ETV Bharat / sports

এক্সক্লুসিভ: "ক্যামেল ব্যাট" দিয়ে IPL-এ ঝড় তুলতে চান রশিদ - rashid-khan-will-play-with-camel-bat-in-ipl

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অদ্ভুত ডিজাইনের ব্যাট এনে শোরগোল ফেলে দেন আফগান অলরাউন্ডার ৷ ব্যাটের আকৃতি অনেকটা উঠের পিঠের মতো ৷ যে কারণে এর নাম দেওয়া হয়েছে ক্যামেল ব্যাট ৷

Rashid Khan
রশিদ
author img

By

Published : Mar 10, 2020, 1:41 PM IST

নয়ডা, 10 মার্চ: শুধু আফগানিস্তানই নয়, সীমিত ওভারে বিশ্বের সেরা বোলার তিনি ৷ তিনটি ফরম্যাটেই আফগানিস্তানকে নেতৃত্ব দেন ৷ ক্রিকেট পাগল ভারতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রশিদ খানের ফ্যান ফলোয়িং নেহাত কম নয় ৷ হায়দরাবাদের হয়ে IPL মাতাতে চান অদ্ভুতদর্শন ক্যামেল ব্যাট দিয়ে ৷ ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নানা অভিজ্ঞতা ভাগ করে নিলেন তারকা লেগস্পিনার রশিদ খান ৷

সানরাইজার্স হায়দরাবাদের প্রাক IPL শিবিরে খুব তাড়াতাড়ি যোগ দেবেন ৷ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অদ্ভুত ডিজাইনের ব্যাট এনে শোরগোল ফেলে দেন আফগান অলরাউন্ডার ৷ ব্যাটের আকৃতি অনেকটা উঠের পিঠের মতো ৷ যে কারণে এর নাম দেওয়া হয়েছে ক্যামেল ব্যাট ৷ ব্যাটের নিচের দিকের ওজন কমাতে ত্রিভুজ আকারে কেটে নেওয়া হয়েছে ৷ ফলে ব্যাটটিকে একেবারে উটের পিঠের মতো মনে হচ্ছে ৷ IPL-এ রশিদকে এই ব্যাট নিয়ে খেলার অনুরোধ জানিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ 22 গজের এই আফগান যোদ্ধা উটের মতো ব্যাট নিয়ে IPL-এ ঝড় তুলতে তৈরি ৷ এছাড়াও রশিদ জানান, এমন অনেক ধরনের ডিজাইন করা ব্যাট তাঁর কাছে রয়েছে ৷

একান্ত সাক্ষাৎকারে রশিদ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় ফিটনেস নিয়ে খুব একটা সচেতন ছিলেন না ৷ বিভিন্ন লিগে খেলার সুবাদে বহু ক্রিকেটারের সংস্পর্শে এসেছেন ৷ তাঁদের দেখে এবং কথা বলে ফিট থাকার সুফল উপলব্ধি করতে পারেন রশিদ ৷ ক্রিকেট দুনিয়ায় টিকে থাকতে হলে ফিট থাকতেই হবে, বলছেন 21 বছরের এই অলরাউন্ডার ৷ তাই হায়দরাবাদি বিরিয়ানি খেতে ভালবাসলেও এখন ফিটনেসের কারণে এখন ছুঁয়েও দেখেন না তিনি ৷

নয়ডা, 10 মার্চ: শুধু আফগানিস্তানই নয়, সীমিত ওভারে বিশ্বের সেরা বোলার তিনি ৷ তিনটি ফরম্যাটেই আফগানিস্তানকে নেতৃত্ব দেন ৷ ক্রিকেট পাগল ভারতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রশিদ খানের ফ্যান ফলোয়িং নেহাত কম নয় ৷ হায়দরাবাদের হয়ে IPL মাতাতে চান অদ্ভুতদর্শন ক্যামেল ব্যাট দিয়ে ৷ ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নানা অভিজ্ঞতা ভাগ করে নিলেন তারকা লেগস্পিনার রশিদ খান ৷

সানরাইজার্স হায়দরাবাদের প্রাক IPL শিবিরে খুব তাড়াতাড়ি যোগ দেবেন ৷ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অদ্ভুত ডিজাইনের ব্যাট এনে শোরগোল ফেলে দেন আফগান অলরাউন্ডার ৷ ব্যাটের আকৃতি অনেকটা উঠের পিঠের মতো ৷ যে কারণে এর নাম দেওয়া হয়েছে ক্যামেল ব্যাট ৷ ব্যাটের নিচের দিকের ওজন কমাতে ত্রিভুজ আকারে কেটে নেওয়া হয়েছে ৷ ফলে ব্যাটটিকে একেবারে উটের পিঠের মতো মনে হচ্ছে ৷ IPL-এ রশিদকে এই ব্যাট নিয়ে খেলার অনুরোধ জানিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ 22 গজের এই আফগান যোদ্ধা উটের মতো ব্যাট নিয়ে IPL-এ ঝড় তুলতে তৈরি ৷ এছাড়াও রশিদ জানান, এমন অনেক ধরনের ডিজাইন করা ব্যাট তাঁর কাছে রয়েছে ৷

একান্ত সাক্ষাৎকারে রশিদ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় ফিটনেস নিয়ে খুব একটা সচেতন ছিলেন না ৷ বিভিন্ন লিগে খেলার সুবাদে বহু ক্রিকেটারের সংস্পর্শে এসেছেন ৷ তাঁদের দেখে এবং কথা বলে ফিট থাকার সুফল উপলব্ধি করতে পারেন রশিদ ৷ ক্রিকেট দুনিয়ায় টিকে থাকতে হলে ফিট থাকতেই হবে, বলছেন 21 বছরের এই অলরাউন্ডার ৷ তাই হায়দরাবাদি বিরিয়ানি খেতে ভালবাসলেও এখন ফিটনেসের কারণে এখন ছুঁয়েও দেখেন না তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.