ETV Bharat / sports

বিশ্বজয়ের মঞ্চে আইরিশদের দাপটে 85 রানে অল-আউট ইংল্যান্ড - tim murtagh

বিশ্বজয়ের মঞ্চেই সপ্তাহ ঘুরতে না ঘুরতে লজ্জার সম্মুখীন ইংলিশ ক্রিকেট । লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র 85 রানেই অল-আউট হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা ।

5 উইকেট নিয়েছেন লন্ডনে জন্ম নেওয়া আইরিশ পেসার মারটগ
author img

By

Published : Jul 24, 2019, 6:17 PM IST

লন্ডন, 24 জুলাই : ইংল্যান্ডের প্রথমবার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও টাটকা । তবে বিশ্বজয়ের মঞ্চেই সপ্তাহ ঘুরতে না ঘুরতে লজ্জার সম্মুখীন ইংলিশ ক্রিকেট । আজ থেকে শুরু হওয়া লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের টেস্টের প্রথম দিনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড । টেস্টে নবাগতদের বিরুদ্ধে মাত্র 85 রানেই অল-আউট হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা । আইরিশ বোলিংয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনে মাত্র 23.4 ওভার টিকেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস ।

5 উইকেট নিয়েছেন লন্ডনে জন্ম নেওয়া আইরিশ পেসার মারটগ
5 উইকেট নিয়েছেন লন্ডনে জন্ম নেওয়া আইরিশ পেসার মারটগ

টেস্ট অভিষেককারী জেসন রয়কে তৃতীয় ওভারে তুলে নিয়ে শুরুটা করেছিলেন টিম মারটগ । এরপর 9.5 ওভার থেকে 13তম ওভারের মধ্যে 5 উইকেট হারিয়েছে ইংল্যান্ড । যার জেরে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় রান সংগ্রহের স্বপ্ন গুঁড়িয়ে দেয় আইরিশ পেসাররা ।

ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে শূন্য রানে আউট হন জনি বেয়ারস্টো, মইন আলি ও ক্রিস ওকস । টপ অর্ডারে সর্বোচ্চ 23 রান এসেছে জো ডেনলির ব্যাট থেকে । মাত্র 2 রানে আউট হন অধিনায়ক জো রুট । শেষের দিকে স্যাম কারান ও ওলি স্টোনস কিছুটা চেষ্টা করেন তবে 85-তেই শেষ হয় তাদের ইনিংস ।

আয়ারল্যান্ডের হয়ে 5 উইকেট নিয়েছেন লন্ডনে জন্ম নেওয়া আইরিশ পেসার মারটগ । 3টি উইকেট নেন মার্ক অ্যাদেইর । বাকি দু'টি উইকেট নেন বয়ড ব়্যাংকিন ।

টেস্টে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে এমন শুরুর পর জয়টা ভীষণ কঠিন হবে ইংল্যান্ডের জন্য । তাই অ্যাশেজ়ের আগে এই বিপর্যয় অবশ্যই ভাবাবে রুট ব্রিগেডকে ।

লন্ডন, 24 জুলাই : ইংল্যান্ডের প্রথমবার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও টাটকা । তবে বিশ্বজয়ের মঞ্চেই সপ্তাহ ঘুরতে না ঘুরতে লজ্জার সম্মুখীন ইংলিশ ক্রিকেট । আজ থেকে শুরু হওয়া লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের টেস্টের প্রথম দিনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড । টেস্টে নবাগতদের বিরুদ্ধে মাত্র 85 রানেই অল-আউট হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা । আইরিশ বোলিংয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনে মাত্র 23.4 ওভার টিকেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস ।

5 উইকেট নিয়েছেন লন্ডনে জন্ম নেওয়া আইরিশ পেসার মারটগ
5 উইকেট নিয়েছেন লন্ডনে জন্ম নেওয়া আইরিশ পেসার মারটগ

টেস্ট অভিষেককারী জেসন রয়কে তৃতীয় ওভারে তুলে নিয়ে শুরুটা করেছিলেন টিম মারটগ । এরপর 9.5 ওভার থেকে 13তম ওভারের মধ্যে 5 উইকেট হারিয়েছে ইংল্যান্ড । যার জেরে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় রান সংগ্রহের স্বপ্ন গুঁড়িয়ে দেয় আইরিশ পেসাররা ।

ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে শূন্য রানে আউট হন জনি বেয়ারস্টো, মইন আলি ও ক্রিস ওকস । টপ অর্ডারে সর্বোচ্চ 23 রান এসেছে জো ডেনলির ব্যাট থেকে । মাত্র 2 রানে আউট হন অধিনায়ক জো রুট । শেষের দিকে স্যাম কারান ও ওলি স্টোনস কিছুটা চেষ্টা করেন তবে 85-তেই শেষ হয় তাদের ইনিংস ।

আয়ারল্যান্ডের হয়ে 5 উইকেট নিয়েছেন লন্ডনে জন্ম নেওয়া আইরিশ পেসার মারটগ । 3টি উইকেট নেন মার্ক অ্যাদেইর । বাকি দু'টি উইকেট নেন বয়ড ব়্যাংকিন ।

টেস্টে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে এমন শুরুর পর জয়টা ভীষণ কঠিন হবে ইংল্যান্ডের জন্য । তাই অ্যাশেজ়ের আগে এই বিপর্যয় অবশ্যই ভাবাবে রুট ব্রিগেডকে ।


Dehradun (Uttarakhand), July 24 (ANI): Days after the nearly century-old suspension bridge, Laxman Jhula, was closed for public use, Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat today announced the construction of a new and modern bridge in its place. While addressing the media, TS Rawat said, "The new bridge will be constructed in a modern and high-tech manner and it will be a tourist attraction. We have already received proposals from several companies." "Every road or bridge has a load capacity. The same was ignored in the case of Laxman Jhula, which led to issues with the bridge. Now, the same is happening with Ram Jhula but we have started monitoring the load and traffic flow on the bridge now. There is no danger so far," Rawat added. The iconic Lakshman Jhula across the Ganga River in Rishikesh was closed on July 12 by local administration after an Indian Institute of Technology (IIT) report said that the bridge was not fit for use. The traffic strain has increased on Ram Jhula ever since the closure of the Laxman Jhula.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.