ETV Bharat / sports

কান্নায় ভেঙে পড়লেন শেফালি; "ডোন্ট ক্রাই" বলল নেটিজ়েনরা

author img

By

Published : Mar 8, 2020, 10:04 PM IST

শেফালি ভার্মাকে থামানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অস্ট্রেলিয়ার সামনে ৷ সেই লক্ষ্যে প্রথমেই সফল হয় তারা ৷ অজ়ি বোলার মেগান স্কুট শুরুতেই শেফালিকে থামিয়ে দেন ৷

shafali verma
শেফালি

মেলবোর্ন, 8 মার্চ: কোলে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন ৷ গালের দু'পাশে গড়িয়ে পড়া জল দু'হাত দিয়ে মুছছেন বারে বারে ৷ আর দলের সবচেয়ে ছোটো সদস্যকে সান্ত্বনা দিচ্ছেন অধিনায়ক হরমনপ্রীত কউর থেকে বাকি সদস্যরা ৷ বিশ্বকাপ ফাইনালে হারের পর শেফালি ভার্মার কান্নার ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ ষোড়শীকে সান্ত্বনা দিলেন নেটিজ়েনরাও ৷

গোটা টুর্নামেন্টেই ভালো খেলেছেন ৷ ভারতীয় মহিলা দলের টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠার পিছনে বছর ষোলোর শেফালি ভার্মার অবদান যথেষ্ট ৷ অথচ মেলবোর্নে সেই ষোড়শীর ব্যাট জ্বলে উঠতে পারল না ৷ ফাইনালে টিনএজ শেফালিই ছিলেন অস্ট্রেলিয়ার মাথাব্যথার কারণ ৷ 158.25 স্ট্রাইক রেটে টুর্নামেন্টের পাঁচ ম্যাচে শেফালির রান ছিল 163 ৷ টুর্নামেন্ট চলাকালীনই বিশ্বের পয়লা নম্বর টি-20 ব্যাটসম্যানে পরিণত হন তিনি ৷ স্বাভাবিকভাবেই ফাইনালে হরমনপ্রীতের অন্যতম ভরসা ছিলেন শেফালি ৷ তাই রোহতকের এই ব্যাটসম্যানকে থামানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অস্ট্রেলিয়ার সামনে ৷ সেই লক্ষ্যে সফল তারা ৷ অজ়ি বোলার মেগান স্কুট শুরুতেই শেফালিকে থামিয়ে দেন ৷ প্রথম ওভারের তৃতীয় বলে শেফালির ব্যাটের কানায় বল লেগে এলিসা হিলির কাছে পৌঁছায় ৷ শেফালির ক্যাচ তালুবন্দী করতে ভোলেননি হিলি ৷

ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি এলিসা হিলির দামি ক্যাচও ফেলেন শেফালি ৷ নতুন জীবন ফিরে পেয়ে পিছনে তাকাননি হিলি ৷ ফাইনালের মঞ্চে 39 বলে 75 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার-ব্যাটসম্যান ৷ অনেকের মতে, সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট ৷ মেলবোর্নে টি-20 বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যৎ লেখা হয়ে যায় তখনই ৷ ম্যাচের পর অধিনায়ক হরমনপ্রীতও মেনে নেন যে হারের পিছনে দুর্বল ফিল্ডিং অনেকটাই দায়ি ৷

বিশ্বকাপ জেতার আনন্দে যখন মাতোয়ারা অস্ট্রেলিয়ার মেয়েরা তখন কাঁদতে কাঁদতে মাঠে ঢুকতে দেখা যায় শেফালিকে ৷ পিঠ চাপড়ে তাঁকে সান্ত্বনা দেন হরমনপ্রীত ৷ এরপর হরলিন দেওল দলের কনিষ্ঠ সদস্যের চোখ মুছিয়ে দেন ৷ শেফালির কান্নায় ভেঙে পড়া ছবি দেখে মন ভারাক্রান্ত নেটিজ়েনদেরও ৷ ষোড়শীকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন ক্রিকেট প্রেমীরা ৷

