বার্মিংহাম, 2 জুলাই : এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি । আজকের ম্যাচে কেদার যাদব ও কুলদীপ যাদবের পরিবর্তে দলে এলেন দীনেশ কার্তিক ও ভুবনেশ্বর কুমার । বাংলাদেশ দলেও হয়েছে পরিবর্তন । দলে এসেছেন ফাস্ট বোলার রুবেল হোসেন । অভিজ্ঞ মহমদুল্লাহর জায়গায় শাব্বির রহমানকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে 'বাংলাদেশ টাইগার'রা ।
বার্মিংহামের এজবাস্টনেই এ বার বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখেছে ভারত । অবশ্য আগের ম্যাচে জিততে না পারলেও পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে ভারত । কিন্তু অপরাজেয় তকমাটা হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া । তবে আজ মাঠে নামার আগে বাংলাদেশের থেকে তুলনামূলকভাবে কম চাপে ভারত । চলতি বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে ওয়ার্ম-আপ ম্যাচে সাক্ষাৎ হয়েছিল ভারত ও বাংলাদেশের । সেই ম্যাচে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির জোড়া সেঞ্চুরির উপর ভর করে ম্যাচ জিতেছিল ভারত ।
চলতি বিশ্বকাপে এজবাস্টনে প্রথমে ব্যাট করা দল বড় রান করতে ব্যর্থ হয়েছে । প্রথম দু'টি ম্যাচে জিতেছে পরে ব্যাট করা দল । তবে সেগুলি ছিল মন্থর উইকেট । গত ম্যাচে ব্যাটিংসহায়ক উইকেটে ইংল্যান্ডের বড় রান তাড়া করতে ব্যর্থ হয় ভারত ।
বাংলাদেশের ভরসা শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম । সর্বোচ্চ রানের তালিকায় ইতিমধ্যেই তিন নম্বরে পৌঁছে গেছেন তিনি । পাশাপাশি বল হাতেও জ্বলে উঠেছেন শাকিব। অন্যদিকে, দারুণ ছন্দে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মাও । ইতিমধ্যেই সাত ইনিংসে তিনি করে ফেলেছেন তিনটি সেঞ্চুরি । বিরাট কোহলিও ফর্মে রয়েছেন । সেঞ্চুরি না পেলেও প্রথম অধিনায়ক হিসেবে পরপর পাঁচটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি ।
তবে, আজকের ম্যাচে নজর থাকবে ঋষভ পন্থের উপরও । শিখর ধাওয়ান চোট পেয়ে ছিটকে যেতেই তাঁর সামনে বিশ্বকাপ খেলার সুযোগ আসে । আর বিজয় শংকর চোট পেতেই বিশ্বকাপ অভিষেকও হয়ে যায় তাঁর । তবে অভিষেক ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে । গত ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ । আজকেও তাঁকে চার নম্বরে পাঠানো হবে কি না সেটাই দেখার ।