ETV Bharat / sports

ডাকওয়ার্থ-লুইস নিয়মে খেলা হলে কত রান করতে হবে ভারতকে ?

46.1 ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 211 রান । বৃষ্টি থামার পর খেলা শুরু হলেও নিউজ়িল্যান্ড যদি আর ব্যাটিং করার সুযোগ না-পায় সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়মে বিভিন্ন ওভারে বিভিন্ন টার্গেট তাড়া করতে হবে কোহলিদের ।

ভারত
author img

By

Published : Jul 9, 2019, 9:03 PM IST

ম্যানচেস্টার, 9 জুলাই : ভুবনেশ্বর কুমার-জসপ্রীত বুমরাহদের সামনে শুরুটা নড়বড়ে হয় উইলিয়ামসনদের । তবে ওল্ড ট্র্যাফোর্ডে শুরুর এই ধাক্কা সামলে উঠ ম্যাচে ফেরে নিউজ়িল্যান্ড । কেন উইলিয়ামসন ও রস টেইলরের অর্ধশতরানে ভর করে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াকু স্কোর গড়ার পথে এগোয় কিউইরা । কিন্তু বাধ সাধে বৃষ্টি । 46.1 ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 211 রান ।

বৃষ্টি থামার পর খেলা শুরু হলেও নিউজ়িল্যান্ড যদি আর ব্যাটিং করার সুযোগ না-পায় সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়মে বিভিন্ন ওভারে বিভিন্ন টার্গেট তাড়া করতে হবে কোহলিদের । আজ ভারতীয় সময় রাত 12টা পর্যন্ত খেলা শুরু না হলে খেলা গড়াবে রিজ়ার্ভ ডে'তে । সেক্ষেত্রে আগামীকাল রিজ়ার্ভ ডে-তে শেষ হবে ম্যাচ ।

বৃষ্টি থামার পর নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সুযোগ না পেলে ভারতের টার্গেট যেমন দাঁড়াবে :

  • 46 ওভার খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 237 রান
  • 40 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 223 রান
  • 35 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 209 রান
  • 30 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 192 রান
  • 25 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 172 রান
  • 20 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 148 রান

আজ ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন । কিন্তু শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে যথেষ্ট অস্বস্তিতে ছিলেন কিউই ওপেনাররা । জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে ধীর গতিতে রান তোলেন কিউই ওপেনাররা । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । রানরেট বাড়াতে মারতে গিয়ে ব্যক্তিগত 1 রানেই আউট হন মার্টিন গাপ্টিল । উইকেটটি নেন বুমরা । তার পরে হেনরি নিকোলসকে আউট করেন জাদেজা ।

কিন্তু প্রশ্ন হচ্ছে বৃষ্টি থামার পর নিউজ়িল্যান্ড যদি আর ব্যাটিংয়ের সুযোগ না পায় সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়মে কেমন দাঁড়াবে ভারতের রান তাড়া করার লক্ষ্যমাত্রা, নজর সেদিকেই।

ম্যানচেস্টার, 9 জুলাই : ভুবনেশ্বর কুমার-জসপ্রীত বুমরাহদের সামনে শুরুটা নড়বড়ে হয় উইলিয়ামসনদের । তবে ওল্ড ট্র্যাফোর্ডে শুরুর এই ধাক্কা সামলে উঠ ম্যাচে ফেরে নিউজ়িল্যান্ড । কেন উইলিয়ামসন ও রস টেইলরের অর্ধশতরানে ভর করে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াকু স্কোর গড়ার পথে এগোয় কিউইরা । কিন্তু বাধ সাধে বৃষ্টি । 46.1 ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 211 রান ।

বৃষ্টি থামার পর খেলা শুরু হলেও নিউজ়িল্যান্ড যদি আর ব্যাটিং করার সুযোগ না-পায় সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়মে বিভিন্ন ওভারে বিভিন্ন টার্গেট তাড়া করতে হবে কোহলিদের । আজ ভারতীয় সময় রাত 12টা পর্যন্ত খেলা শুরু না হলে খেলা গড়াবে রিজ়ার্ভ ডে'তে । সেক্ষেত্রে আগামীকাল রিজ়ার্ভ ডে-তে শেষ হবে ম্যাচ ।

বৃষ্টি থামার পর নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সুযোগ না পেলে ভারতের টার্গেট যেমন দাঁড়াবে :

  • 46 ওভার খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 237 রান
  • 40 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 223 রান
  • 35 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 209 রান
  • 30 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 192 রান
  • 25 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 172 রান
  • 20 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 148 রান

আজ ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন । কিন্তু শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে যথেষ্ট অস্বস্তিতে ছিলেন কিউই ওপেনাররা । জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে ধীর গতিতে রান তোলেন কিউই ওপেনাররা । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । রানরেট বাড়াতে মারতে গিয়ে ব্যক্তিগত 1 রানেই আউট হন মার্টিন গাপ্টিল । উইকেটটি নেন বুমরা । তার পরে হেনরি নিকোলসকে আউট করেন জাদেজা ।

কিন্তু প্রশ্ন হচ্ছে বৃষ্টি থামার পর নিউজ়িল্যান্ড যদি আর ব্যাটিংয়ের সুযোগ না পায় সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়মে কেমন দাঁড়াবে ভারতের রান তাড়া করার লক্ষ্যমাত্রা, নজর সেদিকেই।

New Delhi, Jul 09 (ANI): Bharatiya Janata Party (BJP), which is running its membership drive since July 06, on Tuesday inducted 30 young people hailing from various fields into its party fold. The 30 youngsters include a 29-year-old Disha who has down-syndrome and won two bronze medals in swimming in Asia Pacific Special Olympics-2013 and one silver medal at Special Olympics-2015. Dr. Javed Ahmed Bhatt who has a doctoral degree from AMU, and is a social worker in Kashmir Valley also joined the BJP. BJP's membership drive will continue till July 11.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.