মুম্বই, 30 অগাস্ট : দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 সিরিজ়ের দলে নেই মহেন্দ্র সিং ধোনি ৷ বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে ৷ চোট সারিয়ে দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া ৷ তবে, এখনও পর্যন্ত ধোনির সঙ্গে নির্বাচকরা কথা বলেছেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷
15 সেপ্টেম্বর ধর্মশালায় প্রথম T-20 ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা ৷ তিন ম্যাচের সিরিজ়ের বাকি দুটি ম্যাচ মোহালি (18 সেপ্টেম্বর) ও বেঙ্গালুরুতে (22 সেপ্টেম্বর)৷ সেই সিরিজ়ের জন্য গতকাল দল ঘোষিত হয় ৷ দলে রাখা হয়নি ধোনিকে ৷ ফলে উইকেটের পিছনে দাঁড়াবেন ঋষভ পন্থ ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভালো পারফমেন্সের সৌজন্যে দলে সুযোগ পেয়েছেন নভদীপ সাইনি, খলিল আহমেদ ও দীপক চাহার ৷ ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার ও বুমরাকে ৷
এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ আপাতত তিনি অ্যামেরিকায় ছুটি কাটাচ্ছেন ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দল ঘোষণার সময় জানানো হয়েছিল, 21 সেপ্টেম্বর সরকারিভাবে ধোনির ছুটির মেয়াদ শেষ হবে ৷ যদিও এক BCCI আধিকারিক জানান, এম এস কে প্রসাদ নেতৃত্বাধীন নির্বাচক কমিটি "সামনের দিকে" তাকাতে চায় ৷ আর প্রাক্তন ভারতীয় অধিনায়ক "তাঁদের ভাবনাচিন্তায়" নেই ৷ ওই আধিকারিকের কথায়, "একটি বিষয়ে নির্বাচক কমিটির স্বচ্ছ ধারণা নেই ৷ তাঁরা ধোনিকে অবসর নিয়ে কখনও প্রশ্ন করবেন না, কারণ এটা তাঁদের চিন্তার বিষয় নয় ৷ তা সত্ত্বেও তাঁদের দল নির্বাচনের অধিকার রয়েছে ৷ আর তাঁরা যতটা জানেন তাতে বর্তমানে সব ফর্ম্যাটেই পন্থ ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার ৷ "
আগামী বছর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আগে 22 টি T-20 ম্যাচ খেলবে ভারত ৷ তাই তার আগে ভারতের প্রথম দলের কাঠামো তৈরি করে নিতে বদ্ধপরিকর নির্বাচক কমিটি ৷ ওই আধিকারিক জানান, "সাদা বলে প্রথম তিন উইকেটকিপার হলেন - পন্থ, সঞ্জু স্যামসন ও ইশান কিষান ৷"
ভারতীয় দল - বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, দীপক চাহার ও নভদীপ সাইনি ৷