ETV Bharat / sports

বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতল ভারত, ব্যাটিংয়ের সিদ্ধান্ত কোহলির

এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ।

ICC World Cup 2019
author img

By

Published : Jul 2, 2019, 2:49 PM IST

বার্মিংহাম, 2 জুলাই : এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি । আজকের ম্যাচে কেদার যাদব ও কুলদীপ যাদবের পরিবর্তে দলে এলেন দীনেশ কার্তিক ও ভুবনেশ্বর কুমার । বাংলাদেশ দলেও হয়েছে পরিবর্তন । দলে এসেছেন ফাস্ট বোলার রুবেল হোসেন । অভিজ্ঞ মহমদুল্লাহর জায়গায় শাব্বির রহমানকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে 'বাংলাদেশ টাইগার'রা ।

বার্মিংহামের এজবাস্টনেই এ বার বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখেছে ভারত । অবশ্য আগের ম্যাচে জিততে না পারলেও পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে ভারত । কিন্তু অপরাজেয় তকমাটা হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া । তবে আজ মাঠে নামার আগে বাংলাদেশের থেকে তুলনামূলকভাবে কম চাপে ভারত । চলতি বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে ওয়ার্ম-আপ ম্যাচে সাক্ষাৎ হয়েছিল ভারত ও বাংলাদেশের । সেই ম্যাচে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির জোড়া সেঞ্চুরির উপর ভর করে ম্যাচ জিতেছিল ভারত ।

চলতি বিশ্বকাপে এজবাস্টনে প্রথমে ব্যাট করা দল বড় রান করতে ব্যর্থ হয়েছে । প্রথম দু'টি ম্যাচে জিতেছে পরে ব্যাট করা দল । তবে সেগুলি ছিল মন্থর উইকেট । গত ম্যাচে ব্যাটিংসহায়ক উইকেটে ইংল্যান্ডের বড় রান তাড়া করতে ব্যর্থ হয় ভারত ।

বাংলাদেশের ভরসা শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম । সর্বোচ্চ রানের তালিকায় ইতিমধ্যেই তিন নম্বরে পৌঁছে গেছেন তিনি । পাশাপাশি বল হাতেও জ্বলে উঠেছেন শাকিব। অন্যদিকে, দারুণ ছন্দে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মাও । ইতিমধ্যেই সাত ইনিংসে তিনি করে ফেলেছেন তিনটি সেঞ্চুরি । বিরাট কোহলিও ফর্মে রয়েছেন । সেঞ্চুরি না পেলেও প্রথম অধিনায়ক হিসেবে পরপর পাঁচটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি ।

তবে, আজকের ম্যাচে নজর থাকবে ঋষভ পন্থের উপরও । শিখর ধাওয়ান চোট পেয়ে ছিটকে যেতেই তাঁর সামনে বিশ্বকাপ খেলার সুযোগ আসে । আর বিজয় শংকর চোট পেতেই বিশ্বকাপ অভিষেকও হয়ে যায় তাঁর । তবে অভিষেক ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে । গত ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ । আজকেও তাঁকে চার নম্বরে পাঠানো হবে কি না সেটাই দেখার ।

বার্মিংহাম, 2 জুলাই : এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি । আজকের ম্যাচে কেদার যাদব ও কুলদীপ যাদবের পরিবর্তে দলে এলেন দীনেশ কার্তিক ও ভুবনেশ্বর কুমার । বাংলাদেশ দলেও হয়েছে পরিবর্তন । দলে এসেছেন ফাস্ট বোলার রুবেল হোসেন । অভিজ্ঞ মহমদুল্লাহর জায়গায় শাব্বির রহমানকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে 'বাংলাদেশ টাইগার'রা ।

বার্মিংহামের এজবাস্টনেই এ বার বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখেছে ভারত । অবশ্য আগের ম্যাচে জিততে না পারলেও পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে ভারত । কিন্তু অপরাজেয় তকমাটা হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া । তবে আজ মাঠে নামার আগে বাংলাদেশের থেকে তুলনামূলকভাবে কম চাপে ভারত । চলতি বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে ওয়ার্ম-আপ ম্যাচে সাক্ষাৎ হয়েছিল ভারত ও বাংলাদেশের । সেই ম্যাচে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির জোড়া সেঞ্চুরির উপর ভর করে ম্যাচ জিতেছিল ভারত ।

