চেন্নাই, 6 ফেব্রুয়ারি : শততম টেস্টে নজির জো রুটের ৷ 100তম টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন তিনি ৷ এর আগে শততম টেস্টে সর্বোচ্চ রান ছিল ইনজামাম উল হকের ৷ তিনি করেছিলেন 184 রান ৷ আজ চেন্নাইয়ে প্রাক্তন পাক অধিনায়কের সেই রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ড অধিনায়ক ৷ হাঁকালেন দুরন্ত দ্বিশতরান ৷
2005 সালে ভারতের বিরুদ্ধেই শততম টেস্টে সর্বোচ্চ রানের নজির গড়েছিলেন ইনজামাম উল হক ৷ বেঙ্গালুরুর মাঠে 184 রানের ইনিংস খেলেছিলেন ৷ ইনজির সেই রেকর্ড ভাঙল জো রুটের ব্যাটে ৷ কাকতালীয়ভাবে দুটি ক্ষেত্রেই প্রতিপক্ষ এক ৷ আজ চিপকে টেস্ট কেরিয়ারের পঞ্চম দ্বিশতরান হাঁকান ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ আগের দিন 129 রান করেছিলেন ৷ চেন্নাইয়ের মাঠে সেই শতরানকে দ্বিশতরানে পরিণত করেই ছাড়লেন তিনি ৷ ছয় মেরে দ্বিশতরান পূরণ করেন রুট ৷
এছাড়াও একাধিক রেকর্ড ভেঙেছেন তিনি ৷ ইংল্যান্ডের দ্বিতীয় অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন ৷ এর আগে লর্ডসে ভারতের বিরুদ্ধে 333 রানের ইনিংস খেলেন গ্রাহাম গুচ ৷