ETV Bharat / sports

কোরোনা লড়াইয়ে সামিল দেশকে বিশ্বকাপ জেতানো যোগিন্দরকে স্যালুট ICC-র - ICC

13 বছর আগে ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক এখন দেশের কাজে নিজেকে নিয়োজিত করেছেন ৷ হরিয়ানার হিসারে DSP পদে কর্মরত যোগিন্দর 21 দিনের লকডাউনে সাধারণ মানুষকে সচেতন করছেন ৷

যোগিন্দর
যোগিন্দর
author img

By

Published : Mar 29, 2020, 11:03 PM IST

দুবাই, 29 মার্চ: যোগিন্দর শর্মাকে মনে পড়ে? ক্রিকেটের মানচিত্রে যোগিন্দর শর্মা নামটা আজ দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না ৷ তাই নামটা শুনে অনেকেই প্রথমে একটু থমকাবেন ৷ কিন্তু আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমীদের বেশিক্ষণ সময় লাগবে না চিনতে ৷ যতই হোক 2007 সালে ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের নায়ককে সহজে ভুলবে না ক্রিকেট জগত ৷ কিন্তু এই কোরোনা বিদ্ধ দেশে যখন খেলাধুলো প্রায় ডকে উঠেছে তখন হঠাৎই শিরোনামে যোগিন্দর ৷ বর্তমানে তিনি হরিয়ানা পুলিশে কর্মরত ৷ তাই কোরোনা মোকাবিলায় গোটা দেশে যখন লকডাউন চলছে তখন পথে নেমে নিজের কর্তব্য পালন করে চলেছেন যোগী ৷ কুড়ি-বিশের বিশ্বকাপের নায়ককে কুর্নিশ জানাচ্ছে ICC-ও ৷

একে তো টি-20 বিশ্বকাপের ফাইনাল ৷ তার উপর প্রতিপক্ষ পাকিস্তান ৷ ভারতের দেওয়া 158 রান টপকাতে মরিয়া মিসবাদের শেষ ওভারে চাই 13 রান ৷ টানটান উত্তেজনা আর পাহাড়প্রমাণ চাপের মধ্যে শেষ ওভারে যোগিন্দরের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ কিন্তু ওভারের প্রথম দুটি বলে এল সাত রান ৷ হরিয়ানার অখ্যাত অলরাউন্ডারের উপর দেশের ক্রিকেটপ্রেমীদের রোষ ঝরে পড়ছে ৷ কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গেল পরিস্থিতি ৷ যোগিন্দরের বল, মিসবার স্কুপ আর শ্রীসন্থের ক্যাচ ৷ টি-20 বিশ্বকাপের প্রথম সংস্করণ জিতে ইতিহাসে ঢুকে পড়ল ভারত ৷ ইতিহাসে নাম লেখালেন মহেন্দ্রে সিং ধোনি ৷ আর সেই ইতিহাস গড়তে সাহায্য করলেন রোহতকের এক অনামী অলরাউন্ডার যোগিন্দর সিং ৷ ভিলেন হওয়ার চান্স ছিল প্রবল ৷ কিন্তু তা হল না ৷ উল্টে মিসবা-উল-হককে ফিরিয়ে নায়ক বনে গেলেন রোহতকের ডান হাতি পেসার ৷ যদিও যোগির ক্রিকেট কেরিয়ারে এতে কোনও লাভ হয়নি ৷ উলটে ক্রিকেট জগত থেকে প্রায় মুছেই গিয়েছে তাঁর নাম ৷

  • 2007: #T20WorldCup hero 🏆
    2020: Real world hero 💪

    In his post-cricket career as a policeman, India's Joginder Sharma is among those doing their bit amid a global health crisis.

    [📷 Joginder Sharma] pic.twitter.com/2IAAyjX3Se

    — ICC (@ICC) March 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

13 বছর আগে ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক এখন দেশের কাজে নিজেকে নিয়োজিত করেছেন ৷ হরিয়ানার হিসারে DSP পদে কর্মরত যোগিন্দর 21 দিনের লকডাউনে সাধারণ মানুষকে সচেতন করছেন ৷ বাড়িতে থেকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানাচ্ছেন ৷ আর যোগিন্দরের এই কাজে মুগ্ধ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ ICC টুইটে লিখেছে, "2007 টি-20 বিশ্বকাপের হিরো এবং 2020 সালের 'বিশ্বের আসল হিরো' ৷ ক্রিকেট পরবর্তী কেরিয়ারে পুলিশকর্মী হিসেবে বিশ্বের এই সঙ্কটের সময়ে নিজের কর্তব্য পালন করছেন ভারতের যোগিন্দর শর্মা ৷"

