ETV Bharat / sports

ওয়ান ডে র‌্যাঙ্কিয়ে শীর্ষে বিরাট, দ্বিতীয় স্থানে হিটম্যান - ভারত অধিনায়ক বিরাট কোহলি

একবছর নির্বাসিত থাকলেও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন বাংলাদেশের শাকিব অল হাসান ৷ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস ৷ তবে উল্লেখযোগ্যভাবে তালিকায় প্রথম 10 এ জায়গা করে নিয়েছেন জিম্বাবোয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস ৷

Virat Kohli
Virat Kohli
author img

By

Published : Nov 4, 2020, 7:31 PM IST

দিল্লি, 4 নভেম্বর : সদ্য প্রকাশিত ওয়ান ডে র‌্যাঙ্কিয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ দ্বিতীয় স্থানে আছেন হিটম্যান রোহিত শর্মা ৷ বোলারদের র‌্যাঙ্কিয়ে শীর্ষ স্থানে কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট ৷

একবছর নির্বাসিত থাকলেও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন বাংলাদেশের শাকিব অল হাসান ৷ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস ৷ তবে উল্লেখযোগ্যভাবে তালিকায় প্রথম 10-এ জায়গা করে নিয়েছেন জিম্বাবোয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস ৷

ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন বিরাট কোহলি ৷ তাঁর রেটিং পয়েন্ট 871 ৷ দ্বিতীয় স্থানে রোহিতের রেটিং পয়েন্ট 855 ৷ পাকিস্তানের বাবর আজ়ম আছেন তৃতীয় স্থানে ৷ তাঁর রেটিং পয়েন্ট 837 ৷ তবে তালিকায় উন্নতি হয়েছে ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক ও জনি বেয়ারস্ট্রোর ৷ তালিকায় প্রথম দশে ভারত থেকে শুধুমাত্র বিরাট ও রোহিত আছেন ৷

বোলারদের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি জসপ্রীত বুমরা ৷ তিনি তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ৷ তাঁর রেটিং পয়েন্ট 719 ৷ মাত্র তিন পয়েন্টে এগিয়ে 722 নিয়ে তালিকায় সবার উপরে নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৷ এছাড়া অলরাউন্ডারের তালিকায় ভারত থেকে শুধুমাত্র রবীন্দ্র জাদেজা জায়গা করে নিয়েছেন ৷ তিনি আছেন নবম স্থানে ৷

দিল্লি, 4 নভেম্বর : সদ্য প্রকাশিত ওয়ান ডে র‌্যাঙ্কিয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ দ্বিতীয় স্থানে আছেন হিটম্যান রোহিত শর্মা ৷ বোলারদের র‌্যাঙ্কিয়ে শীর্ষ স্থানে কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট ৷

একবছর নির্বাসিত থাকলেও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন বাংলাদেশের শাকিব অল হাসান ৷ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস ৷ তবে উল্লেখযোগ্যভাবে তালিকায় প্রথম 10-এ জায়গা করে নিয়েছেন জিম্বাবোয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস ৷

ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন বিরাট কোহলি ৷ তাঁর রেটিং পয়েন্ট 871 ৷ দ্বিতীয় স্থানে রোহিতের রেটিং পয়েন্ট 855 ৷ পাকিস্তানের বাবর আজ়ম আছেন তৃতীয় স্থানে ৷ তাঁর রেটিং পয়েন্ট 837 ৷ তবে তালিকায় উন্নতি হয়েছে ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক ও জনি বেয়ারস্ট্রোর ৷ তালিকায় প্রথম দশে ভারত থেকে শুধুমাত্র বিরাট ও রোহিত আছেন ৷

বোলারদের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি জসপ্রীত বুমরা ৷ তিনি তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ৷ তাঁর রেটিং পয়েন্ট 719 ৷ মাত্র তিন পয়েন্টে এগিয়ে 722 নিয়ে তালিকায় সবার উপরে নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৷ এছাড়া অলরাউন্ডারের তালিকায় ভারত থেকে শুধুমাত্র রবীন্দ্র জাদেজা জায়গা করে নিয়েছেন ৷ তিনি আছেন নবম স্থানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.