ETV Bharat / sports

পথ দুর্ঘটনার কবলে মহম্মদ আজ়হারউদ্দিন - পথদুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন

পথদুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজ়হারউদ্দিন

মহম্মদ আজহারউদ্দিন
মহম্মদ আজহারউদ্দিন
author img

By

Published : Dec 30, 2020, 4:29 PM IST

Updated : Dec 30, 2020, 5:16 PM IST

রাজস্থান, 30 ডিসেম্বর : পথদুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজ়হারউদ্দিন ৷ রাজস্থানের সুরওয়ালে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি ৷ যদিও নিরাপদে আছেন প্রাক্তন অধিনায়ক ৷

রাজস্থানের সোওয়াই মাধবপুরে এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে যাচ্ছিলেন আজ়হার ৷ কিন্তু, সুরওয়ালের কাছে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারায় ৷ পথের ধারে একটি খাবারের দোকানে ধাক্কা মারে গাড়িটি ৷ যদিও নিরাপদেই আছেন আজ়হারউদ্দিন ৷ তাঁর পরিবারের সদস্যরাও নিরাপদে আছেন ৷ পরে অন্য একটি গাড়িতে তিনি গন্তব্যে পৌঁছান ৷

আরও পড়ুন :- মুস্তাক আলি টুর্নামেন্টের প্রস্তুতি দেখতে ইডেনে আজ়হারউদ্দিন

সোওয়াই মাধবপুর থেকে 7 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ আজ়হারউদ্দিনের গাড়ির ধাক্কায় এক স্থানীয় যুবক আহত হয়েছেন ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে যদিও তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ গাড়িটির সামনের অংশ ভেঙে গেছে ৷

রাজস্থান, 30 ডিসেম্বর : পথদুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজ়হারউদ্দিন ৷ রাজস্থানের সুরওয়ালে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি ৷ যদিও নিরাপদে আছেন প্রাক্তন অধিনায়ক ৷

রাজস্থানের সোওয়াই মাধবপুরে এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে যাচ্ছিলেন আজ়হার ৷ কিন্তু, সুরওয়ালের কাছে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারায় ৷ পথের ধারে একটি খাবারের দোকানে ধাক্কা মারে গাড়িটি ৷ যদিও নিরাপদেই আছেন আজ়হারউদ্দিন ৷ তাঁর পরিবারের সদস্যরাও নিরাপদে আছেন ৷ পরে অন্য একটি গাড়িতে তিনি গন্তব্যে পৌঁছান ৷

আরও পড়ুন :- মুস্তাক আলি টুর্নামেন্টের প্রস্তুতি দেখতে ইডেনে আজ়হারউদ্দিন

সোওয়াই মাধবপুর থেকে 7 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ আজ়হারউদ্দিনের গাড়ির ধাক্কায় এক স্থানীয় যুবক আহত হয়েছেন ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে যদিও তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ গাড়িটির সামনের অংশ ভেঙে গেছে ৷

Last Updated : Dec 30, 2020, 5:16 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.