ETV Bharat / sports

বিশ্বকাপ : যুদ্ধে প্রস্তুত ইংল্যান্ড, প্ল্যান বি তৈরি স্টেইনহীন দক্ষিণ আফ্রিকার - englan world cup

আজ শুরু ক্রিকেট বিশ্বকাপ । ঘরের মাঠে ফেভারিট ইয়ন মরগ্যানের ইংল্যান্ড। প্রথম ম্যাচে ইংল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকা। লন্ডনের ওভালে ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল 4 টায়।

দুই অধিনায়ক
author img

By

Published : May 30, 2019, 6:58 AM IST

Updated : May 30, 2019, 8:03 AM IST

লন্ডন, 30 মে : আজ বিশ্বকাপের প্রথম ম্যাচেই মহারণ । লন্ডনের ওভালে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা । ঘরের মাঠে বিশ্বকাপের অন্যতম দাবিদার ইংল্যান্ড । প্রথম ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, "আমি ভালো আছি, দল ভালো অবস্থায় আছে , কোনও চোট আঘাতের সমস্যা নেই । সবাই আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছে।"

বিশ্বকাপ নিয়ে তিনি জানান, বিশ্বকাপের রণকৌশল ঠিক করতে দলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে । মানুষের এত প্রত্যাশা আর ফেভারিটের তকমা থাকার যথেষ্ট কারণ আছে । গত দুই বছর ধরে ঘরের মাঠে আমাদের ফর্ম অসাধারণ । গত বিশ্বকাপেও আমাদের নিয়ে এত প্রত্যাশা ছিল না । তবে এবার আমরা বিশ্বকাপ জেতার ব্যাপারে আশাবাদী ।

ক্রিকেটের জনক হলেও একবারও বিশ্বকাপ ছুঁতে পারেনি ইংরেজরা । বার দুয়েক ফাইনালে পৌঁছলেও ফিরতে হয়েছে খালি হাতে। তাই এবার ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ ঘিরে আশায় বুক বেঁধেছে গোটা ইংল্যান্ড ।

ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, "বিশ্বকাপ জয় ইংল্যান্ডের মানুষের জন্য বিরাট ব্যাপার । আমার মনে হয়ে বিশ্বকাপ জয় খেলার মান অনেকটা উঁচুতে তুলে দেয় । বিশ্বকাপ জিতলে আমাদের দেশের শিশুরা ক্রিকেট হিরোদের পাবে । ব্যাট-বল হাতে তুলে নেওয়ার ইচ্ছা জাগবে । দেশের জন্য বিশ্বকাপ অনেক বড় বিষয়।"

প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মতো শক্ত প্রতিপক্ষের সামনে ইংল্যান্ড । ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান বলেছেন, "দলের সবাই আত্মবিশ্বাসী, প্রত্যেকে প্রত্যেককে ভরসা করে, সাউথ আফ্রিকা ম্যাচ বড় চ্যালেঞ্জ । বড় টুর্নামেন্ট, প্রথম ম্যাচ সবসময়ই অন্যকরম হয় । এটাই স্বাভাবিক। আমরাও এই ম্যাচটাকে অন্যরকম ভাবছি । প্রথম ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবেই ধরে নিয়েছি । সকলেই জানে এই ম্যাচ জিততে হবে ।"

এদিকে প্রথম ম্যাচের আগে খানিকটা ব্যাক ফুটে প্রোটিয়া শিবির। ডেল স্টেইন না থাকায় দল গঠনের ক্ষেত্রে বেশ বেকায়দায় দক্ষিণ আফ্রিকা । অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলেছেন, "আমরা মাঠে নামতে প্রস্তুত । ইংল্যান্ড গত 2 বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছে । ওরা অবশ্যই ফেভারিট । আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে । ম্যাচটা জিততে হবে। শুধু প্রথম ম্যাচ নয় পুরো 6 সপ্তাহের টুর্নামেন্ট নিয়েই ভাবছি । পরিকল্পনা করছি । ইংল্যান্ড ম্যাচ পরিকল্পনার প্রথম ধাপ ।"

প্রথম ম্যাচে দলে নেই ডেল স্টেইন । বোলিং বিভাগের মূল সদস্যকে না পেয়ে বড় ধাক্কা খেয়েছে প্রোটিয়ারা । এবিষয়ে ডুপ্লেসি বলছেন, "প্রথম ম্যাচে ডেল স্টেইন কে না পাওয়া বড় ক্ষতি । ও আমাদের সম্পদ । ইংল্যান্ড ম্যাচের জন্য তাই দলে কিছুটা পরিবর্তন করতে হচ্ছে । প্রথমে ভেবেছিলাম ডেল-রাবাদা-এনডিগিকে দিয়ে শুরু করা যাবে । ওরা ইংলিশ কন্ডিশনে প্রতিপক্ষের আতঙ্কের কারণ হতে পারত । তবে, পরিস্থিতি অনুযায়ী আমাদের পরিকল্পনা বদলাতে হচ্ছে । আমাদের প্ল্যান বি তৈরি । একটা কথা বলতে চাই, স্টেইন ম্যাচ ফিট হলে ওকে আটকানো মুশকিল ।"

ভারতীয় সময় আজ বিকেল 8টেয় লন্ডনের ওভালে শুরু হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

