ETV Bharat / sports

সাদা বলে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য হনুমার

জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন সাতটি টেস্ট ৷ এই অভিজ্ঞতা কতটা সাহায্য করেছে ঘরোয়া ক্রিকেটে ?  বছরভর ঠাসা সূচির মধ্যে কীভাবে নিজেকে মোটিভেট করেন ? IPL নিয়েই বা কী ভাবছেন ? ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকপট হনুমা বিহারী ৷

Domestic Cricket
হনুমা বিহারী
author img

By

Published : Jan 8, 2020, 2:36 AM IST

কলকাতা, 7 জানুয়ারি : আন্তর্জাতিক অভিষেক হয় কেনিংটন ওভালে, ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই করেছিলেন অর্ধশতরান ৷ এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন 7টি টেস্ট ৷ 12 ইনিংসে করেছেন 466 রান ৷ আছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান ৷ ব্যাটিং গড় 42.36 ৷ তবে এখনও হনুমা বিহারি নিয়মিত নন জাতীয় দলে ৷ সম্প্রতি অন্ধ্রপ্রদেশের হয়ে রঞ্জি খেলতে কলকাতায় এসেছিলেন ৷ ইডেন থেকেই ETV ভারতকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷

ETV ভারত : জাতীয় দলের হয়ে খেলেছেন সাতটি টেস্ট ৷ এই অভিজ্ঞতা কতটা সাহায্য করেছে ?

হনুমা : শেষ একটা বছর ভারতীয় জাতীয় দলের হয়ে খেলছি, এই অভিজ্ঞতাটি একজন ক্রিকেটার হিসাবে আমাকে সাহায্য করেছে ৷ ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট অনেকটাই আলাদা ৷ আন্তর্জাতিক ক্রিকেট, ক্রিকেটার হিসাবে তৈরি হতে সাহায্য করেছে ৷

ETV ভারত : ভারতীয় মিডিল অর্ডারে চলছে সুস্থ প্রতিযোগিতা ৷ নিজেকে কিভাবে তৈরি করছেন?

হনুমা : আমার খেলায় মনোযোগ করতে চাই ৷ কখনই অন্যদের সম্পর্কে ভাবতে চাই না ৷ শুধু নিজের খেলা নিয়ে ভাবতে চাই ৷ আমার খেলায় কোথায় কোথায় উন্নতি করা যায় সেটা নিয়ে ভাবতে চাই ৷ এটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ৷

নিজের কেরিয়ার নিয়ে কী ভাবছেন হনুমা ?

ETV ভারত : বছরভর ঠাসা সূচি ৷ নিজেকে মোটিভেট কীভাবে করছেন ?
হনুমা :- হ্যাঁ, সামনে নিউজ়িল্যান্ড সফরের দিকে তাকিয়ে আছি ৷ নিউজ়িল্যান্ড সফরের পর দীর্ঘ সময় কোনও টেস্ট সিরিজ় নেই ৷ তার পর সেই অস্ট্রেলিয়া সফর ৷ তাই এই নিউজ়িল্যান্ড সফর নিয়েই ভাবতে চাই ৷

ETV ভারত : বিরাট কোহলির অধিনায়কত্বে খেলেছেন ৷ কেমন লাগছে?
হনুমা : বিরাট একজন দায়িত্ববান ক্রিকেটার ৷ নিজের কাজের প্রতি দায়বদ্ধ ৷ জাতীয় দলের অধিনায়ক ৷ সব সময় দলকে এক নম্বর করতে চায় ৷ মাঠের মধ্যে যে আগ্রাসনটা দেখায় আমি সেটা শিখতে চাই ৷

ETV ভারত : ক্রিকেট পরিবর্তনশীল ৷ কীভাবে পরিবর্তনের সঙ্গে তাল মেলাছেন ?

হনুমা : আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে ধারাবাহিক হতে হবে ৷ সুযোগ পেলেই ভালো খেলতে চাই ৷ বেশি করে ধারাবাহিক হতে চেয়েছি ৷ আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আমি খেলায় বেশ উন্নতি করেছি ৷


ETV ভারত : ঘরোয়া ক্রিকেটে মিডিল অর্ডারে খেললেও, জাতীয় দলের প্রয়োজনে ওপেনিংও করেছেন ৷ কেমন লাগছে?