  • *Prevention is the only cure for Coronavirus,Let’s be together and fight with this Pandemic situation..Please cooperate with us* Jai Hind pic.twitter.com/Cl36TanfJP

    — Joginder Sharma (@jogisharma83) March 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে সাধারণ মানুষকে সচেতন করে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার নিজেও একটি টুইট করেছিলেন ৷

দুবাই, 29 মার্চ: যোগিন্দর শর্মাকে মনে পড়ে? ক্রিকেটের মানচিত্রে যোগিন্দর শর্মা নামটা আজ দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না ৷ তাই নামটা শুনে অনেকেই প্রথমে একটু থমকাবেন ৷ কিন্তু আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমীদের বেশিক্ষণ সময় লাগবে না চিনতে ৷ যতই হোক 2007 সালে ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের নায়ককে সহজে ভুলবে না ক্রিকেট জগত ৷ কিন্তু এই কোরোনা বিদ্ধ দেশে যখন খেলাধুলো প্রায় ডকে উঠেছে তখন হঠাৎই শিরোনামে যোগিন্দর ৷ বর্তমানে তিনি হরিয়ানা পুলিশে কর্মরত ৷ তাই কোরোনা মোকাবিলায় গোটা দেশে যখন লকডাউন চলছে তখন পথে নেমে নিজের কর্তব্য পালন করে চলেছেন যোগী ৷ কুড়ি-বিশের বিশ্বকাপের নায়ককে কুর্নিশ জানাচ্ছে ICC-ও ৷

একে তো টি-20 বিশ্বকাপের ফাইনাল ৷ তার উপর প্রতিপক্ষ পাকিস্তান ৷ ভারতের দেওয়া 158 রান টপকাতে মরিয়া মিসবাদের শেষ ওভারে চাই 13 রান ৷ টানটান উত্তেজনা আর পাহাড়প্রমাণ চাপের মধ্যে শেষ ওভারে যোগিন্দরের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ কিন্তু ওভারের প্রথম দুটি বলে এল সাত রান ৷ হরিয়ানার অখ্যাত অলরাউন্ডারের উপর দেশের ক্রিকেটপ্রেমীদের রোষ ঝরে পড়ছে ৷ কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গেল পরিস্থিতি ৷ যোগিন্দরের বল, মিসবার স্কুপ আর শ্রীসন্থের ক্যাচ ৷ টি-20 বিশ্বকাপের প্রথম সংস্করণ জিতে ইতিহাসে ঢুকে পড়ল ভারত ৷ ইতিহাসে নাম লেখালেন মহেন্দ্রে সিং ধোনি ৷ আর সেই ইতিহাস গড়তে সাহায্য করলেন রোহতকের এক অনামী অলরাউন্ডার যোগিন্দর সিং ৷ ভিলেন হওয়ার চান্স ছিল প্রবল ৷ কিন্তু তা হল না ৷ উল্টে মিসবা-উল-হককে ফিরিয়ে নায়ক বনে গেলেন রোহতকের ডান হাতি পেসার ৷ যদিও যোগির ক্রিকেট কেরিয়ারে এতে কোনও লাভ হয়নি ৷ উলটে ক্রিকেট জগত থেকে প্রায় মুছেই গিয়েছে তাঁর নাম ৷

  • 2007: #T20WorldCup hero 🏆
    2020: Real world hero 💪

    In his post-cricket career as a policeman, India's Joginder Sharma is among those doing their bit amid a global health crisis.

    [📷 Joginder Sharma] pic.twitter.com/2IAAyjX3Se

    — ICC (@ICC) March 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

13 বছর আগে ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক এখন দেশের কাজে নিজেকে নিয়োজিত করেছেন ৷ হরিয়ানার হিসারে DSP পদে কর্মরত যোগিন্দর 21 দিনের লকডাউনে সাধারণ মানুষকে সচেতন করছেন ৷ বাড়িতে থেকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানাচ্ছেন ৷ আর যোগিন্দরের এই কাজে মুগ্ধ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ ICC টুইটে লিখেছে, "2007 টি-20 বিশ্বকাপের হিরো এবং 2020 সালের 'বিশ্বের আসল হিরো' ৷ ক্রিকেট পরবর্তী কেরিয়ারে পুলিশকর্মী হিসেবে বিশ্বের এই সঙ্কটের সময়ে নিজের কর্তব্য পালন করছেন ভারতের যোগিন্দর শর্মা ৷"

  • *Prevention is the only cure for Coronavirus,Let’s be together and fight with this Pandemic situation..Please cooperate with us* Jai Hind pic.twitter.com/Cl36TanfJP

    — Joginder Sharma (@jogisharma83) March 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে সাধারণ মানুষকে সচেতন করে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার নিজেও একটি টুইট করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.