চলতি বিশ্বকাপে এজবাস্টনে প্রথমে ব্যাট করা দল বড় রান করতে ব্যর্থ হয়েছে । প্রথম দু'টি ম্যাচে জিতেছে পরে ব্যাট করা দল । তবে সেগুলি ছিল মন্থর উইকেট । গত ম্যাচে ব্যাটিংসহায়ক উইকেটে ইংল্যান্ডের বড় রান তাড়া করতে ব্যর্থ হয় ভারত ।

বাংলাদেশের ভরসা শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম । সর্বোচ্চ রানের তালিকায় ইতিমধ্যেই তিন নম্বরে পৌঁছে গেছেন তিনি । পাশাপাশি বল হাতেও জ্বলে উঠেছেন শাকিব। অন্যদিকে, দারুণ ছন্দে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মাও । ইতিমধ্যেই সাত ইনিংসে তিনি করে ফেলেছেন তিনটি সেঞ্চুরি । বিরাট কোহলিও ফর্মে রয়েছেন । সেঞ্চুরি না পেলেও প্রথম অধিনায়ক হিসেবে পরপর পাঁচটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি ।

তবে, আজকের ম্যাচে নজর থাকবে ঋষভ পন্থের উপরও । শিখর ধাওয়ান চোট পেয়ে ছিটকে যেতেই তাঁর সামনে বিশ্বকাপ খেলার সুযোগ আসে । আর বিজয় শংকর চোট পেতেই বিশ্বকাপ অভিষেকও হয়ে যায় তাঁর । তবে অভিষেক ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে । গত ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ । আজকেও তাঁকে চার নম্বরে পাঠানো হবে কি না সেটাই দেখার ।

RESTRICTION SUMMARY: PART: MUST CREDIT KTLA, NO ACCESS LOS ANGELES, NO USE US BROADCAST NETWORKS
PART: AP CLIENTS ONLY
SHOTLIST:
KTLA - MANDATORY CREDIT KTLA, NO ACCESS LOS ANGELES, NO USE US BROADCAST NETWORKS, NO RE-SALE, REUSE OR ARCHIVE
Anaheim, California - 1 July 2019
1. Fans with small pile of flowers outside Angel Stadium ++MUTE FROM SOURCE++
2. Small group of fans, Amanda Wojchiechowski and small son crying (partly covers shot 3)
3. SOUNDBITE (English) Amanda Wojchiechowski, Los Angeles Angels Fan:
"These people aren't just players on a baseball team. These are family. We come here. We cheer for them, we laugh with them, we cry with them. So it's, it's a hard, hard, hard thing to go through"
4. Angels fan Steven Beltran places RIP 45 sign on makeshift memorial (partly covers shot 5)
5. SOUNDBITE (English) Steven Beltran, Los Angeles Angels Fan:
(Reporter: "What did you like about him as a pitcher?")
"Well, his bounce back. He got that Tommy John (surgery) and was able to come back and start throwing the ball, you know, and everybody loves a comeback story. It's a bummer man. It's heartbreaking as an Angel fan."
6. Stadium gate, pan down to memorial sign ++MUTE FROM SOURCE++
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Anaheim, California - 29 June 2019
7. STILLS - Various of Tyler Skaggs pitching against the Oakland Athletics on Saturday 29th June 2019
STORYLINE:
Los Angeles Angels pitcher Tyler Skaggs died on Monday after the 27-year-old pitcher was found unresponsive in his Texas hotel room, stunning the Major League Baseball community and leading to the postponement of Los Angeles' series opener against the Rangers.
Skaggs was "an important part of the Angels Family," the team said in a statement.
"Our thoughts and prayers are with his wife, Carli, and his entire family during this devastating time."
Police said they were investigating, but no foul play was suspected.
Skaggs was pronounced dead at the scene.
Skaggs, who would have turned 28 on July 13 and was married in December, had been a regular in the Angels' starting rotation since late 2016, when the left-hander returned from Tommy John (elbow ligament) surgery.
He struggled with injuries repeatedly in that time.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.