হনুমা : দলের প্রয়োজনে আমি শুধুমাত্র একটা ম্যাচেই ওপেন করেছিলাম ৷ সেটা মেলবোর্নে ৷ বাকি ম্যাচগুলোয় ছয় নম্বরে ব্যাট করেছি ৷ ঘরোয়া ক্রিকেটে আমি তিন নম্বরে ব্যাটিং করি ৷ আমি শুধু খেলার পরিস্থিতির কথা চিন্তা করি ৷ একবার যদি তুমি খেলার পরিস্থিতি বুঝতে পার, তখন খেলাটা সহজ হয়ে যায় ৷

ETV ভারত : নিউজ়িল্যান্ডে আগেও খেলেছেন ৷ আবার ভারতীয় A দলের হয়ে খেলতে যাচ্ছেন ৷ নিউজ়িল্যান্ড সম্পর্কে আপনার ধারনা কী?
হনুমা : নিউজ়িল্যান্ডে বল বেশি সুইং করে এবং আবহওয়া আমাদের প্রতিকূল হয় ৷ এটা একটা কঠিন চ্যালেঞ্জ, দরকার পরে ভালো টেকনিকের ৷ বর্তমানে ভারতীয় দলে সবার টেকনিক খুব ভালো ৷ দেশের বাইরে আমরা ভালো খেলছি ৷ নিউজ়িল্যান্ড ক্রিকেট খেলার দুরন্ত জায়গা ৷

ETV ভারত : নিউজ়িল্যান্ডে আপনার কোন ইনিংস স্মরণীয় হয়ে আছে?
হনুমা :- হ্যাঁ, ভারতীয় দলের হয়ে এর আগে একবার নিউজ়িল্যান্ডে গিয়েছিলাম ৷ এক ম্যাচে আমি দুটি অর্ধশতরান করেছিলাম অজিঙ্কা রাহানের অধিনায়কত্বে ৷ সেটা অস্ট্রেলিয়া যাওয়ার আগে ৷

ETV ভারত : জাতীয় দলের সতীর্থদের কাউকে অনুসরণ করেন ?
হনুমা : সবাইকে অনুসরণ করি ৷ ক্রিকেট 11 জনের খেলা ৷ সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে ৷

ETV ভারত : লাল বলের ক্রিকেটে আপনার ধারাবাহিকতা প্রশ্নাতীত ৷ একদিন বা 20 ওভারের ক্রিকেটে তেমন দেখা যাচ্ছে না, কী বলবেন? IPL নিয়েই কী ভাবছেন ?

হনুমা :সাদা বলে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার করব ৷ IPL নিয়ে আমি কোনও কথা বলতে চাই না ৷

কলকাতা, 7 জানুয়ারি : আন্তর্জাতিক অভিষেক হয় কেনিংটন ওভালে, ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই করেছিলেন অর্ধশতরান ৷ এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন 7টি টেস্ট ৷ 12 ইনিংসে করেছেন 466 রান ৷ আছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান ৷ ব্যাটিং গড় 42.36 ৷ তবে এখনও হনুমা বিহারি নিয়মিত নন জাতীয় দলে ৷ সম্প্রতি অন্ধ্রপ্রদেশের হয়ে রঞ্জি খেলতে কলকাতায় এসেছিলেন ৷ ইডেন থেকেই ETV ভারতকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷

ETV ভারত : জাতীয় দলের হয়ে খেলেছেন সাতটি টেস্ট ৷ এই অভিজ্ঞতা কতটা সাহায্য করেছে ?

হনুমা : শেষ একটা বছর ভারতীয় জাতীয় দলের হয়ে খেলছি, এই অভিজ্ঞতাটি একজন ক্রিকেটার হিসাবে আমাকে সাহায্য করেছে ৷ ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট অনেকটাই আলাদা ৷ আন্তর্জাতিক ক্রিকেট, ক্রিকেটার হিসাবে তৈরি হতে সাহায্য করেছে ৷

ETV ভারত : ভারতীয় মিডিল অর্ডারে চলছে সুস্থ প্রতিযোগিতা ৷ নিজেকে কিভাবে তৈরি করছেন?

হনুমা : আমার খেলায় মনোযোগ করতে চাই ৷ কখনই অন্যদের সম্পর্কে ভাবতে চাই না ৷ শুধু নিজের খেলা নিয়ে ভাবতে চাই ৷ আমার খেলায় কোথায় কোথায় উন্নতি করা যায় সেটা নিয়ে ভাবতে চাই ৷ এটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ৷

নিজের কেরিয়ার নিয়ে কী ভাবছেন হনুমা ?

