লন্ডন, 24 জুলাই : ইংল্যান্ডের প্রথমবার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও টাটকা । তবে বিশ্বজয়ের মঞ্চেই সপ্তাহ ঘুরতে না ঘুরতে লজ্জার সম্মুখীন ইংলিশ ক্রিকেট । আজ থেকে শুরু হওয়া লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের টেস্টের প্রথম দিনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড । টেস্টে নবাগতদের বিরুদ্ধে মাত্র 85 রানেই অল-আউট হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা । আইরিশ বোলিংয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনে মাত্র 23.4 ওভার টিকেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস ।
টেস্ট অভিষেককারী জেসন রয়কে তৃতীয় ওভারে তুলে নিয়ে শুরুটা করেছিলেন টিম মারটগ । এরপর 9.5 ওভার থেকে 13তম ওভারের মধ্যে 5 উইকেট হারিয়েছে ইংল্যান্ড । যার জেরে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় রান সংগ্রহের স্বপ্ন গুঁড়িয়ে দেয় আইরিশ পেসাররা ।
ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে শূন্য রানে আউট হন জনি বেয়ারস্টো, মইন আলি ও ক্রিস ওকস । টপ অর্ডারে সর্বোচ্চ 23 রান এসেছে জো ডেনলির ব্যাট থেকে । মাত্র 2 রানে আউট হন অধিনায়ক জো রুট । শেষের দিকে স্যাম কারান ও ওলি স্টোনস কিছুটা চেষ্টা করেন তবে 85-তেই শেষ হয় তাদের ইনিংস ।
আয়ারল্যান্ডের হয়ে 5 উইকেট নিয়েছেন লন্ডনে জন্ম নেওয়া আইরিশ পেসার মারটগ । 3টি উইকেট নেন মার্ক অ্যাদেইর । বাকি দু'টি উইকেট নেন বয়ড ব়্যাংকিন ।
টেস্টে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে এমন শুরুর পর জয়টা ভীষণ কঠিন হবে ইংল্যান্ডের জন্য । তাই অ্যাশেজ়ের আগে এই বিপর্যয় অবশ্যই ভাবাবে রুট ব্রিগেডকে ।