কলকাতা, 9 মে : আসন্ন বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে চার নম্বরে ব্যাট করতে দেখতে চান তাঁর শৈশবের কোচ কেশব ব্যানার্জি। ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়কের ক্রিকেট প্রতিভার ঝলক তাঁর চোখেই পড়েছিল । বাকিটা ইতিহাস । আজ মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট অ্যাকাডেমির কলকাতা শাখার কাজে এসেছিলেন । নতুন প্রতিভার অন্বেষণ, তাদের পরিস্ফূটনে কীভাবে অ্যাকাডেমি কাজ করবে তা মেলে ধরেন ।
37 বছর বয়সে মহেন্দ্র সিং ধোনি আজও ফিটনেসের শীর্ষে । যা পাল্লা দিতে পারে হার্দিক পান্ডিয়ার মত তরুণদেরও । তাই অনেকে মাহির অবসর নিয়ে মৃদু গুঞ্জন তুললেও তা মাছি তাড়ানোর ভঙ্গিতে বাইরে ফেললেন কেশব । তাঁর মতে ক্রিকেট মাঠের ধকল বিশেষ করে আর্ন্তজাতিক ক্রিকেটের ধকল সামলানোর ক্ষমতা মাহির রয়েছে । তাই অবসর নিয়ে পূর্বাভাস দেওয়ার কাজটা ধোনি স্বয়ংই করতে পারবেন । চলতি IPL-এ কোমরের চোটে অল্প হলেও কাবু হতে দেখা গেছে ধোনিকে । যা তাঁর বিশ্বকাপে খেলায় প্রভাব ফেলতে পারে বলে অনেকেই শঙ্কিত । কেশব ব্যানার্জি বলছেন, বিশ্বকাপে সম্পূর্ণ ফিট ধোনিকেই পাওয়া যাবে ।
তিন ধরনের ক্রিকেটের ধকল ক্রিকেট জীবন দীর্ঘায়িত করার অন্তরায় হতে পারে বুঝতে পেরে ধোনি পাঁচদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন তিনি । ফিটনেসে যাতে ঘাটতি না পড়ে সেজন্য ঝাড়খণ্ডে আসলেই স্টেডিয়ামে দুবেলা প্র্যাকটিস করেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক । ক্ষিপ্রতা বজায় রাখতে, দৃষ্টি ও মনসংযোগ ঠিক রাখতে নিয়মিত বিলিয়ার্ডস খেলেন । ব্যাডমিন্টন কোর্টেও ধোনি নিয়মিত ।
ঠান্ডা মাথার ধোনিকে চার নম্বরে নামানোর পক্ষে কেশব ব্যানার্জি যে মত দিয়েছেন তার যুক্তিও শক্তপোক্ত । বেশি বল খেলার সুযোগ পেলে তারকা ছাত্র যে আজও একই রকম পারদর্শী তা নিয়ে সন্দেহ নেই কেশব স্যারের । বরং তাঁর আশঙ্কা লোয়ার অর্ডারে ব্যাট করতে নামলে পরিস্থিতির চাপে ঝুঁকি নিতে বাধ্য হবেন ধোনি । ফলে ব্যর্থতার আশঙ্কা বাড়বে । তারসঙ্গেই জল্পনা বাড়বে ধোনির অবসরের ।