ETV Bharat / sports

ক্রিকেটে এবার কী COVID-19 সাবস্টিটিউট ? - টেস্ট ক্রিকেট

জুলাই মাসেই শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ় ৷ ক্যারিবিয়ানদের পর নিজেদের দেশে পাকিস্তানের সঙ্গেও সিরিজ় খেলবে থ্রি লায়ন্সরা ৷ তবে তার আগে ICC-কে COVID-19 পরিবর্ত হিসেবে খেলোয়াড়দের মাঠে নামার অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছে ECB ৷

ক্রিকেটে এবার কী COVID-19 সাবস্টিটিউট ?
ক্রিকেটে এবার কী COVID-19 সাবস্টিটিউট ?
author img

By

Published : May 30, 2020, 9:04 PM IST

দুবাই, 30 মে: কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে অনেক পরিবর্তন দেখার রয়েছে ৷ তেমনই নতুন কিছু সংযোজনেরও সম্ভাবনা রয়েছে ৷ সেরকমই এক সম্ভাবনা হল কোভিড-19 সাবস্টিটিউট ৷ ইতিমধ্যেই ICC-কে এই নিয়ম চালু করার আর্জি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷

কোভিড-19 সাবস্টিটিউট অর্থাৎ কোনও ক্রিকেটার যদি সিরিজ় চলাকালীন কোরোনা আক্রান্ত হন তখন তাঁর পরবর্তে অন্য কোনও ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে ব্যবহার করা যাবে ৷ জুলাই মাসেই শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ় ৷ ক্যারিবিয়ানদের পর নিজেদের দেশে পাকিস্তানের সঙ্গেও সিরিজ় খেলবে থ্রি লায়ন্সরা ৷ তবে তার আগে ICC-কে COVID-19 পরিবর্ত হিসেবে খেলোয়াড়দের মাঠে নামার অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছে ECB ৷ এই বিষয়ে ECB-র আধিকারিক স্টিভ এলওয়ার্দি বলেছেন, "কোভিড-19 সংক্রমিত খেলোয়াড়দের পরিবর্ত হিসেবে নামার অনুমতি দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে ICC ৷ জুলাইয়ে টেস্ট সিরিজ় শুরু হওয়ার আগেই এই নিয়ম চালু হবে বলেই আশা আমাদের ৷" যদিও এই নিয়ম শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই লাগু হবে ৷ ওয়ান ডে বা টি-20 সিরিজ়ে এই নিয়ম চালু হবে না ৷

চোট বা অসুস্থতা বোধ করলে পরিবর্ত হিসেবে ফিল্ডিং করা যায় ৷ কিন্তু ব্যাটিং বা বোলিং করা যায় না ৷ যদিও সম্প্রতি টেস্টে কনকাশন পরিবর্তের নিয়ম চালু হয়েছে ৷ কোরোনা পরবর্তী বিশ্বে ক্রিকেট শুরু করার ক্ষেত্রে হিসেবে কোভিড-19 পরিবর্তের নিয়ম চালু হয় কি না সেটাই দেখার ৷

দুবাই, 30 মে: কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে অনেক পরিবর্তন দেখার রয়েছে ৷ তেমনই নতুন কিছু সংযোজনেরও সম্ভাবনা রয়েছে ৷ সেরকমই এক সম্ভাবনা হল কোভিড-19 সাবস্টিটিউট ৷ ইতিমধ্যেই ICC-কে এই নিয়ম চালু করার আর্জি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷

কোভিড-19 সাবস্টিটিউট অর্থাৎ কোনও ক্রিকেটার যদি সিরিজ় চলাকালীন কোরোনা আক্রান্ত হন তখন তাঁর পরবর্তে অন্য কোনও ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে ব্যবহার করা যাবে ৷ জুলাই মাসেই শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ় ৷ ক্যারিবিয়ানদের পর নিজেদের দেশে পাকিস্তানের সঙ্গেও সিরিজ় খেলবে থ্রি লায়ন্সরা ৷ তবে তার আগে ICC-কে COVID-19 পরিবর্ত হিসেবে খেলোয়াড়দের মাঠে নামার অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছে ECB ৷ এই বিষয়ে ECB-র আধিকারিক স্টিভ এলওয়ার্দি বলেছেন, "কোভিড-19 সংক্রমিত খেলোয়াড়দের পরিবর্ত হিসেবে নামার অনুমতি দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে ICC ৷ জুলাইয়ে টেস্ট সিরিজ় শুরু হওয়ার আগেই এই নিয়ম চালু হবে বলেই আশা আমাদের ৷" যদিও এই নিয়ম শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই লাগু হবে ৷ ওয়ান ডে বা টি-20 সিরিজ়ে এই নিয়ম চালু হবে না ৷

চোট বা অসুস্থতা বোধ করলে পরিবর্ত হিসেবে ফিল্ডিং করা যায় ৷ কিন্তু ব্যাটিং বা বোলিং করা যায় না ৷ যদিও সম্প্রতি টেস্টে কনকাশন পরিবর্তের নিয়ম চালু হয়েছে ৷ কোরোনা পরবর্তী বিশ্বে ক্রিকেট শুরু করার ক্ষেত্রে হিসেবে কোভিড-19 পরিবর্তের নিয়ম চালু হয় কি না সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.