ETV Bharat / sports

ধোনিকে চারনম্বরে দেখতে চান প্রাক্তন কোচ

বেশি খেলার সুযোগ পেলে ধোনি এখনও আগের মতই পারদর্শী। তাই বিশ্বকাপে ধোনিকে চার নম্বরেই দেখতে চান তাঁর শৈশবের কোচ।

dhoni
author img

By

Published : May 9, 2019, 10:40 PM IST

কলকাতা, 9 মে : আসন্ন বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে চার নম্বরে ব্যাট করতে দেখতে চান তাঁর শৈশবের কোচ কেশব ব্যানার্জি। ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়কের ক্রিকেট প্রতিভার ঝলক তাঁর চোখেই পড়েছিল । বাকিটা ইতিহাস । আজ মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট অ্যাকাডেমির কলকাতা শাখার কাজে এসেছিলেন । নতুন প্রতিভার অন্বেষণ, তাদের পরিস্ফূটনে কীভাবে অ্যাকাডেমি কাজ করবে তা মেলে ধরেন ।

শুনুন কেশব ব্যানার্জির বক্তব্য

37 বছর বয়সে মহেন্দ্র সিং ধোনি আজও ফিটনেসের শীর্ষে । যা পাল্লা দিতে পারে হার্দিক পান্ডিয়ার মত তরুণদেরও । তাই অনেকে মাহির অবসর নিয়ে মৃদু গুঞ্জন তুললেও তা মাছি তাড়ানোর ভঙ্গিতে বাইরে ফেললেন কেশব । তাঁর মতে ক্রিকেট মাঠের ধকল বিশেষ করে আর্ন্তজাতিক ক্রিকেটের ধকল সামলানোর ক্ষমতা মাহির রয়েছে । তাই অবসর নিয়ে পূর্বাভাস দেওয়ার কাজটা ধোনি স্বয়ংই করতে পারবেন । চলতি IPL-এ কোমরের চোটে অল্প হলেও কাবু হতে দেখা গেছে ধোনিকে । যা তাঁর বিশ্বকাপে খেলায় প্রভাব ফেলতে পারে বলে অনেকেই শঙ্কিত । কেশব ব্যানার্জি বলছেন, বিশ্বকাপে সম্পূর্ণ ফিট ধোনিকেই পাওয়া যাবে ।

তিন ধরনের ক্রিকেটের ধকল ক্রিকেট জীবন দীর্ঘায়িত করার অন্তরায় হতে পারে বুঝতে পেরে ধোনি পাঁচদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন তিনি । ফিটনেসে যাতে ঘাটতি না পড়ে সেজন্য ঝাড়খণ্ডে আসলেই স্টেডিয়ামে দুবেলা প্র্যাকটিস করেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক । ক্ষিপ্রতা বজায় রাখতে, দৃষ্টি ও মনসংযোগ ঠিক রাখতে নিয়মিত বিলিয়ার্ডস খেলেন । ব্যাডমিন্টন কোর্টেও ধোনি নিয়মিত ।

ঠান্ডা মাথার ধোনিকে চার নম্বরে নামানোর পক্ষে কেশব ব্যানার্জি যে মত দিয়েছেন তার যুক্তিও শক্তপোক্ত । বেশি বল খেলার সুযোগ পেলে তারকা ছাত্র যে আজও একই রকম পারদর্শী তা নিয়ে সন্দেহ নেই কেশব স্যারের । বরং তাঁর আশঙ্কা লোয়ার অর্ডারে ব্যাট করতে নামলে পরিস্থিতির চাপে ঝুঁকি নিতে বাধ্য হবেন ধোনি । ফলে ব্যর্থতার আশঙ্কা বাড়বে । তারসঙ্গেই জল্পনা বাড়বে ধোনির অবসরের ।

কলকাতা, 9 মে : আসন্ন বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে চার নম্বরে ব্যাট করতে দেখতে চান তাঁর শৈশবের কোচ কেশব ব্যানার্জি। ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়কের ক্রিকেট প্রতিভার ঝলক তাঁর চোখেই পড়েছিল । বাকিটা ইতিহাস । আজ মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট অ্যাকাডেমির কলকাতা শাখার কাজে এসেছিলেন । নতুন প্রতিভার অন্বেষণ, তাদের পরিস্ফূটনে কীভাবে অ্যাকাডেমি কাজ করবে তা মেলে ধরেন ।

শুনুন কেশব ব্যানার্জির বক্তব্য

37 বছর বয়সে মহেন্দ্র সিং ধোনি আজও ফিটনেসের শীর্ষে । যা পাল্লা দিতে পারে হার্দিক পান্ডিয়ার মত তরুণদেরও । তাই অনেকে মাহির অবসর নিয়ে মৃদু গুঞ্জন তুললেও তা মাছি তাড়ানোর ভঙ্গিতে বাইরে ফেললেন কেশব । তাঁর মতে ক্রিকেট মাঠের ধকল বিশেষ করে আর্ন্তজাতিক ক্রিকেটের ধকল সামলানোর ক্ষমতা মাহির রয়েছে । তাই অবসর নিয়ে পূর্বাভাস দেওয়ার কাজটা ধোনি স্বয়ংই করতে পারবেন । চলতি IPL-এ কোমরের চোটে অল্প হলেও কাবু হতে দেখা গেছে ধোনিকে । যা তাঁর বিশ্বকাপে খেলায় প্রভাব ফেলতে পারে বলে অনেকেই শঙ্কিত । কেশব ব্যানার্জি বলছেন, বিশ্বকাপে সম্পূর্ণ ফিট ধোনিকেই পাওয়া যাবে ।

তিন ধরনের ক্রিকেটের ধকল ক্রিকেট জীবন দীর্ঘায়িত করার অন্তরায় হতে পারে বুঝতে পেরে ধোনি পাঁচদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন তিনি । ফিটনেসে যাতে ঘাটতি না পড়ে সেজন্য ঝাড়খণ্ডে আসলেই স্টেডিয়ামে দুবেলা প্র্যাকটিস করেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক । ক্ষিপ্রতা বজায় রাখতে, দৃষ্টি ও মনসংযোগ ঠিক রাখতে নিয়মিত বিলিয়ার্ডস খেলেন । ব্যাডমিন্টন কোর্টেও ধোনি নিয়মিত ।

ঠান্ডা মাথার ধোনিকে চার নম্বরে নামানোর পক্ষে কেশব ব্যানার্জি যে মত দিয়েছেন তার যুক্তিও শক্তপোক্ত । বেশি বল খেলার সুযোগ পেলে তারকা ছাত্র যে আজও একই রকম পারদর্শী তা নিয়ে সন্দেহ নেই কেশব স্যারের । বরং তাঁর আশঙ্কা লোয়ার অর্ডারে ব্যাট করতে নামলে পরিস্থিতির চাপে ঝুঁকি নিতে বাধ্য হবেন ধোনি । ফলে ব্যর্থতার আশঙ্কা বাড়বে । তারসঙ্গেই জল্পনা বাড়বে ধোনির অবসরের ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.