ETV Bharat / sports

আলোচনায় নেই দিন্দা, গুজরাত ম্যাচে বাদ সুদীপ - সুদীপ চ্যাটার্জি

CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া বলেন, বাংলা দলের দৃষ্টিভঙ্গিকে মর্যাদা দিয়ে অশোক দিন্দার নাম নির্বাচকরা বিবেচনা করেননি । আর ফর্ম না থাকায় বাদ পড়লেন সুদীপ ৷

bengal
বাংলা দল
author img

By

Published : Dec 31, 2019, 6:11 AM IST

কলকাতা, 31 ডিসেম্বর : অশোক দিন্দার নাম নির্বাচনী বৈঠকে আলোচনায় ওঠেনি । CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া বলছেন, বাংলা দলের দৃষ্টিভঙ্গিকে মর্যাদা দিয়ে অশোক দিন্দার নাম নির্বাচকরা বিবেচনা করেননি ।
বিতর্কিত বঙ্গ পেসারের নাম আসন্ন গুজরাত ম্যাচের দল নির্বাচনী সভায় উত্থাপিত না হওয়ার দিনে বাদের খাঁড়া নামল সুদীপ চ্যাটার্জির উপর ।

Ashok Dinda
দল নির্বাচনী সভায় উঠল না দিন্দার নাম

ইডেনে তিন জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত হবে বাংলা বনাম গুজরাতের ক্রিকেট যুদ্ধ । সেই ম্যাচে দলে রাখা হয়নি বাংলা দলের সহঅধিনায়ক সুদীপ চ্যাটার্জিকে । এর ফলে সহঅধিনায়ক ছাড়াই গুজরাতের বিরুদ্ধে নামবে বাংলা । সুদীপের বদলে দলে এলেন কাজি জুনেদ সফি ।

গত মরশুম থেকে অফ ফর্মে রয়েছেন বাঁ হাতি মিডল অর্ডার এই ব্যাটসম্যান । অন্ধ্রপ্রদেশ ম্যাচের পরে কোচ অরুণলাল বলেছিলেন, সুদীপের রান না পাওয়ার কারণ তাঁর জানা নেই ।


রঞ্জি ট্রফির প্রথম পাঁচে জায়গা করতে হলে ইডেনে অনুষ্ঠিত এই ম্যাচের গুরুত্ব রয়েছে । যা ইতিমধ্যে ক্রিকেটারদের বলেছেন অরুণলাল । গুজরাত এবার পার্থিব প্যাটেলের নেতৃত্বে যথেষ্ট শক্তিশালী । তার উপর কোচ সাইরাজ বাহুতুলে । যাঁর কোচিংয়ে বাংলা গত মরশুম পর্যন্ত খেলেছে । ফলে পুরানো দলের ক্রিকেটারদের নাড়িনক্ষত্র তাঁর অনেকটাই জানা ৷

নির্বাচিত 16 জন: অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, অভিষেক রামন, অর্ণব নন্দী, ঋত্বিক রায় চৌধুরি, ঈশান পোড়েল, শাহবাজ আহমেদ, সুদীপ ঘরামি, আকাশ দীপ, মুকেশ কুমার, কৌশিক ঘোষ, বি অমিত, অয়ন ভট্টাচার্য, কাজি জুনেদ সফি ।

কলকাতা, 31 ডিসেম্বর : অশোক দিন্দার নাম নির্বাচনী বৈঠকে আলোচনায় ওঠেনি । CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া বলছেন, বাংলা দলের দৃষ্টিভঙ্গিকে মর্যাদা দিয়ে অশোক দিন্দার নাম নির্বাচকরা বিবেচনা করেননি ।
বিতর্কিত বঙ্গ পেসারের নাম আসন্ন গুজরাত ম্যাচের দল নির্বাচনী সভায় উত্থাপিত না হওয়ার দিনে বাদের খাঁড়া নামল সুদীপ চ্যাটার্জির উপর ।

Ashok Dinda
দল নির্বাচনী সভায় উঠল না দিন্দার নাম

ইডেনে তিন জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত হবে বাংলা বনাম গুজরাতের ক্রিকেট যুদ্ধ । সেই ম্যাচে দলে রাখা হয়নি বাংলা দলের সহঅধিনায়ক সুদীপ চ্যাটার্জিকে । এর ফলে সহঅধিনায়ক ছাড়াই গুজরাতের বিরুদ্ধে নামবে বাংলা । সুদীপের বদলে দলে এলেন কাজি জুনেদ সফি ।

