চেন্নাই, 10 ফেব্রুয়ারি : ঘরের মাঠে ভারতকে লজ্জাজনকভাবে হারিয়েছে ইংল্যান্ড ৷ কিন্তু সিরিজ়ে আরও তিনটি ম্যাচ বাকি ৷ তাই সময় থাকতেই ইংল্যান্ডকে সতর্ক করে দিলেন প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ৷ ভারতের প্রত্যাঘাতের জন্য জো রুটদের প্রস্তুত থাকতে বললেন তিনি ৷
অস্ট্রেলিয়ায় মাটিতে ভারতের দুরন্ত কামব্যাক ও অবিশ্বাস্য জয় মাথায় ঘুরছে ইংল্যান্ডের ৷ অ্যাডিলেডে হারের পর ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছিল ভারত ৷ মেলবোর্নে জয়, সিডনি টেস্ট ড্র এবং ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জিত মিলিয়ে ট্রফি নিয়েই দেশে ফিরেছে পূজারা-পন্থরা ৷ ভারতীয় দলের সেই প্রত্যাবর্তনকে মাথায় রেখেই ইংল্যান্ডকে এগোনোর পরামর্শ দিলেন নাসের হুসেন ৷ তিনি বলেছেন, "অনেকেই লিখছেন ভারতকে 4-0তে হারাবে ইংল্যান্ড ৷ কিন্তু ভারতও অস্ট্রেলিয়ায় সিরিজ় জিতেছে ৷ বিরাট কোহলি দলে ফিরেছেন ৷ আর ভারতে গিয়ে টেস্ট সিরিজ় জিতে ফেরাটা সত্যিই কঠিন ৷"
আরও পড়ুন : দ্বিতীয় টেস্টে খেলবেন কুলদীপ, আশা গাভাসকরের
এরপর অস্ট্রেলিয়ায় ভারতের প্রত্যাবর্তনের কাহিনি আরও একবার শুনিয়েছেন নাসের হুসেন ৷ তাঁর কথায়, "ভারত প্রত্যাঘাত করতে পারে এটা ভেবেই ইংল্যান্ডের এগোনো উচিত ৷ ওরা অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে 36 রানে অলআউট হয়ে গিয়েছিল ৷ সেখান থেকে কামব্যাক করে সিরিজ় জিতেছে ৷ পাশাপাশি দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড টস হারলে সমস্যা হতে পারে ৷"