ETV Bharat / sports

হবু স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি, ইনস্টাগ্রামে ভাইরাল হার্দিকের পোস্ট

হবু স্ত্রী নাতাশা স্তানকোভিচকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছেন হার্দিক পান্ডিয়া, এমনই এক ছবি ইন্সটাগ্রামে পোস্ট করলেন তিনি ৷

Hardik Pandya
হার্দিক পান্ডিয়া
author img

By

Published : Jan 25, 2020, 9:36 AM IST

মুম্বই, 25 জানুয়ারি: পিঠে চোট নিয়ে আপাতত তিনি দলের বাইরে ৷ খেলার মাঠের বাইরে থেকেই নিজের ফ্যানদের সঙ্গে তাঁর জীবনের নতুন অংশের ছবি ভাগ করে নিলেন ৷ হবু স্ত্রী নাতাশা স্তানকোভিচকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন হার্দিক, এমনই এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন তিনি ৷

ছবিটি পোস্ট করার পরই তাঁর ফ্যানরা ‘হার্ট ইমোজি’তে ভর্তি করে দিয়েছেন ৷ বাদ পড়েনি তারকাও, টেনিস-সুন্দরী সানিয়া মির্জা ‘হার্ট আই ইমোজি’ কমেন্ট করেছেন ৷
চোট সারিয়ে কবে মাঠে ফিরছেন, সেটা যেমন জানতে উদগ্রীব ফ্যানরা, তেমনই কবে এই মডেল তারকার সঙ্গে গাঁটছড়া বাধছেন, সেটাও এখন শুধু সময়ের অপেক্ষা ৷

Hardik Pandya
হবু স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হার্দিক পান্ডিয়া

কিছুদিন আগেই মাঝসমুদ্রে প্রেমিকা নাতাশা স্তানকোভিচকে হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া ৷ সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি৷ নিমেষে ভাইরাল হয়েছিল সেই ছবি ৷ কবে বিয়ে করছেন এই 26 বছর বয়সি তারকা, তা নিয়েও চলছে অনেক জল্পনা ৷

বর্ষবরণের দিনই নিজের বাগদানের কথা প্রকাশ করছিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ সার্বিয়ান এই অভিনেত্রীর সঙ্গে বাগদান সেরেছেন তিনি ৷

মুম্বই, 25 জানুয়ারি: পিঠে চোট নিয়ে আপাতত তিনি দলের বাইরে ৷ খেলার মাঠের বাইরে থেকেই নিজের ফ্যানদের সঙ্গে তাঁর জীবনের নতুন অংশের ছবি ভাগ করে নিলেন ৷ হবু স্ত্রী নাতাশা স্তানকোভিচকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন হার্দিক, এমনই এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন তিনি ৷

ছবিটি পোস্ট করার পরই তাঁর ফ্যানরা ‘হার্ট ইমোজি’তে ভর্তি করে দিয়েছেন ৷ বাদ পড়েনি তারকাও, টেনিস-সুন্দরী সানিয়া মির্জা ‘হার্ট আই ইমোজি’ কমেন্ট করেছেন ৷
চোট সারিয়ে কবে মাঠে ফিরছেন, সেটা যেমন জানতে উদগ্রীব ফ্যানরা, তেমনই কবে এই মডেল তারকার সঙ্গে গাঁটছড়া বাধছেন, সেটাও এখন শুধু সময়ের অপেক্ষা ৷

Hardik Pandya
হবু স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হার্দিক পান্ডিয়া

কিছুদিন আগেই মাঝসমুদ্রে প্রেমিকা নাতাশা স্তানকোভিচকে হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া ৷ সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি৷ নিমেষে ভাইরাল হয়েছিল সেই ছবি ৷ কবে বিয়ে করছেন এই 26 বছর বয়সি তারকা, তা নিয়েও চলছে অনেক জল্পনা ৷

বর্ষবরণের দিনই নিজের বাগদানের কথা প্রকাশ করছিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ সার্বিয়ান এই অভিনেত্রীর সঙ্গে বাগদান সেরেছেন তিনি ৷

Bhiwandi (Maharashtra), Jan 25 (ANI): Massive fire engulfed medicine warehouse in Maharashtra's Bhiwandi on January 25. Fire tenders rushed to the spot to douse the flames. No injuries have been reported so far. Further investigation is underway.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.