ETV Bharat / sports

কাল 22 গজে কামব্যাক হার্দিকের - cricket

বিরাট কোহলির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ৷ অথচ চোটের কারণে বছরের অধিকাংশ সময় দলের বাইরে কাটাতে হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে ৷ পিঠের ব্যথার থেকে মুক্তি পেতে লন্ডনে গিয়ে অস্ত্রোপচারও করান তিনি ৷

hardik pandya
পাণ্ডিয়া
author img

By

Published : Feb 24, 2020, 12:27 PM IST

মুম্বই, 24 ফেব্রুয়ারি: নিউজ়িল্যান্ডে একের পর হারে বিধ্বস্ত ভারত ৷ কিউয়িদের দেশে পায়ের তলায় জমি পাচ্ছে না বিশ্বের পয়লা নম্বর টেস্ট টিম ৷ সেই সময়ই ভারতীয় শিবিরে বয়ে এল খুশির হাওয়া ৷ কারণটা হলেন জাতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ পাঁচ মাসের বিরতির পর 22 গজে ফিরতে চলেছেন দেশের এই পেস অলরাউন্ডার ৷

বিরাট কোহলির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ৷ অথচ চোটের কারণে বছরের অধিকাংশ সময় দলের বাইরে কাটাতে হয়েছে হার্দিককে ৷ পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে গত বছর লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করান তিনি ৷ যদিও চিকিৎসকরা জানিয়েছিলেন, পুরোপুরি সুস্থ হতে পাঁচ থেকে ছয়মাসের মতো সময় লাগবে হার্দিকের ৷ সুস্থ হতে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে সময় কাটিয়েছেন তিনি ৷

সোমবার শুরু হচ্ছে ডিওয়াই পাটিল টি-20 টুর্নামেন্ট ৷ জানা গিয়েছে, সেই টুর্নামেন্টে রিলায়েন্স 1-এর হয়ে 22 গজে কামব্যাক করবেন হার্দিক ৷ 25 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি এবং 3 মে তিনটি লিগ স্টেজ এবং তিনটি নক আউট ম্যাচ খেলবে রিলায়েন্স 1 ৷ নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হবে ম্যাচগুলি ৷

গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে শেষবার জাতীয় দলের হয়ে নেমেছিলেন হার্দিক ৷ সীমিত ওভারের সিরিজ়ে মুম্বইয়ের অলরাউন্ডারের অভাববোধ করেছে মেন ইন ব্লু ৷

মুম্বই, 24 ফেব্রুয়ারি: নিউজ়িল্যান্ডে একের পর হারে বিধ্বস্ত ভারত ৷ কিউয়িদের দেশে পায়ের তলায় জমি পাচ্ছে না বিশ্বের পয়লা নম্বর টেস্ট টিম ৷ সেই সময়ই ভারতীয় শিবিরে বয়ে এল খুশির হাওয়া ৷ কারণটা হলেন জাতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ পাঁচ মাসের বিরতির পর 22 গজে ফিরতে চলেছেন দেশের এই পেস অলরাউন্ডার ৷

বিরাট কোহলির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ৷ অথচ চোটের কারণে বছরের অধিকাংশ সময় দলের বাইরে কাটাতে হয়েছে হার্দিককে ৷ পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে গত বছর লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করান তিনি ৷ যদিও চিকিৎসকরা জানিয়েছিলেন, পুরোপুরি সুস্থ হতে পাঁচ থেকে ছয়মাসের মতো সময় লাগবে হার্দিকের ৷ সুস্থ হতে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে সময় কাটিয়েছেন তিনি ৷

সোমবার শুরু হচ্ছে ডিওয়াই পাটিল টি-20 টুর্নামেন্ট ৷ জানা গিয়েছে, সেই টুর্নামেন্টে রিলায়েন্স 1-এর হয়ে 22 গজে কামব্যাক করবেন হার্দিক ৷ 25 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি এবং 3 মে তিনটি লিগ স্টেজ এবং তিনটি নক আউট ম্যাচ খেলবে রিলায়েন্স 1 ৷ নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হবে ম্যাচগুলি ৷

গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে শেষবার জাতীয় দলের হয়ে নেমেছিলেন হার্দিক ৷ সীমিত ওভারের সিরিজ়ে মুম্বইয়ের অলরাউন্ডারের অভাববোধ করেছে মেন ইন ব্লু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.