লন্ডন, 30 মে : আজ বিশ্বকাপের প্রথম ম্যাচেই মহারণ । লন্ডনের ওভালে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা । ঘরের মাঠে বিশ্বকাপের অন্যতম দাবিদার ইংল্যান্ড । প্রথম ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, "আমি ভালো আছি, দল ভালো অবস্থায় আছে , কোনও চোট আঘাতের সমস্যা নেই । সবাই আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছে।"

বিশ্বকাপ নিয়ে তিনি জানান, বিশ্বকাপের রণকৌশল ঠিক করতে দলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে । মানুষের এত প্রত্যাশা আর ফেভারিটের তকমা থাকার যথেষ্ট কারণ আছে । গত দুই বছর ধরে ঘরের মাঠে আমাদের ফর্ম অসাধারণ । গত বিশ্বকাপেও আমাদের নিয়ে এত প্রত্যাশা ছিল না । তবে এবার আমরা বিশ্বকাপ জেতার ব্যাপারে আশাবাদী ।

ক্রিকেটের জনক হলেও একবারও বিশ্বকাপ ছুঁতে পারেনি ইংরেজরা । বার দুয়েক ফাইনালে পৌঁছলেও ফিরতে হয়েছে খালি হাতে। তাই এবার ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ ঘিরে আশায় বুক বেঁধেছে গোটা ইংল্যান্ড ।

ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, "বিশ্বকাপ জয় ইংল্যান্ডের মানুষের জন্য বিরাট ব্যাপার । আমার মনে হয়ে বিশ্বকাপ জয় খেলার মান অনেকটা উঁচুতে তুলে দেয় । বিশ্বকাপ জিতলে আমাদের দেশের শিশুরা ক্রিকেট হিরোদের পাবে । ব্যাট-বল হাতে তুলে নেওয়ার ইচ্ছা জাগবে । দেশের জন্য বিশ্বকাপ অনেক বড় বিষয়।"

প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মতো শক্ত প্রতিপক্ষের সামনে ইংল্যান্ড । ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান বলেছেন, "দলের সবাই আত্মবিশ্বাসী, প্রত্যেকে প্রত্যেককে ভরসা করে, সাউথ আফ্রিকা ম্যাচ বড় চ্যালেঞ্জ । বড় টুর্নামেন্ট, প্রথম ম্যাচ সবসময়ই অন্যকরম হয় । এটাই স্বাভাবিক। আমরাও এই ম্যাচটাকে অন্যরকম ভাবছি । প্রথম ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবেই ধরে নিয়েছি । সকলেই জানে এই ম্যাচ জিততে হবে ।"

এদিকে প্রথম ম্যাচের আগে খানিকটা ব্যাক ফুটে প্রোটিয়া শিবির। ডেল স্টেইন না থাকায় দল গঠনের ক্ষেত্রে বেশ বেকায়দায় দক্ষিণ আফ্রিকা । অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলেছেন, "আমরা মাঠে নামতে প্রস্তুত । ইংল্যান্ড গত 2 বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছে । ওরা অবশ্যই ফেভারিট । আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে । ম্যাচটা জিততে হবে। শুধু প্রথম ম্যাচ নয় পুরো 6 সপ্তাহের টুর্নামেন্ট নিয়েই ভাবছি । পরিকল্পনা করছি । ইংল্যান্ড ম্যাচ পরিকল্পনার প্রথম ধাপ ।"

প্রথম ম্যাচে দলে নেই ডেল স্টেইন । বোলিং বিভাগের মূল সদস্যকে না পেয়ে বড় ধাক্কা খেয়েছে প্রোটিয়ারা । এবিষয়ে ডুপ্লেসি বলছেন, "প্রথম ম্যাচে ডেল স্টেইন কে না পাওয়া বড় ক্ষতি । ও আমাদের সম্পদ । ইংল্যান্ড ম্যাচের জন্য তাই দলে কিছুটা পরিবর্তন করতে হচ্ছে । প্রথমে ভেবেছিলাম ডেল-রাবাদা-এনডিগিকে দিয়ে শুরু করা যাবে । ওরা ইংলিশ কন্ডিশনে প্রতিপক্ষের আতঙ্কের কারণ হতে পারত । তবে, পরিস্থিতি অনুযায়ী আমাদের পরিকল্পনা বদলাতে হচ্ছে । আমাদের প্ল্যান বি তৈরি । একটা কথা বলতে চাই, স্টেইন ম্যাচ ফিট হলে ওকে আটকানো মুশকিল ।"

ভারতীয় সময় আজ বিকেল 8টেয় লন্ডনের ওভালে শুরু হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

Hyderabad, May 30 (ANI): During the holy month of Ramadan, Hyderabad police ensured the safety and security of over one lakh visitors who pay visit to the four hundred-years-old Mecca Masjid to offer namaz. While speaking to ANI, Ambar Kishor Jha, DCP South Zone said, "Adequate arrangements done to ensure smooth traffic movement. Teams deployed to prevent pick-pocketing, bag-lifting and to round up anti-social elements". While talking about the same, Head of Mecca Masjid, Hafez Mohammed said, "This Ramadan, all arrangements have been made in the mosque. More than one lakh people visit the mosque to offer namaz on daily basis".

Last Updated : May 30, 2019, 8:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.