায্য করে ৷"
ইডেনে প্রথমবার গোলাপি বলের টেস্ট ম্যাচ । বলের আচরণ ও পিচের চরিত্র নিয়ে অনেক শব্দ ব্যয় হয়েছে । প্রথম দিন বল করার পরে ইশান্তের মনে হয়েছে, লাল বলের তুলনায় গোলাপি বলের তফাৎ রয়েছে । প্রথম দিকে লেন্থের সমস্যায় সাফল্য আসেনি । অবস্থা বুঝে সামান্য পরিবর্তন করতেই সাফল্য । উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার প্রশংসা শোনা যায় ইশান্ত শর্মার মুখে ।