ETV Bharat / sports

ক্রিকেট ডার্বিতেও ইস্টবেঙ্গলের হার - ক্রিকেটের ডার্বি জয় বাগানের

ডার্বিতে নামার আগে মনোজ তিওয়ারির চোটের খবর, সবুজ-মেরুন শিবিরকে ব্যাকফুটে ঠেলে দিয়ছিল । মনোজের চোটের জায়গার MRI রিপোর্ট শনিবার হাতে আসে । রিপোর্ট অনুযায়ী চলতি টুর্নামেন্টে আর মাঠে নামতে পারবেন না মনোজ তিওয়ারি ।

হারল ইস্টবেঙ্গল
হারল ইস্টবেঙ্গল
author img

By

Published : Nov 29, 2020, 10:44 AM IST

কলকাতা, 29 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের ডার্বির পরে ক্রিকেটের ডার্বিতেও হার ইস্টবেঙ্গলের ৷ শনিবার বেঙ্গল টি-20 টুর্নামেন্টে মাত্র 1 রানে ইস্টবেঙ্গলকে হারায় মোহনবাগান । ডার্বিতে পরাজয়ের সঙ্গে এই টুর্নামেন্টে লাল হলুদ হারের হ্যাটট্রিকও করল । এর আগে শিবসাগর সিংয়ের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল হেরেছিল টাউন ক্লাব এবং তপন মেমোরিয়ালের বিরুদ্ধে ।

অন্যদিকে ডার্বিতে নামার আগে মনোজ তিওয়ারির চোটের খবর, সবুজ-মেরুন শিবিরকে ব্যাকফুটে ঠেলে দিয়ছিল । মনোজের চোটের জায়গার MRI রিপোর্ট শনিবার হাতে আসে । রিপোর্ট অনুযায়ী চলতি টুর্নামেন্টে আর মাঠে নামতে পারবেন না মনোজ তিওয়ারি । দলের একনম্বর ব্যাটসম্যানের চোটের খবর সামনে আসলেও মোহনবাগান ভেঙে পড়েনি । বরং খেলা যত এগিয়েছে ততই প্রতিপক্ষকে ব্যাটে বলে ব্যাকফুটে ঠেলেছে ।

টস জিতে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটের বিনিময়ে 121 রান তোলে মোহনবাগান । অধিনায়ক অনুস্টুপ মজুমদারের অপরাজিত 55 এবং বিবেক সিংয়ের 41 রান দলের ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয় । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে ইস্টবেঙ্গল । একসময় তিন উইকেট নয় রানে চলে গিয়েছিল । এইসময় রনজোৎ খয়রা এবং সায়ন মণ্ডল ব্যাট হাতে রুখে দাঁড়ান । সায়নের 55 বলে 52 রান ইস্টবেঙ্গলকে জয়ের কাছে পৌঁছে দিয়েছিল । কিন্তু তাঁর লড়াই শেষরক্ষা করতে ব্যর্থ । 8 উইকেটে 120 রানে শেষ ইস্টবেঙ্গলের ইনিংস । মোহনবাগান অধিনায়ক অনুস্টুপ মজুমদার বলেছেন, "ডার্বি ম্যাচ সব সময় স্পেশাল এবং উত্তেজনার । এই ম্যাচ জয় আনন্দের । ব্যক্তিগতভাবে দলের জয়ে ভূমিকা নিতে পেরে খুশি । আরও ম্যাচ বাকি রয়েছে । তবে ডার্বি জয় সব সময় বিশেষ তাৎপর্যপূর্ণ ।"

কলকাতা, 29 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের ডার্বির পরে ক্রিকেটের ডার্বিতেও হার ইস্টবেঙ্গলের ৷ শনিবার বেঙ্গল টি-20 টুর্নামেন্টে মাত্র 1 রানে ইস্টবেঙ্গলকে হারায় মোহনবাগান । ডার্বিতে পরাজয়ের সঙ্গে এই টুর্নামেন্টে লাল হলুদ হারের হ্যাটট্রিকও করল । এর আগে শিবসাগর সিংয়ের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল হেরেছিল টাউন ক্লাব এবং তপন মেমোরিয়ালের বিরুদ্ধে ।

অন্যদিকে ডার্বিতে নামার আগে মনোজ তিওয়ারির চোটের খবর, সবুজ-মেরুন শিবিরকে ব্যাকফুটে ঠেলে দিয়ছিল । মনোজের চোটের জায়গার MRI রিপোর্ট শনিবার হাতে আসে । রিপোর্ট অনুযায়ী চলতি টুর্নামেন্টে আর মাঠে নামতে পারবেন না মনোজ তিওয়ারি । দলের একনম্বর ব্যাটসম্যানের চোটের খবর সামনে আসলেও মোহনবাগান ভেঙে পড়েনি । বরং খেলা যত এগিয়েছে ততই প্রতিপক্ষকে ব্যাটে বলে ব্যাকফুটে ঠেলেছে ।

টস জিতে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটের বিনিময়ে 121 রান তোলে মোহনবাগান । অধিনায়ক অনুস্টুপ মজুমদারের অপরাজিত 55 এবং বিবেক সিংয়ের 41 রান দলের ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয় । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে ইস্টবেঙ্গল । একসময় তিন উইকেট নয় রানে চলে গিয়েছিল । এইসময় রনজোৎ খয়রা এবং সায়ন মণ্ডল ব্যাট হাতে রুখে দাঁড়ান । সায়নের 55 বলে 52 রান ইস্টবেঙ্গলকে জয়ের কাছে পৌঁছে দিয়েছিল । কিন্তু তাঁর লড়াই শেষরক্ষা করতে ব্যর্থ । 8 উইকেটে 120 রানে শেষ ইস্টবেঙ্গলের ইনিংস । মোহনবাগান অধিনায়ক অনুস্টুপ মজুমদার বলেছেন, "ডার্বি ম্যাচ সব সময় স্পেশাল এবং উত্তেজনার । এই ম্যাচ জয় আনন্দের । ব্যক্তিগতভাবে দলের জয়ে ভূমিকা নিতে পেরে খুশি । আরও ম্যাচ বাকি রয়েছে । তবে ডার্বি জয় সব সময় বিশেষ তাৎপর্যপূর্ণ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.