ETV Bharat / sports

NCA-এর নেটে বোলিং শুরু হার্দিকের - রুটিন চেকআপের জন্য UK গিয়েছিলেন হার্দিক

পিঠে অস্ত্রপচারের পর মাঠের বাইরে হার্দিক ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ়ের সময় নেটে বোলিং করলেও নিউজ়িল্যান্ড সফরে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে সফর থেকে ছিটকে যান তিনি ৷ এবার ফের নেটে বোলিং শুরু করলেন তিনি ৷

image
হার্দিক পাণ্ডিয়া
author img

By

Published : Feb 13, 2020, 10:25 AM IST

দিল্লি, 13 ফেব্রুয়ারি : পিঠে অস্ত্রপচারের পর থেকেই সংবাদের শিরোনামে আছেন হার্দিক পাণ্ডিয়া ৷ চোট সারিয়ে ফিরলেও ফিটনেস সমস্যায় জাতীয় দলের বাইরে তিনি ৷ তাই ফিটনেস ফিরে পাওয়ার জন্য বেঙ্গালুরুর নাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং করছেন তিনি ৷ এদিন NCA -তে ফের বোলিং শুরু করলেন এই অলরাউন্ডার ৷

সূত্রের খবর অনুযায়ী পাণ্ডিয়া নেটে বোলিং শুরু করেছেন করেছেন এবং খুব শীঘ্রই তাঁকে জাতীয় দলে দেখা যেতে পারে ৷ রুটিন চেকআপের জন্য UK গিয়েছিলেন হার্দিক ৷ সেখান থেকে ফেরার পর এই সপ্তাহেই বোলিং শুরু করেছেন তিনি ৷ এবং আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ়কে জাতীয় দলে ফেরার জন্য পাখির চোখ করছেন তিনি ৷

NCA -তে ঈশান্ত ও হার্দিক একসঙ্গে রিহ্যাব করছেন ৷ তাদের উপর কড়া নজর রেখেছেন অ্যাকাডেমির মেডিক্যাল স্টাফ ৷ তবে বোলিং শুরু করায় হার্দিক যে দ্রুত রিকোভারি করছেন তা বলাই বাহুল্য ৷

এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ় চলার সময় নেটে বোলিং করতে দেখা গিয়েছিল হার্দিককে ৷ যদিও পরে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে দল থেকে বাদ পরেন তিনি ৷ এরপর রুটিন চেকআপের জন্য UK যান ৷ আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে জাতীয় দলে ফিরতে মরিয়া হার্দিক ৷

দিল্লি, 13 ফেব্রুয়ারি : পিঠে অস্ত্রপচারের পর থেকেই সংবাদের শিরোনামে আছেন হার্দিক পাণ্ডিয়া ৷ চোট সারিয়ে ফিরলেও ফিটনেস সমস্যায় জাতীয় দলের বাইরে তিনি ৷ তাই ফিটনেস ফিরে পাওয়ার জন্য বেঙ্গালুরুর নাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং করছেন তিনি ৷ এদিন NCA -তে ফের বোলিং শুরু করলেন এই অলরাউন্ডার ৷

সূত্রের খবর অনুযায়ী পাণ্ডিয়া নেটে বোলিং শুরু করেছেন করেছেন এবং খুব শীঘ্রই তাঁকে জাতীয় দলে দেখা যেতে পারে ৷ রুটিন চেকআপের জন্য UK গিয়েছিলেন হার্দিক ৷ সেখান থেকে ফেরার পর এই সপ্তাহেই বোলিং শুরু করেছেন তিনি ৷ এবং আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ়কে জাতীয় দলে ফেরার জন্য পাখির চোখ করছেন তিনি ৷

NCA -তে ঈশান্ত ও হার্দিক একসঙ্গে রিহ্যাব করছেন ৷ তাদের উপর কড়া নজর রেখেছেন অ্যাকাডেমির মেডিক্যাল স্টাফ ৷ তবে বোলিং শুরু করায় হার্দিক যে দ্রুত রিকোভারি করছেন তা বলাই বাহুল্য ৷

এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ় চলার সময় নেটে বোলিং করতে দেখা গিয়েছিল হার্দিককে ৷ যদিও পরে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে দল থেকে বাদ পরেন তিনি ৷ এরপর রুটিন চেকআপের জন্য UK যান ৷ আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে জাতীয় দলে ফিরতে মরিয়া হার্দিক ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.