লন্ডন, 25 জানুয়ারি : 5 ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ় ৷ তার আগে ইংল্যান্ড ক্রিকেট দল মাত্র তিনদিন সময় পাবে অনুশীলনের জন্য৷ আগামী বুধবার ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারত সফরে আসছেন৷ ওই দিন চেন্নাইয়ে পৌঁছানোর পর তাঁদের 6 দিন কোয়ারানটিনে থাকতে হবে৷ সেই কারণেই প্রথম টেস্টের আগে মাত্র তিনদিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন তাঁরা৷
ইংল্যান্ড এখন শ্রীলঙ্কা সফরে রয়েছে ৷ সেখান থেকেই তারা সরাসরি ভারতে পৌঁছাবে ৷ তবে ইতিমধ্যে ইংল্যান্ডের তিন ক্রিকেটার বেন স্টোকস, জোফ্রা আর্চার ও ররি বার্নস ভারতে পৌঁছেছেন ৷ তাঁরা শ্রীলঙ্কা সফর করা ইংল্যান্ড দলের সদস্য ছিলেন না ৷ তাই তাঁরা রবিবার রাতেই ভারতে পৌঁছে যান ৷ তাঁদের আপাতত 5 দিন হোটেলে কায়ারানটিনে থাকতে হবে৷ আর এই কোয়ারানটিনে ইংল্যান্ডের খেলোয়াড়দের তিনবার কোভিড-19 পরীক্ষা দিতে হবে৷
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত চার টেস্টের সিরিজ় খেলবে৷ কোরোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর এই প্রথম ভারতে কোনও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে৷ ফলে এই সিরিজ় সুষ্ঠু ভাবে আয়োজন করতে বিসিসিআই বদ্ধপরিকর৷ আর এই সিরিজ় ঠিকভাবে আয়োজন করতে পারলে এবার ঘরের মাঠে আইপিএল আয়োজন করা ভারতীয় বোর্ডের পক্ষে অনেক সহজ হবে ৷ কোরোনার জন্য 2020 সালে আইপিএল ভারতে আয়োজন করা যায়নি ৷ তা আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরশাহীতে৷
আরও পড়ুন : বাউন্সারের ভয় সরিয়ে সাফল্যের রহস্য ফাঁস করলেন শুভমন
এই সফরে চেন্নাইয়ে প্রথম দু’টি টেস্ট আয়োজন করা হবে৷ পরের দু’টি টেস্ট আয়োজন করা হবে আমেদাবাদে৷ এই সিরিজ় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে৷ এই মুহূর্তে ভারত এই চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে৷ ফলে এই সিরিজ়েও ভালো খেললে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার ব্যাপারে আরও এগিয়ে যাবে৷