ETV Bharat / sports

একদিনের ক্রিকেটে ওপেনিংয়ে বিশ্বরেকর্ড উইন্ডিজ় জুটির

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 365 রান করলেন জন ক্যাম্পবেল ও সাই হোপ জুটি । যে কোনও উইকেটের নিরিখে এই পার্টনারশিপ দ্বিতীয় সর্বোচ্চ । ওপেনিংয়ে বিশ্বরেকর্ড ।

একদিনের ক্রিকেটে ওপেনিংয়ে বিশ্বরেকর্ড উইন্ডিজ় জুটির
author img

By

Published : May 5, 2019, 9:04 PM IST

ডাবলিন, 5 মে : গতবছর প্রথমবার ODI-তে ওপেন করতে নেমে 300-র গণ্ডি পার করেছিল কোনও জুটি । সেইবার পাকিস্তানের হয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 304 রান করেছিলেন ফাকর জ়ামান ও ইমাম-উল-হক । এক বছর যেতে না যেতেই সেই রেকর্ড ভাঙল উইন্ডিজ়ের ওপেনিং জুটি । আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 365 রান করলেন জন ক্যাম্পবেল ও সাই হোপ জুটি । যে কোনও উইকেটের নিরিখে এই পার্টনারশিপ দ্বিতীয় সর্বোচ্চ । ক্রিস গেইল ও মার্লন স্যামুয়েলসের জ়িম্বাবোয়ের বিরুদ্ধে 372-এর রেকর্ড একটুর জন্য ভাঙতে পারলেন না ক্যাম্পবেল -হোপ জুটি ।

আজকে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজ়ের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যন্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড । তারপরই শুরু হয় ক্যরিবিয়ান ঝড় । জন ক্যাম্পবেল 137 বলে করেন 179 । তাঁর সঙ্গী সাই হোপ 152 বলে করেন 170 । এই জুটির উপর ভর করে নির্ধারিত 50 ওভারে উইন্ডিজ় 381 রানের বিশাল স্কোর করে । দু'জন ওপেনারকেই শেষ পর্যন্ত প্যভিলিয়নে ফেরান ব্যারি ম্যাকার্থি । এই পার্টনারশিপের উপর ভর করে 50 ওভারের ক্রিকেটে প্রথমবার উভয় ব্যাটসম্যানই 170-এর বেশি রান করলেন ।

ডাবলিন, 5 মে : গতবছর প্রথমবার ODI-তে ওপেন করতে নেমে 300-র গণ্ডি পার করেছিল কোনও জুটি । সেইবার পাকিস্তানের হয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 304 রান করেছিলেন ফাকর জ়ামান ও ইমাম-উল-হক । এক বছর যেতে না যেতেই সেই রেকর্ড ভাঙল উইন্ডিজ়ের ওপেনিং জুটি । আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 365 রান করলেন জন ক্যাম্পবেল ও সাই হোপ জুটি । যে কোনও উইকেটের নিরিখে এই পার্টনারশিপ দ্বিতীয় সর্বোচ্চ । ক্রিস গেইল ও মার্লন স্যামুয়েলসের জ়িম্বাবোয়ের বিরুদ্ধে 372-এর রেকর্ড একটুর জন্য ভাঙতে পারলেন না ক্যাম্পবেল -হোপ জুটি ।

আজকে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজ়ের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যন্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড । তারপরই শুরু হয় ক্যরিবিয়ান ঝড় । জন ক্যাম্পবেল 137 বলে করেন 179 । তাঁর সঙ্গী সাই হোপ 152 বলে করেন 170 । এই জুটির উপর ভর করে নির্ধারিত 50 ওভারে উইন্ডিজ় 381 রানের বিশাল স্কোর করে । দু'জন ওপেনারকেই শেষ পর্যন্ত প্যভিলিয়নে ফেরান ব্যারি ম্যাকার্থি । এই পার্টনারশিপের উপর ভর করে 50 ওভারের ক্রিকেটে প্রথমবার উভয় ব্যাটসম্যানই 170-এর বেশি রান করলেন ।


Mumbai, May 05 (ANI): The star cast of 'Student of the Year 2' was seen promoting the film in Mumbai. Director Punit Malhotra was also seen along with Bollywood actors Tiger Shroff, Tara Sutaria and Ananya Pandey. The movie is produced by Karan Johar under Dharma Productions and will hit theaters on May 10. While speaking to ANI, Ananya Pandey said, "Couldn't have asked for better launch."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.