ETV Bharat / sports

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শন মার্শ - shaun marsh

প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া এখনও আছে পয়েন্ট টেবিলের শীর্ষে । এরই মাঝে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শন মার্শ ।

শন মার্শ
author img

By

Published : Jul 5, 2019, 9:29 AM IST

লন্ডন, 5 জুলাই : দু'দিন আগে নেটে অনুশীলনের সময় সতীর্থ প্যাট কামিন্সের বলে চোট পান শন মার্শ । সেই চোটের জেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি । তাঁর হাতে চিড় ধরা পড়েছে । ফলে দীর্ঘ সময় থাকতে হবে মাঠের বাইরে ।

পিটার হ্যান্ডসকম্ব
পিটার হ্যান্ডসকম্ব

এদিকে মার্শের চোটের কারণে কপাল খুলে গেছে পিটার হ্যান্ডসকম্বের । বিশ্বকাপ স্কয়্যাডে জায়গা না পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন । তবে অবশেষে সতীর্থের চোটের কারণে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সুযোগ পেলেন বিশ্বকাপে ।

বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সুযোগ পেলেও রান করতে পারেননি মার্শ । নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় থেকেছেন দলের বাইরে ।

তবে মার্শ ফর্মে না থাকলেও দারুণ ফর্মে আছে তাঁর দল । এখনও পর্যন্ত 8টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া জিতেছে 7টি ম্যাচেই । একমাত্র ভারতের কাছে হেরেছে তারা। টেবিল শীর্ষে থাকতে হলে অজ়িদেরকে জিততে হবে শেষ ম্যাচটি । তবে ফিঞ্চরা সেই ম্যাচ না জিততে পারলে টেবিল শীর্ষে যাওয়ার সুযোগ আছে ভারতের । তার জন্য আগামীকাল শ্রীলঙ্কাকে হারাতে হবে টিম ইন্ডিয়াকে ।

লন্ডন, 5 জুলাই : দু'দিন আগে নেটে অনুশীলনের সময় সতীর্থ প্যাট কামিন্সের বলে চোট পান শন মার্শ । সেই চোটের জেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি । তাঁর হাতে চিড় ধরা পড়েছে । ফলে দীর্ঘ সময় থাকতে হবে মাঠের বাইরে ।

পিটার হ্যান্ডসকম্ব
পিটার হ্যান্ডসকম্ব

এদিকে মার্শের চোটের কারণে কপাল খুলে গেছে পিটার হ্যান্ডসকম্বের । বিশ্বকাপ স্কয়্যাডে জায়গা না পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন । তবে অবশেষে সতীর্থের চোটের কারণে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সুযোগ পেলেন বিশ্বকাপে ।

বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সুযোগ পেলেও রান করতে পারেননি মার্শ । নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় থেকেছেন দলের বাইরে ।

তবে মার্শ ফর্মে না থাকলেও দারুণ ফর্মে আছে তাঁর দল । এখনও পর্যন্ত 8টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া জিতেছে 7টি ম্যাচেই । একমাত্র ভারতের কাছে হেরেছে তারা। টেবিল শীর্ষে থাকতে হলে অজ়িদেরকে জিততে হবে শেষ ম্যাচটি । তবে ফিঞ্চরা সেই ম্যাচ না জিততে পারলে টেবিল শীর্ষে যাওয়ার সুযোগ আছে ভারতের । তার জন্য আগামীকাল শ্রীলঙ্কাকে হারাতে হবে টিম ইন্ডিয়াকে ।

Mumbai, Jul 05 (ANI): A verbal spat erupted between passengers and crew members' onboard Air India flight, allegedly after the flight failed to take off after 4 hours of delay and was rescheduled thrice. It was scheduled to take off at 3:55 pm today.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.