ETV Bharat / sports

''দলিতদের নিয়ে বৈষম্যমূলক মন্তব্য'', এফআইআর যুবরাজের বিরুদ্ধে - এফআইআর

''দলিতদের নিয়ে বৈষম্যমূলক মন্তব্য'' করার অভিযোগে যুবরাজ সিং-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করল হরিয়ানা পুলিশ। 8 মাস আগে তাঁর একটি মন্তব্যের বিরোধিতা করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

FIR registered against Yuvraj Singh in Haryana over 'casteist remark' during Instagram live chat from 2020
এফআইআর যুবরাজের বিরুদ্ধে
author img

By

Published : Feb 15, 2021, 8:30 AM IST

হরিয়ানা, 15 ফেব্রুয়ারি: এফআইআর দায়ের করা হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং-এর বিরুদ্ধে। দলিত সমাজকে নিয়ে ''অশ্রদ্ধাজনক'' ও ''কুরুচিকর'' মন্তব্যের জন্য বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে হরিয়ানা পুলিশ।

রবিবার হিসারের হানসি থানায় যুবরাজ সিং-এর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এস/এসটি আইনের বিভিন্ন ধারা ছাড়াও ভারতীয় দণ্ডবিধির 153, 153(এ), 295 ও 505 ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জাতপাত নিয়ে মন্তব্য করার পর এই ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন হিসারের এক আইনজীবী। সেই ঘটনার 8 মাস পর যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।

2020 সালের জুন মাসে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ করার সময় যুবি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। যদিও পরে তিনি এ জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলেছিলেন, তিনি কখনও বৈষম্যে বিশ্বাসী নন। ''অনিচ্ছাকৃতভাবে ভাবাবেগে আঘাত'' দেওয়ার জন্য ক্ষমা চেয়ে টুইটারে তিনি লিখেছিলেন, ''এটা স্পষ্ট করে দিতে চাই যে, জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ - কোনওক্ষেত্রেই আমি কোনওদিন বৈষম্যে বিশ্বাসী নই। আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছি ও এখনও করে চলেছি। জীবনের সম্মানে বিশ্বাসী এবং কোনও ব্যতিক্রম ছাড়াই প্রত্যেককে আমি শ্রদ্ধা করি।''

আরও পড়ুন: বাবার সঙ্গে একমত নন, জন্মদিনে কৃষকদের সমস্যার সমাধান প্রার্থনা যুবির

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি আরও লেখেন, ''আমার মনে হয় যে, যখন বন্ধুর সঙ্গে কথোপকথনের সময় আমাকে ভুল বোঝা হয়েছিল। যদিও দায়িত্বশীল ভারতীয় হিসেবে এটা বলতে চাই যে, অনিচ্ছাকৃতভাবে কারও ভাবাবেগ ও অনুভূতিতে আঘাত করে থাকলে আমি অনুতপ্ত।''

ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে টিকটক ভিডিয়োয় একটি কথা বলার সময় যুবরাজের একটি মন্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত।

হরিয়ানা, 15 ফেব্রুয়ারি: এফআইআর দায়ের করা হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং-এর বিরুদ্ধে। দলিত সমাজকে নিয়ে ''অশ্রদ্ধাজনক'' ও ''কুরুচিকর'' মন্তব্যের জন্য বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে হরিয়ানা পুলিশ।

রবিবার হিসারের হানসি থানায় যুবরাজ সিং-এর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এস/এসটি আইনের বিভিন্ন ধারা ছাড়াও ভারতীয় দণ্ডবিধির 153, 153(এ), 295 ও 505 ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জাতপাত নিয়ে মন্তব্য করার পর এই ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন হিসারের এক আইনজীবী। সেই ঘটনার 8 মাস পর যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।

2020 সালের জুন মাসে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ করার সময় যুবি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। যদিও পরে তিনি এ জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলেছিলেন, তিনি কখনও বৈষম্যে বিশ্বাসী নন। ''অনিচ্ছাকৃতভাবে ভাবাবেগে আঘাত'' দেওয়ার জন্য ক্ষমা চেয়ে টুইটারে তিনি লিখেছিলেন, ''এটা স্পষ্ট করে দিতে চাই যে, জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ - কোনওক্ষেত্রেই আমি কোনওদিন বৈষম্যে বিশ্বাসী নই। আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছি ও এখনও করে চলেছি। জীবনের সম্মানে বিশ্বাসী এবং কোনও ব্যতিক্রম ছাড়াই প্রত্যেককে আমি শ্রদ্ধা করি।''

আরও পড়ুন: বাবার সঙ্গে একমত নন, জন্মদিনে কৃষকদের সমস্যার সমাধান প্রার্থনা যুবির

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি আরও লেখেন, ''আমার মনে হয় যে, যখন বন্ধুর সঙ্গে কথোপকথনের সময় আমাকে ভুল বোঝা হয়েছিল। যদিও দায়িত্বশীল ভারতীয় হিসেবে এটা বলতে চাই যে, অনিচ্ছাকৃতভাবে কারও ভাবাবেগ ও অনুভূতিতে আঘাত করে থাকলে আমি অনুতপ্ত।''

ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে টিকটক ভিডিয়োয় একটি কথা বলার সময় যুবরাজের একটি মন্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.