ETV Bharat / sports

মনে হয় না ধোনি আর ভারতের হয়ে খেলবেন : সৈয়দ কিরমানি - mahendra singh Dhoni

খেলা ছাড়ার সিদ্ধান্ত শুধুমাত্র ধোনিই নিতে পারেন ৷ তবে সৈয়দ কিরমানি মনে করেন না ভারতের হয়ে ফের মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি ৷

syed kirmani
syed kirmani
author img

By

Published : May 29, 2020, 6:13 PM IST

মুম্বই, 29 মে : প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে এখনও কিছু জানাননি ৷ তবে তাঁর অবসরের বিষয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন । এবার সেই পথে হাঁটলেন সৈয়দ কিরমানি ৷

বুধবার ফের ধোনির অবসর নেওয়া নিয়ে আলোচনা শুরু হয় ৷ টুইটারে নতুন ট্রেন্ড হ্যাশট্যাগ ধোনি রিটায়ার্স দেখা যায় ৷ ধোনি এখনও পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও কথা না বললেও সোশাল মিডিয়ায় চর্চায় আছেন তিনি ৷

একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কিরমানি বলেন, ‘‘ধোনিই এটা ভালো বলতে পারবে ৷ ও এখনও চুপ আছে ৷ ও এখনও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলেননি ৷ তবে আমি মনে করি না ধোনি আবার ভারতের হয়ে খেলবেন ৷ মাহি তাঁর সমস্ত লক্ষ্য ও স্বপ্নপূরণ করেছেন ৷ কোনও কিছু পাওয়া বাকি নেই ওর ৷ যদিও এই সিদ্ধান্ত ওই নিতে পারবে ৷ যতটা আমি বুঝি ও মিডিয়ার খবরে যতটা পড়েছি ও IPL খেলার জন্য মুখিয়ে আছে ৷ সম্ভবত এবারের IPL-ই ধোনির শেষ ৷’’

বিশ্বকাপের সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি মহেন্দ্র সিং ধোনি ৷ ঘরে ও দেশের বাইরেও কয়েকটি সিরিজ়ে ধোনিকে খেলতে দেখা যায়নি ৷ তবে মহেন্দ্র সিং ধোনিকেই ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়ক বলে বর্ণনা করেছেন সৈয়দ কিরমানি ৷ যদিও সুনীল গাভাসকর, বিষেণ সিং বেদী ও কপিল দেবের মতো অধিনায়কের নেতৃত্বে খেলেছেন কিরমানি ৷

মুম্বই, 29 মে : প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে এখনও কিছু জানাননি ৷ তবে তাঁর অবসরের বিষয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন । এবার সেই পথে হাঁটলেন সৈয়দ কিরমানি ৷

বুধবার ফের ধোনির অবসর নেওয়া নিয়ে আলোচনা শুরু হয় ৷ টুইটারে নতুন ট্রেন্ড হ্যাশট্যাগ ধোনি রিটায়ার্স দেখা যায় ৷ ধোনি এখনও পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও কথা না বললেও সোশাল মিডিয়ায় চর্চায় আছেন তিনি ৷

একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কিরমানি বলেন, ‘‘ধোনিই এটা ভালো বলতে পারবে ৷ ও এখনও চুপ আছে ৷ ও এখনও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলেননি ৷ তবে আমি মনে করি না ধোনি আবার ভারতের হয়ে খেলবেন ৷ মাহি তাঁর সমস্ত লক্ষ্য ও স্বপ্নপূরণ করেছেন ৷ কোনও কিছু পাওয়া বাকি নেই ওর ৷ যদিও এই সিদ্ধান্ত ওই নিতে পারবে ৷ যতটা আমি বুঝি ও মিডিয়ার খবরে যতটা পড়েছি ও IPL খেলার জন্য মুখিয়ে আছে ৷ সম্ভবত এবারের IPL-ই ধোনির শেষ ৷’’

বিশ্বকাপের সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি মহেন্দ্র সিং ধোনি ৷ ঘরে ও দেশের বাইরেও কয়েকটি সিরিজ়ে ধোনিকে খেলতে দেখা যায়নি ৷ তবে মহেন্দ্র সিং ধোনিকেই ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়ক বলে বর্ণনা করেছেন সৈয়দ কিরমানি ৷ যদিও সুনীল গাভাসকর, বিষেণ সিং বেদী ও কপিল দেবের মতো অধিনায়কের নেতৃত্বে খেলেছেন কিরমানি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.