ETV Bharat / sports

নতুন লিগের ঘোষণা ICC-র

নতুন টুর্নামেন্টে খেলবে 13 টি দল ৷ তার মধ্যে ICC-র পূর্ণ সদস্যের 12 টি দেশ ও 2015-17 বিশ্ব ক্রিকেট সুপার লিগজয়ী নেদারল্যান্ড খেলবে ৷ সুপার লিগে প্রত্যেকটি দেশ 4টি হোম ও 4টি করে অ্যাওয়ে ভিত্তিতে 3 ম্যাচের সিরিজ় খেলবে ৷ নতুন এই টুর্নামেন্টের প্রথম 7টি দল সরাসরি ভারতে অনুষ্ঠিত হতে চলা 2023 বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৷

image
icc
author img

By

Published : Jul 27, 2020, 4:26 PM IST

দুবাই, 27 জুলাই : পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ 2023-র যোগ্যতা নির্ণয় করার জন্য নতুন সুপার লিগ আনতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ( ICC ) ৷ সোমবার এই নতুন লিগের কথা ঘোষণা করে ICC ৷ নতুন লিগের প্রথম ম্যাচ হতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে ৷

নতুন টুর্নামেন্টে খেলবে 13 টি দল ৷ তার মধ্যে ICC -র পূর্ণ সদস্যের 12 টি দেশ ও 2015-17 বিশ্ব ক্রিকেট সুপার লিগজয়ী নেদারল্যান্ড খেলবে ৷ সুপার লিগে প্রত্যেকটি দেশ 4টি হোম ও 4টি করে অ্যাওয়ে ভিত্তিতে 3 ম্যাচের সিরিজ় খেলবে ৷ নতুন এই টুর্নামেন্টের প্রথম 7টি দল সরাসরি ভারতে অনুষ্ঠিত হতে চলা 2023 বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৷

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার জেনেরাল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বলেন, ‘‘ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে দিয়ে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ শুরু করতে পেরে আমরা আনন্দিত ৷ লিগটি যেহতু ক্রিকেট বিশ্বকাপ 2023-র যোগ্যতা নির্ণয় করবে তাই আগামী তিন বছর ওয়ানডে ক্রিকেটে এই নতুন টুর্নামেন্টের প্রাসঙ্গিকতা আনবে ৷ ক্রিকেট সুপার লিগ ক্রিকেটপ্রেমীদের আরও আনন্দ দেবে ৷’’

আরও পড়ুন :- মাইলফলকের সামনে দুরন্ত ব্রড, সিরিজ় জয়ের দোরগোড়ায় ইংলিশরা

ইংল্যান্ড বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান বলেন, ‘‘ICC বিশ্বকাপ সুপার লিগের মধ্যে দিয়ে ফের ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি ৷ শেষবার ঘরের মাঠে ওয়েনডে ক্রিকেট বা বিশ্বকাপের ট্র্ফি তোলার ম্যাচের থেকে এটা অনেক আলাদা ৷ কিন্তু পরবর্তী পর্যায়ে টুর্নামেন্ট খেলাটা দারুণ ব্যাপার ৷ আমি নিশ্চিত ভক্তরা সাদা বলের ক্রিকেট খেলা দেখার জন্য উদগ্রীব ৷ এবং আমরা নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি ৷ ’’

তিনি আরও বলেন, ‘‘ আয়ারল্যান্ড দারুণ দল বছরের পর বছর ধরে তারা দেখিয়েছে সেরাদেরও হারাতে পারে ৷ এটা একটা দুরন্ত সিরিজ় হতে চলেছে ৷ ’’

কোরোনা ভাইরাসের প্রকোপের জন্য নতুন সুপার লিগের লঞ্চ হতে দেরি হল বলে মনে করা হচ্ছে ৷ বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে কোরোনা ভাইরাস প্যানডেমিক ৷ ক্রিকেট হয় বহু ইভেন্ট হয় বাতিল নতুবা স্থগিত করতে হয়েছে আয়োজকদের ৷ কিন্তু চলতি মাসে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরে ৷ বায়ো সিকিয়র পরিস্থিতিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ় ৷

দুবাই, 27 জুলাই : পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ 2023-র যোগ্যতা নির্ণয় করার জন্য নতুন সুপার লিগ আনতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ( ICC ) ৷ সোমবার এই নতুন লিগের কথা ঘোষণা করে ICC ৷ নতুন লিগের প্রথম ম্যাচ হতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে ৷

নতুন টুর্নামেন্টে খেলবে 13 টি দল ৷ তার মধ্যে ICC -র পূর্ণ সদস্যের 12 টি দেশ ও 2015-17 বিশ্ব ক্রিকেট সুপার লিগজয়ী নেদারল্যান্ড খেলবে ৷ সুপার লিগে প্রত্যেকটি দেশ 4টি হোম ও 4টি করে অ্যাওয়ে ভিত্তিতে 3 ম্যাচের সিরিজ় খেলবে ৷ নতুন এই টুর্নামেন্টের প্রথম 7টি দল সরাসরি ভারতে অনুষ্ঠিত হতে চলা 2023 বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৷

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার জেনেরাল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বলেন, ‘‘ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে দিয়ে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ শুরু করতে পেরে আমরা আনন্দিত ৷ লিগটি যেহতু ক্রিকেট বিশ্বকাপ 2023-র যোগ্যতা নির্ণয় করবে তাই আগামী তিন বছর ওয়ানডে ক্রিকেটে এই নতুন টুর্নামেন্টের প্রাসঙ্গিকতা আনবে ৷ ক্রিকেট সুপার লিগ ক্রিকেটপ্রেমীদের আরও আনন্দ দেবে ৷’’

আরও পড়ুন :- মাইলফলকের সামনে দুরন্ত ব্রড, সিরিজ় জয়ের দোরগোড়ায় ইংলিশরা

ইংল্যান্ড বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান বলেন, ‘‘ICC বিশ্বকাপ সুপার লিগের মধ্যে দিয়ে ফের ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি ৷ শেষবার ঘরের মাঠে ওয়েনডে ক্রিকেট বা বিশ্বকাপের ট্র্ফি তোলার ম্যাচের থেকে এটা অনেক আলাদা ৷ কিন্তু পরবর্তী পর্যায়ে টুর্নামেন্ট খেলাটা দারুণ ব্যাপার ৷ আমি নিশ্চিত ভক্তরা সাদা বলের ক্রিকেট খেলা দেখার জন্য উদগ্রীব ৷ এবং আমরা নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি ৷ ’’

তিনি আরও বলেন, ‘‘ আয়ারল্যান্ড দারুণ দল বছরের পর বছর ধরে তারা দেখিয়েছে সেরাদেরও হারাতে পারে ৷ এটা একটা দুরন্ত সিরিজ় হতে চলেছে ৷ ’’

কোরোনা ভাইরাসের প্রকোপের জন্য নতুন সুপার লিগের লঞ্চ হতে দেরি হল বলে মনে করা হচ্ছে ৷ বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে কোরোনা ভাইরাস প্যানডেমিক ৷ ক্রিকেট হয় বহু ইভেন্ট হয় বাতিল নতুবা স্থগিত করতে হয়েছে আয়োজকদের ৷ কিন্তু চলতি মাসে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরে ৷ বায়ো সিকিয়র পরিস্থিতিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.