দিল্লি, 27 মে : বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত ৷ আর তার জেরে বন্ধ অথবা স্থগিত করতে হয়েছে বহু স্পোর্টস ইভেন্ট ৷ এবার সেই তালিকায় আসতে পারে ICC টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2020 ৷ সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, 2022 পর্যন্ত স্থগিত হতে চলেছে টি-20 বিশ্বকাপ ৷ চলতি বছরে অক্টোবরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আসর বসার কথা ছিল ৷
বৃহস্পতিবার একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ণয়ে বৈঠকে বসছে ICC -র কর্তারা ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সমস্ত সদস্য ওই বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকবেন বলে খবর ৷ সেখানেই সম্ভবত সরকারি ঘোষণা হতে পারে ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকবেন ৷
প্রসঙ্গত, আগেই অস্ট্রেলিয়া ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক জানিয়েছিলেন, এই বছর টি-20 বিশ্বকাপ অয়োজন করা সত্যই কঠিন ৷ পরের বছর বিশ্বকাপ হলে আয়োজনের অসুবিধা নেই বলে জানান তিনি ৷