আহমেদাবাদ, 3 মার্চ : একে পরপর দুই টেস্টে হেরে আত্মবিশ্বাস তলানিতে ৷ তার উপর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে নাজেহাল ইংল্যান্ড ক্রিকেট টিম ৷ মরার উপর খাঁড়ার ঘায়ের মতো চতুর্থ টেস্টের আগে জো রুটের দলের বিপদ আরও বাড়ল ৷ শোনা যাচ্ছে, সহকারী কোচ পল কলিংউড সহ টিমের বেশ কয়েকজন ক্রিকেটার ডায়েরিয়ায় ভুগছেন ৷
পাল্লা দিয়ে বাড়ছে গরম ৷ মার্চের শুরুতেই ঘেমে নেয়ে একশা দেশবাসী ৷ আহমেদাবাদের তাপমাত্রা ঘোরাফেরা করছে 33-34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ৷ আর তাতেই নাজেহাল অবস্থা থ্রি লায়ন্সদের ৷ বৃহস্পতিবার টেস্ট সিরিজ়ের চতুর্থ তথা শেষ টেস্টের বল গড়াবে ৷ তার আগে দলের কয়েকজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন ৷ অধিনায়ক জো রুট বিষয়টি স্বীকার করে নিয়েছেন ৷ তিনি বলেছেন, "হঠাৎ করেই দলের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে ৷ আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি ৷ কে বেশি অসুস্থ তা এখনও জানি না ৷ কিন্তু সবাই যাতে ম্যাচ খেলতে পারে তার জোর প্রচেষ্টা চালাচ্ছি ৷"
আরও পড়ুন : মার্চেই সাতপাকে বুম বুম ! পাত্রী কে ? জল্পনা তুঙ্গে
আহমেদাবাদে ইংল্যান্ড টিমের সঙ্গেই জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ভারতীয় দলও ৷ আহমেদাবাদের গরমে রুটদের সমস্যা হলেও ভারতীয় দলের সদস্যরা একেবারে সুস্থ রয়েছেন ৷ অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, "স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা নেই ৷ দলের সবাই ফিট রয়েছে ৷ আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়তো ওদের সমস্যা হচ্ছে ৷ কয়েকদিন ধরে আহমেদাবাদে বেশ গরম পড়েছে ৷ আবহাওয়ার পরিবর্তনের কারণে বছরের এই সময়টায় গরমটা বড় ফ্যাক্টর ৷ এর সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে ৷"