ETV Bharat / sports

2007-2013-র মধ্যে নিজেকে পালটেছিলেন ধোনি : ইরফান - ইরফান পাঠান

2007 থেকে 2013-র মধ্যে ধোনি নিজেকে অধিনায়ক হিসেবে পরিবর্তন করেছিলেন । বোলারদের উপর ভরসা করতে শিখেছিলেন বলে মনে করেন ইরফান পাঠান ।

Irfan pathan on dhoni
ধোনিকে নিয়ে যা বললেন ইরফান পাঠান
author img

By

Published : Jun 28, 2020, 6:14 PM IST

দিল্লি, 28 জুন : কেরিয়ারের শুরুর দিকে ধোনি অধিনায়ক হিসেবে বোলারদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করত । কিন্তু পরে বোলারদের উপর ভরসা করতে শিখেছিল । 2007 থেকে 2013-র মধ্যে ধোনি নিজে শান্ত এবং পরিপূর্ণ অধিনায়ক হয়ে উঠেছিল । বললেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ইরফান পাঠান ।

ধোনির নেতৃত্বে টি-20 বিশ্বকাপ জয়ী দল এবং 2013-র চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলেছেন ইরফান । এই ছ'বছরে অধিনায়ক হিসেবে ধোনি বহু দিক থেকে নিজেকে পালটেছেন বলে মনে করেন পাঠান । একটি টিভি শোয়ে তিনি বলেন, “2007-এ যখন ধোনি ভারতীয় দলের অধিনায়ক হন তখন তাঁর কাঁধে গুরু দায়িত্ব ছিল । এত বড় দলকে পরিচালনা করতে গেলে সবার মধ্যে উত্তেজনা কাজ করে । টিম মিটিং সেই সময় পাঁচ মিনিটের হত ।” 2007 সালে যখন ধোনি ভারতীয় দলের অধিনায়ক হন তখন তাঁঁর আচরণ কেমন ছিল ? এই প্রসঙ্গে পাঠান বলেন, “ওই সময় ধোনি উইকেট কিপিং করতে করতে মাঝেমধ্যে বোলিং এন্ড পর্যন্ত ছুটে আসত বোলারদের নিয়ন্ত্রণ করার জন্য । কিন্তু 2013 সালে ও পুরোটা বোলারদের উপর ছেড়ে দিত । খুব শান্ত ছিল এবং নিজেকে নিয়ন্ত্রণ করত ।”

গত বছর বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দেশের হয়ে কোনও ম্যাচ খেলেননি ধোনি । 2007 থেকে 2016 পর্যন্ত এক দিবসীয় দলের নেতৃত্বে ছিলেন । অন্যদিকে 2008 থেকে 2014 পর্যন্ত টেস্টে অধিনায়কত্ব করেছেন । ধোনি একমাত্র ক্রিকেটার যিনি ICC-র সমস্ত ট্রফি জিতেছেন । 2007 সালে তাঁঁর নেতৃত্বে ভারত টি-20 বিশ্বকাপ জেতে । 2010 এবং 2016 সালে এশিয়া কাপ জেতে । 2011-তে বিশ্বকাপ এবং 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলেন অধিনায়ক ধোনি । ইরফান বলেন, “2013 থেকে ধোনি স্পিনারদের ব্যবহার করতে শেখেন । কঠিন পরিস্থিতিতে স্পিনারদের দিয়ে ম্যাচ বের করে নিয়ে আসতেন । 2007 থেকে 2013-র মধ্যে স্লো বোলারদের উপর ভরসা করতে শিখেছিলেন । চ্যাম্পিয়নস ট্রফির সময় বুঝেছিল কঠিন পরিস্থিতিতে স্পিনাররা ওর বড় ভরসা ।”

দিল্লি, 28 জুন : কেরিয়ারের শুরুর দিকে ধোনি অধিনায়ক হিসেবে বোলারদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করত । কিন্তু পরে বোলারদের উপর ভরসা করতে শিখেছিল । 2007 থেকে 2013-র মধ্যে ধোনি নিজে শান্ত এবং পরিপূর্ণ অধিনায়ক হয়ে উঠেছিল । বললেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ইরফান পাঠান ।

ধোনির নেতৃত্বে টি-20 বিশ্বকাপ জয়ী দল এবং 2013-র চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলেছেন ইরফান । এই ছ'বছরে অধিনায়ক হিসেবে ধোনি বহু দিক থেকে নিজেকে পালটেছেন বলে মনে করেন পাঠান । একটি টিভি শোয়ে তিনি বলেন, “2007-এ যখন ধোনি ভারতীয় দলের অধিনায়ক হন তখন তাঁর কাঁধে গুরু দায়িত্ব ছিল । এত বড় দলকে পরিচালনা করতে গেলে সবার মধ্যে উত্তেজনা কাজ করে । টিম মিটিং সেই সময় পাঁচ মিনিটের হত ।” 2007 সালে যখন ধোনি ভারতীয় দলের অধিনায়ক হন তখন তাঁঁর আচরণ কেমন ছিল ? এই প্রসঙ্গে পাঠান বলেন, “ওই সময় ধোনি উইকেট কিপিং করতে করতে মাঝেমধ্যে বোলিং এন্ড পর্যন্ত ছুটে আসত বোলারদের নিয়ন্ত্রণ করার জন্য । কিন্তু 2013 সালে ও পুরোটা বোলারদের উপর ছেড়ে দিত । খুব শান্ত ছিল এবং নিজেকে নিয়ন্ত্রণ করত ।”

গত বছর বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দেশের হয়ে কোনও ম্যাচ খেলেননি ধোনি । 2007 থেকে 2016 পর্যন্ত এক দিবসীয় দলের নেতৃত্বে ছিলেন । অন্যদিকে 2008 থেকে 2014 পর্যন্ত টেস্টে অধিনায়কত্ব করেছেন । ধোনি একমাত্র ক্রিকেটার যিনি ICC-র সমস্ত ট্রফি জিতেছেন । 2007 সালে তাঁঁর নেতৃত্বে ভারত টি-20 বিশ্বকাপ জেতে । 2010 এবং 2016 সালে এশিয়া কাপ জেতে । 2011-তে বিশ্বকাপ এবং 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলেন অধিনায়ক ধোনি । ইরফান বলেন, “2013 থেকে ধোনি স্পিনারদের ব্যবহার করতে শেখেন । কঠিন পরিস্থিতিতে স্পিনারদের দিয়ে ম্যাচ বের করে নিয়ে আসতেন । 2007 থেকে 2013-র মধ্যে স্লো বোলারদের উপর ভরসা করতে শিখেছিলেন । চ্যাম্পিয়নস ট্রফির সময় বুঝেছিল কঠিন পরিস্থিতিতে স্পিনাররা ওর বড় ভরসা ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.