ETV Bharat / sports

শতরান বিহারির, প্রথম ইনিংসে বড় রান ভারতের

টেস্টে প্রথম শতরান করলেন হনুমা বিহারি ৷ শেষপর্যন্ত 111 রানে আউট হন তিনি ৷

হনুমা বিহারি
author img

By

Published : Sep 1, 2019, 1:06 AM IST

জামাইকা, 1 সেপ্টেম্বর : প্রথম টেস্টে সাত রানের জন্য হাতছাড়া করেছিলেন শতরান ৷ কিন্তু, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই সেই আক্ষেপ মেটালেন হনুমা বিহারি ৷ খেললেন 111 রানের ঝকঝকে ইনিংস ৷ আর তাঁর এই ইনিংসের উপর ভর করেই 400 রানের গণ্ডি টপকাল ভারত ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে টেস্টে অভিষেক হয়েছিল 25 বছর বয়সি এই ডানহাতি ব্যাটসম্যানের ৷ জীবনের প্রথম টেস্টেই করেছিলেন অর্ধশতরান ৷ এরপর খেলেছেন আরও পাঁচটি টেস্ট ৷ আর ছ'নম্বর টেস্টে করলেন জীবনের প্রথম শতরান ৷ সঙ্গে ভরসা জোগালেন টিম ম্যানেজমেন্টকে ৷ অবশ্য সিরিজ়ের প্রথম ম্যাচেই তাঁর 93 রানের ইনিংস সবার নজর কেড়েছিল ৷ আর দ্বিতীয় টেস্টেই করলেন শতরান ৷ শুধু শতরানই করলেন না তাঁর মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতার উপর ভর করে বড় রানের ইনিংস গড়ল দল ৷

Hanuma Bihari
শতরানের পর হনুমা বিহারি

প্রথম দিনের শেষে 42 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন বিহারি ৷ সঙ্গে ছিলেন ঋষভ পন্থ ৷ কিন্তু, দ্বিতীয় দিনের শুরুতেই পন্থকে আউট করেন হোল্ডার ৷ কিন্তু, তাঁর মনোভাবে চিড় ধরেনি ৷ খেলতে থাকেন নিজস্ব ছন্দে ৷

প্রথমে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে 300 রানের গণ্ডি পার করান ৷ এরপর জাদেজা প্যাভিলিয়নে ফিরে গেলে তাঁকে যোগ্য সঙ্গত দেন ইশান্ত শর্মা ৷ কোনও ওয়েস্ট ইন্ডিজ় বোলারই সেভাবে পরীক্ষার মুখে ফেলতে পারেননি বিহারিকে ৷ 133 তম ওভারের প্রথম বলে কিমার রোচের বলে মিড অনে বল ঠেলে শতরান পূরণ করেন তিনি ৷ আর তাঁর আউটের সঙ্গে সঙ্গেই 416 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷

Hanuma Bihari
হনুমা বিহারিকে যোগ্যসঙ্গত দিলেন ইশান্ত শর্মা

জামাইকা, 1 সেপ্টেম্বর : প্রথম টেস্টে সাত রানের জন্য হাতছাড়া করেছিলেন শতরান ৷ কিন্তু, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই সেই আক্ষেপ মেটালেন হনুমা বিহারি ৷ খেললেন 111 রানের ঝকঝকে ইনিংস ৷ আর তাঁর এই ইনিংসের উপর ভর করেই 400 রানের গণ্ডি টপকাল ভারত ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে টেস্টে অভিষেক হয়েছিল 25 বছর বয়সি এই ডানহাতি ব্যাটসম্যানের ৷ জীবনের প্রথম টেস্টেই করেছিলেন অর্ধশতরান ৷ এরপর খেলেছেন আরও পাঁচটি টেস্ট ৷ আর ছ'নম্বর টেস্টে করলেন জীবনের প্রথম শতরান ৷ সঙ্গে ভরসা জোগালেন টিম ম্যানেজমেন্টকে ৷ অবশ্য সিরিজ়ের প্রথম ম্যাচেই তাঁর 93 রানের ইনিংস সবার নজর কেড়েছিল ৷ আর দ্বিতীয় টেস্টেই করলেন শতরান ৷ শুধু শতরানই করলেন না তাঁর মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতার উপর ভর করে বড় রানের ইনিংস গড়ল দল ৷

Hanuma Bihari
শতরানের পর হনুমা বিহারি

প্রথম দিনের শেষে 42 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন বিহারি ৷ সঙ্গে ছিলেন ঋষভ পন্থ ৷ কিন্তু, দ্বিতীয় দিনের শুরুতেই পন্থকে আউট করেন হোল্ডার ৷ কিন্তু, তাঁর মনোভাবে চিড় ধরেনি ৷ খেলতে থাকেন নিজস্ব ছন্দে ৷

প্রথমে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে 300 রানের গণ্ডি পার করান ৷ এরপর জাদেজা প্যাভিলিয়নে ফিরে গেলে তাঁকে যোগ্য সঙ্গত দেন ইশান্ত শর্মা ৷ কোনও ওয়েস্ট ইন্ডিজ় বোলারই সেভাবে পরীক্ষার মুখে ফেলতে পারেননি বিহারিকে ৷ 133 তম ওভারের প্রথম বলে কিমার রোচের বলে মিড অনে বল ঠেলে শতরান পূরণ করেন তিনি ৷ আর তাঁর আউটের সঙ্গে সঙ্গেই 416 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷

Hanuma Bihari
হনুমা বিহারিকে যোগ্যসঙ্গত দিলেন ইশান্ত শর্মা
Alwar (Rajasthan), Aug 31 (ANI): A man from Rajasthan booked a chopper on retirement day to fulfil wife's wish. He booked the chopper service from New Delhi in around 4 lakh. After seeing a helicopter, his wife had once wistfully asked him how much it would cost to hire one, so this school teacher in Rajasthan's Alwar district decided to fulfil her wish on his retirement. Scores of people gathered to watch as Ramesh Chand Meena, donning traditional attire and sunglasses, along with his wife boarded the chopper at a helipad near the school in Saurai to fly to his residence in Malawali village, which is about 22 km away.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.