  • Its international women's day and you have proved it at a very young age what a girl can do. Win or loss its a part n parcel of the game but u have won the hearts, the trust of everyone in the country. V r proud of u. @ImHarmanpreet #shefaliverma pic.twitter.com/zndeqz6hNl

    — Mayank Joshi (@ImMayankJoshi) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেলবোর্ন, 8 মার্চ: কোলে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন ৷ গালের দু'পাশে গড়িয়ে পড়া জল দু'হাত দিয়ে মুছছেন বারে বারে ৷ আর দলের সবচেয়ে ছোটো সদস্যকে সান্ত্বনা দিচ্ছেন অধিনায়ক হরমনপ্রীত কউর থেকে বাকি সদস্যরা ৷ বিশ্বকাপ ফাইনালে হারের পর শেফালি ভার্মার কান্নার ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ ষোড়শীকে সান্ত্বনা দিলেন নেটিজ়েনরাও ৷

গোটা টুর্নামেন্টেই ভালো খেলেছেন ৷ ভারতীয় মহিলা দলের টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠার পিছনে বছর ষোলোর শেফালি ভার্মার অবদান যথেষ্ট ৷ অথচ মেলবোর্নে সেই ষোড়শীর ব্যাট জ্বলে উঠতে পারল না ৷ ফাইনালে টিনএজ শেফালিই ছিলেন অস্ট্রেলিয়ার মাথাব্যথার কারণ ৷ 158.25 স্ট্রাইক রেটে টুর্নামেন্টের পাঁচ ম্যাচে শেফালির রান ছিল 163 ৷ টুর্নামেন্ট চলাকালীনই বিশ্বের পয়লা নম্বর টি-20 ব্যাটসম্যানে পরিণত হন তিনি ৷ স্বাভাবিকভাবেই ফাইনালে হরমনপ্রীতের অন্যতম ভরসা ছিলেন শেফালি ৷ তাই রোহতকের এই ব্যাটসম্যানকে থামানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অস্ট্রেলিয়ার সামনে ৷ সেই লক্ষ্যে সফল তারা ৷ অজ়ি বোলার মেগান স্কুট শুরুতেই শেফালিকে থামিয়ে দেন ৷ প্রথম ওভারের তৃতীয় বলে শেফালির ব্যাটের কানায় বল লেগে এলিসা হিলির কাছে পৌঁছায় ৷ শেফালির ক্যাচ তালুবন্দী করতে ভোলেননি হিলি ৷

ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি এলিসা হিলির দামি ক্যাচও ফেলেন শেফালি ৷ নতুন জীবন ফিরে পেয়ে পিছনে তাকাননি হিলি ৷ ফাইনালের মঞ্চে 39 বলে 75 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার-ব্যাটসম্যান ৷ অনেকের মতে, সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট ৷ মেলবোর্নে টি-20 বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যৎ লেখা হয়ে যায় তখনই ৷ ম্যাচের পর অধিনায়ক হরমনপ্রীতও মেনে নেন যে হারের পিছনে দুর্বল ফিল্ডিং অনেকটাই দায়ি ৷

বিশ্বকাপ জেতার আনন্দে যখন মাতোয়ারা অস্ট্রেলিয়ার মেয়েরা তখন কাঁদতে কাঁদতে মাঠে ঢুকতে দেখা যায় শেফালিকে ৷ পিঠ চাপড়ে তাঁকে সান্ত্বনা দেন হরমনপ্রীত ৷ এরপর হরলিন দেওল দলের কনিষ্ঠ সদস্যের চোখ মুছিয়ে দেন ৷ শেফালির কান্নায় ভেঙে পড়া ছবি দেখে মন ভারাক্রান্ত নেটিজ়েনদেরও ৷ ষোড়শীকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন ক্রিকেট প্রেমীরা ৷

  • Its international women's day and you have proved it at a very young age what a girl can do. Win or loss its a part n parcel of the game but u have won the hearts, the trust of everyone in the country. V r proud of u. @ImHarmanpreet #shefaliverma pic.twitter.com/zndeqz6hNl

    — Mayank Joshi (@ImMayankJoshi) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.