ETV Bharat / sports

8 মাস পর ইডেনে ফিরল ক্রিকেট, CAB-র প্রশংসা আজ়হারউদ্দিনের - ইডেনে ফিরল ক্রিকেট

অর্ধশতরান করেন মনোজ তিওয়ারি ।

md-azharuddin
md-azharuddin
author img

By

Published : Nov 25, 2020, 7:27 AM IST

Updated : Nov 25, 2020, 7:48 AM IST

কলকাতা, 25 নভেম্বর : দীর্ঘ আট মাস পর তার পছন্দের মাঠ ইডেন গার্ডেন্সে ফিরেছে ক্রিকেট । মঙ্গলবার থেকে শুরু হওয়া বেঙ্গল টি-20 টুর্নামেন্ট দিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার দিকে প্রথম পদক্ষেপ করেছে CAB । প্যানডেমিকের আতঙ্কের মধ্যেও স্বাভাবিকতার পথে হাঁটার চেষ্টার প্রশংসা করছেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিন । বর্তমান হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মনে করেন, CAB-র এই কাজ সবদিক থেকেই প্রশংসাযোগ্য ।

মঙ্গলবার ইডেনে বেঙ্গল টি-20 টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । ছিলেন সতবীর সিং, যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং দেবব্রত দাস, BOA প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় । ইডেনে বেল বাজান সতবীর সিং । CAB-র এই ক্রিকেট ফেরানোর উদ্যোগের প্রশংসা করছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও । তিনি বলেছেন, "আটমাস বন্ধ থাকার পরে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছে । রাজ্য সরকার ফুটবল ফিরিয়েছে । ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটল CAB-র উদ্যোগে । সরকারের প্রতিনিধি হিসেবে আমি খুশি ।" আগামী দিনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি । কোরোনা প্রোটোকল মেনে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ।

এদিকে মঙ্গলবার বেঙ্গল টি-20-র প্রথম ম্যাচে কাস্টমসকে 17 রানে হারিয়েছে মোহনবাগান । টস জিতে মোহনবাগানকে ব্যাট করতে পাঠিয়েছিল কাস্টমস । 39 বলে মনোজ তিওয়ারির 61 রানের ইনিংস মোহনবাগানের জয়ে বড় ভূমিকা নিয়েছে । মোহনবাগানের পাঁচ উইকেটে 156 রানের জবাবে কাস্টমস ছয় উইকেট হারিয়ে 139 রান তোলে । ম্যাচের সেরা মনোজ তিওয়ারি বলেছেন, তিনি অর্ধশতরান করতে পেরে খুশি । দলকে জয়ের পথে নিয়ে যেতে তিনি তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছেন । তবে ক্রিকেট 22 গজে ফেরায় তিনি খুশি ।

কলকাতা, 25 নভেম্বর : দীর্ঘ আট মাস পর তার পছন্দের মাঠ ইডেন গার্ডেন্সে ফিরেছে ক্রিকেট । মঙ্গলবার থেকে শুরু হওয়া বেঙ্গল টি-20 টুর্নামেন্ট দিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার দিকে প্রথম পদক্ষেপ করেছে CAB । প্যানডেমিকের আতঙ্কের মধ্যেও স্বাভাবিকতার পথে হাঁটার চেষ্টার প্রশংসা করছেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিন । বর্তমান হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মনে করেন, CAB-র এই কাজ সবদিক থেকেই প্রশংসাযোগ্য ।

মঙ্গলবার ইডেনে বেঙ্গল টি-20 টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । ছিলেন সতবীর সিং, যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং দেবব্রত দাস, BOA প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় । ইডেনে বেল বাজান সতবীর সিং । CAB-র এই ক্রিকেট ফেরানোর উদ্যোগের প্রশংসা করছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও । তিনি বলেছেন, "আটমাস বন্ধ থাকার পরে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছে । রাজ্য সরকার ফুটবল ফিরিয়েছে । ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটল CAB-র উদ্যোগে । সরকারের প্রতিনিধি হিসেবে আমি খুশি ।" আগামী দিনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি । কোরোনা প্রোটোকল মেনে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ।

এদিকে মঙ্গলবার বেঙ্গল টি-20-র প্রথম ম্যাচে কাস্টমসকে 17 রানে হারিয়েছে মোহনবাগান । টস জিতে মোহনবাগানকে ব্যাট করতে পাঠিয়েছিল কাস্টমস । 39 বলে মনোজ তিওয়ারির 61 রানের ইনিংস মোহনবাগানের জয়ে বড় ভূমিকা নিয়েছে । মোহনবাগানের পাঁচ উইকেটে 156 রানের জবাবে কাস্টমস ছয় উইকেট হারিয়ে 139 রান তোলে । ম্যাচের সেরা মনোজ তিওয়ারি বলেছেন, তিনি অর্ধশতরান করতে পেরে খুশি । দলকে জয়ের পথে নিয়ে যেতে তিনি তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছেন । তবে ক্রিকেট 22 গজে ফেরায় তিনি খুশি ।

Last Updated : Nov 25, 2020, 7:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.