চেন্নাই, 4 ফেব্রুয়ারি : সিরিজ শুরু আগেই বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে ৷ কব্জির চোটের কারণে চেন্নাইয়ের প্রথম দু’টি টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের ওপেনার জ়্যাক ক্রোলি ৷ বুধবারই 23 বছরের এই তরুণ ওপেনারের জন্মদিন ছিল ৷ ইংল্যান্ডের তরফে জানানো হয়েছে, চিপকের ড্রেসিং রুমের মার্বেল ফ্লোরে স্লিপ করে পড়ে যান জ়্যাক ক্রোলি ৷ তার থেকেই কব্জিতে চোট পান তিনি ৷
ইসিবি-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘‘গতকাল রাতের স্ক্যান রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জ়্যাক ক্রোলি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ৷’’ ওই প্রেস বিজ্ঞপ্তিতে এও জানান হয়েছে, স্ক্যান রেজাল্ট থেকে এটা স্পষ্ট যে, ক্রোলির ডান হাতের কব্জিতে একটি চোট রয়েছে ৷ যেখানে কব্জির জয়েন্টে একটি স্প্রেইন ধরা পড়েছে ৷ ইংল্যান্ডের মেডিকেল টিম তাঁর চোট নিয়ে আগামী সপ্তাহগুলিতে কাজ করবে বলে জানিয়েছে তারা ৷
আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের সেরা ঘোড়া স্টোকস
ডান হাতি এই ওপেনার 10 টেস্ট খেলে 616 রান করেছেন ৷ যেখানে একটি শতরান এবং 3টি অর্ধ শতরান করেছেন ৷ তবে, শ্রীলঙ্কা সফরে চার ইনিংসে কোনও প্রভাবই ফেলতে পারেননি জ়্যাক ক্রোলি ৷ চার ইনিংসে যথাক্রমে 9, 8, 5 এবং 13 রান করেছিলেন তিনি ৷