গত মরশুম থেকে অফ ফর্মে রয়েছেন বাঁ হাতি মিডল অর্ডার এই ব্যাটসম্যান । অন্ধ্রপ্রদেশ ম্যাচের পরে কোচ অরুণলাল বলেছিলেন, সুদীপের রান না পাওয়ার কারণ তাঁর জানা নেই ।


রঞ্জি ট্রফির প্রথম পাঁচে জায়গা করতে হলে ইডেনে অনুষ্ঠিত এই ম্যাচের গুরুত্ব রয়েছে । যা ইতিমধ্যে ক্রিকেটারদের বলেছেন অরুণলাল । গুজরাত এবার পার্থিব প্যাটেলের নেতৃত্বে যথেষ্ট শক্তিশালী । তার উপর কোচ সাইরাজ বাহুতুলে । যাঁর কোচিংয়ে বাংলা গত মরশুম পর্যন্ত খেলেছে । ফলে পুরানো দলের ক্রিকেটারদের নাড়িনক্ষত্র তাঁর অনেকটাই জানা ৷

নির্বাচিত 16 জন: অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, অভিষেক রামন, অর্ণব নন্দী, ঋত্বিক রায় চৌধুরি, ঈশান পোড়েল, শাহবাজ আহমেদ, সুদীপ ঘরামি, আকাশ দীপ, মুকেশ কুমার, কৌশিক ঘোষ, বি অমিত, অয়ন ভট্টাচার্য, কাজি জুনেদ সফি ।

Intro:অশোক দিন্দার নাম নির্বাচনী বৈঠকে আলোচনায় ওঠেনি।সিএবির যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া বলছেন বাংলা দলের দৃষ্টিভঙ্গি কে মর্যাদা দিয়ে অশোক দিন্দার নাম নির্বাচকরা বিবেচনা করেননি।
বিতর্কিত বঙ্গ পেসারের নাম আসন্ন গুজরাট ম্যাচের দল নির্বাচনী সভায় উত্থাপিত না হওয়ার দিনে বাদের খাড়া নামল সুদীপ চ্যাটার্জির ওপর।ইডেনে তিন জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত আয়োজিত হবে বাংলা বনাম গুজরাটের ক্রিকেট যুদ্ধ। সেই ম্যাচে দলে রাখা হয়নি বাংলা দলের সহঅধিনায়ক সুদীপ চ্যাটার্জি কে।গত মরসুম থেকে অফ ফর্মে রয়েছেন বা হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান।অন্ধ্রপ্রদেশ ম্যাচের পরে কোচ অরুনলাল বলেছিলেন সুদীপের রান না পাওয়ার কারন তার জানা নেই।এর ফলে সহ অধিনায়ক ছাড়াই গুজরাটের বিরুদ্ধে নামবে বাংলা। সুদীপের বদলে দলে এলেনকাজি জুনেইদ সইফি।
নির্বাচিত 16জন: অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, অনুস্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, অভিষেক রামন,অর্নব নন্দী, ঋত্বিক রায় চৌধুরী, ইশান পোড়েল, শাহবাজ আহমেদ, সুদীপ ঘরামি,আকাশ দীপ,মুকেশ কুমার, কৌশিক ঘোষ,বি অমিত, অয়ন ভট্টাচার্য, কাজি জুনাইদ সইফি।
রঞ্জি ট্রফির প্রথম পাচে জায়গা করতে হলে ইডেনে অনুষ্ঠিত এই ম্যাচের গুরুত্ব রয়েছে।যা ইতিমধ্যে ক্রিকেটার দের বলেছেন অরুনলাল।গুজরাট এবার পার্থিব প্যাটেলের নেতৃত্বে যথেষ্ট শক্তিশালী।তার ওপর কোচ সাইরাজ বাহুতুলে।যার কোচিং এ বাংলা গত মরসুম পর্যন্ত খেলেছে।ফলে বাংলা বনাম গুজরাট ম্যাচ টি বদলার ও বদলের ম্যাচও বটে।


Body:বাংলা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.