ETV ভারত : বছরভর ঠাসা সূচি ৷ নিজেকে মোটিভেট কীভাবে করছেন ?
হনুমা :- হ্যাঁ, সামনে নিউজ়িল্যান্ড সফরের দিকে তাকিয়ে আছি ৷ নিউজ়িল্যান্ড সফরের পর দীর্ঘ সময় কোনও টেস্ট সিরিজ় নেই ৷ তার পর সেই অস্ট্রেলিয়া সফর ৷ তাই এই নিউজ়িল্যান্ড সফর নিয়েই ভাবতে চাই ৷

ETV ভারত : বিরাট কোহলির অধিনায়কত্বে খেলেছেন ৷ কেমন লাগছে?
হনুমা : বিরাট একজন দায়িত্ববান ক্রিকেটার ৷ নিজের কাজের প্রতি দায়বদ্ধ ৷ জাতীয় দলের অধিনায়ক ৷ সব সময় দলকে এক নম্বর করতে চায় ৷ মাঠের মধ্যে যে আগ্রাসনটা দেখায় আমি সেটা শিখতে চাই ৷

ETV ভারত : ক্রিকেট পরিবর্তনশীল ৷ কীভাবে পরিবর্তনের সঙ্গে তাল মেলাছেন ?

হনুমা : আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে ধারাবাহিক হতে হবে ৷ সুযোগ পেলেই ভালো খেলতে চাই ৷ বেশি করে ধারাবাহিক হতে চেয়েছি ৷ আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আমি খেলায় বেশ উন্নতি করেছি ৷


ETV ভারত : ঘরোয়া ক্রিকেটে মিডিল অর্ডারে খেললেও, জাতীয় দলের প্রয়োজনে ওপেনিংও করেছেন ৷ কেমন লাগছে?

হনুমা : দলের প্রয়োজনে আমি শুধুমাত্র একটা ম্যাচেই ওপেন করেছিলাম ৷ সেটা মেলবোর্নে ৷ বাকি ম্যাচগুলোয় ছয় নম্বরে ব্যাট করেছি ৷ ঘরোয়া ক্রিকেটে আমি তিন নম্বরে ব্যাটিং করি ৷ আমি শুধু খেলার পরিস্থিতির কথা চিন্তা করি ৷ একবার যদি তুমি খেলার পরিস্থিতি বুঝতে পার, তখন খেলাটা সহজ হয়ে যায় ৷

ETV ভারত : নিউজ়িল্যান্ডে আগেও খেলেছেন ৷ আবার ভারতীয় A দলের হয়ে খেলতে যাচ্ছেন ৷ নিউজ়িল্যান্ড সম্পর্কে আপনার ধারনা কী?
হনুমা : নিউজ়িল্যান্ডে বল বেশি সুইং করে এবং আবহওয়া আমাদের প্রতিকূল হয় ৷ এটা একটা কঠিন চ্যালেঞ্জ, দরকার পরে ভালো টেকনিকের ৷ বর্তমানে ভারতীয় দলে সবার টেকনিক খুব ভালো ৷ দেশের বাইরে আমরা ভালো খেলছি ৷ নিউজ়িল্যান্ড ক্রিকেট খেলার দুরন্ত জায়গা ৷

ETV ভারত : নিউজ়িল্যান্ডে আপনার কোন ইনিংস স্মরণীয় হয়ে আছে?
হনুমা :- হ্যাঁ, ভারতীয় দলের হয়ে এর আগে একবার নিউজ়িল্যান্ডে গিয়েছিলাম ৷ এক ম্যাচে আমি দুটি অর্ধশতরান করেছিলাম অজিঙ্কা রাহানের অধিনায়কত্বে ৷ সেটা অস্ট্রেলিয়া যাওয়ার আগে ৷

ETV ভারত : জাতীয় দলের সতীর্থদের কাউকে অনুসরণ করেন ?
হনুমা : সবাইকে অনুসরণ করি ৷ ক্রিকেট 11 জনের খেলা ৷ সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে ৷

ETV ভারত : লাল বলের ক্রিকেটে আপনার ধারাবাহিকতা প্রশ্নাতীত ৷ একদিন বা 20 ওভারের ক্রিকেটে তেমন দেখা যাচ্ছে না, কী বলবেন? IPL নিয়েই কী ভাবছেন ?

হনুমা :সাদা বলে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার করব ৷ IPL নিয়ে আমি কোনও কথা বলতে চাই না ৷

Intro:hanuma


Body:bihari


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.