ETV Bharat / sports

আমাকে বোলিং অলরাউন্ডার বলতে পারেন : শার্দূল

একটি সাক্ষাৎকারে শার্দূল ঠাকুর বলেন, ‘‘ হ্যাঁ আমাকে বোলিং অলরাউন্ডার বলা যেতে পারে ৷ আমার ব্যাট করার দক্ষতা আছে ৷ ভবিষ্যতে সুযোগ ব্যাটেও দলেতর হয়ে অবদান রাখতে চাই ৷’’

শার্দূল ঠাকুর
শার্দূল ঠাকুর
author img

By

Published : Jan 22, 2021, 6:31 PM IST

মুম্বই, 22 জানুয়ারি : আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় দুই বছর আগে ৷ তারপর থেকে জাতীয় দলরে হয়ে আর মাঠে নামা হয়নি ৷ অস্ট্রেলিয়ায় ভারতীয় দলে একের পর এক চোটের পর ভাগ্য সহায় হয় শার্দূলের ৷ সুযোগ পেয়েই ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করেন ৷ মূলত তাঁর ও ওয়াশিংটন সুন্দরের ভর করে ব্রিসবেনে সুবিধাজনক জায়গায় যায় ভারত ৷ সেই শার্দূল বলছেন, এই দুই বছর তিনি নিজেকে ফাস্ট বোলার থেকে অলরাউন্ডারে পরিণত করেছেন ৷

ব্রিসবেনে মোট 7টি উইকেট তুলে নেন তিনি ৷ 8 নম্বরে নেমে প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ 67 রানও করেন শার্দূল ৷ ওয়াশিংটনের সঙ্গে 123 রানের পার্টনারশিপ গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন ৷ 2018 সালে টেস্ট অভিষেক হলেও তা স্থায়ী ছিল মাত্র 10টি বল ৷ তারপর চোট পেয়ে ছিটকে যেতে হয় ৷

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ হ্যাঁ আমাকে বোলিং অলরাউন্ডার বলা যেতে পারে ৷ আমার ব্যাট করার দক্ষতা আছে ৷ ভবিষ্যতে সুযোগ ব্যাটেও দলের হয়ে অবদান রাখতে চাই ৷’’

ব্রিসবেন টেস্টে তিনি পাঁচটি উইকেট শিকার করতে পারতেন ৷ তবে তিনি মহম্মদ সিরাজের জন্য খুশি ৷ কারণ তিনি না পরলেও ব্রিসবেনে পাঁচ উইকেট নেন সিরাজ ৷

শার্দূল বলেন, ‘‘না, দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট না পাওয়ার কোনও অনুশোচনা নেই ৷ তবে পাঁচ উইকেট পেলে ভালো হতো ৷ এবং আমি খুবই খুশি সিরাজ পাঁচ উইকেট তুলে নিয়েছে ৷ আমরা চাইছিলাম সিরাজ যেন পাঁচ উইকেট পায়, কারণ ও খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল ৷’’

আরও পড়ুন :- সিরিজ়ের নতুন খোঁজ সিরাজ, প্রশংসা শাস্ত্রীর

অস্ট্রেলিয়া সফরে থাকাকালীনই সিরাজের বাবা মারা যান ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড সিরাজকে ভারতে ফেরার অনুমতি দেয় ৷ তবে দেশে না ফেরার সিদ্ধান্ত নেন সিরাজ ও জাতীয় দলের দায়িত্ব পালন করেন ৷ এছাড়া সিডনি টেস্টে তাঁকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকারও হতে হয় ৷

মুম্বই, 22 জানুয়ারি : আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় দুই বছর আগে ৷ তারপর থেকে জাতীয় দলরে হয়ে আর মাঠে নামা হয়নি ৷ অস্ট্রেলিয়ায় ভারতীয় দলে একের পর এক চোটের পর ভাগ্য সহায় হয় শার্দূলের ৷ সুযোগ পেয়েই ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করেন ৷ মূলত তাঁর ও ওয়াশিংটন সুন্দরের ভর করে ব্রিসবেনে সুবিধাজনক জায়গায় যায় ভারত ৷ সেই শার্দূল বলছেন, এই দুই বছর তিনি নিজেকে ফাস্ট বোলার থেকে অলরাউন্ডারে পরিণত করেছেন ৷

ব্রিসবেনে মোট 7টি উইকেট তুলে নেন তিনি ৷ 8 নম্বরে নেমে প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ 67 রানও করেন শার্দূল ৷ ওয়াশিংটনের সঙ্গে 123 রানের পার্টনারশিপ গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন ৷ 2018 সালে টেস্ট অভিষেক হলেও তা স্থায়ী ছিল মাত্র 10টি বল ৷ তারপর চোট পেয়ে ছিটকে যেতে হয় ৷

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ হ্যাঁ আমাকে বোলিং অলরাউন্ডার বলা যেতে পারে ৷ আমার ব্যাট করার দক্ষতা আছে ৷ ভবিষ্যতে সুযোগ ব্যাটেও দলের হয়ে অবদান রাখতে চাই ৷’’

ব্রিসবেন টেস্টে তিনি পাঁচটি উইকেট শিকার করতে পারতেন ৷ তবে তিনি মহম্মদ সিরাজের জন্য খুশি ৷ কারণ তিনি না পরলেও ব্রিসবেনে পাঁচ উইকেট নেন সিরাজ ৷

শার্দূল বলেন, ‘‘না, দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট না পাওয়ার কোনও অনুশোচনা নেই ৷ তবে পাঁচ উইকেট পেলে ভালো হতো ৷ এবং আমি খুবই খুশি সিরাজ পাঁচ উইকেট তুলে নিয়েছে ৷ আমরা চাইছিলাম সিরাজ যেন পাঁচ উইকেট পায়, কারণ ও খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল ৷’’

আরও পড়ুন :- সিরিজ়ের নতুন খোঁজ সিরাজ, প্রশংসা শাস্ত্রীর

অস্ট্রেলিয়া সফরে থাকাকালীনই সিরাজের বাবা মারা যান ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড সিরাজকে ভারতে ফেরার অনুমতি দেয় ৷ তবে দেশে না ফেরার সিদ্ধান্ত নেন সিরাজ ও জাতীয় দলের দায়িত্ব পালন করেন ৷ এছাড়া সিডনি টেস্টে তাঁকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকারও হতে হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.