ETV Bharat / sports

মুসৌরির বরফে মেয়ের সঙ্গে খেলায় মত্ত ধোনি - dhoni playing with daughter zive

মুসৌরিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাছেন মহেন্দ্র সিং ধোনি ৷ সেখানেই মেয়ের সঙ্গে বরফের গোলা বানিয়ে খেলতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ৷

image
ধোনি
author img

By

Published : Jan 9, 2020, 4:59 PM IST

মুসৌরি, 9 জানুয়ারি : আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন অনেকদিন ৷ 2019 বিশ্বকাপের সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক আঙিনায় মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি ৷ তবে ক্রিকেট মাঠে না দেখা গেলেও মেয়ে জ়িভার সঙ্গে বরফের গোলা বানিয়ে খেলতে দেখা গেল তাঁকে ৷

বর্তমানে উত্তরাখণ্ডের মুসৌরিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাছেন ধোনি ৷ সেখানেই বরফের গোলা বানিয়ে খেলতে দেখা গেল ধোনি ও জ়িভাকে ৷ এর আগেও একটি ভিডিয়ো পোষ্ট করেছিলেন ধোনি ৷ যেখানে দেখা গিয়েছিল মেয়ের সঙ্গে গিটার বাজিয়ে গান করছেন ৷ এরপর এই বরফ নিয়ে খেলার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করলেন ৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘স্নো ব্রিং আউট দা বেস্ট আউট অফ হার ৷"

জ়িভার সঙ্গে বরফ নিয়ে খেলায় মত্ত ধোনি


ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ 2007-এর প্রথম টি-20 বিশ্বকাপ ও 2011 সালে জিতেছেন একদিনের বিশ্বকাপ ৷ 2019 বিশ্বকাপের পর যদিও একদিনের ক্রিকেটে তাঁকে আর দেখা যায়নি ৷ আর তা নিয়েই শুরু হয় জল্পনা, তাহলে কী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ধোনি ? সেই প্রশ্নেও রয়ে গেছে ধোঁয়াশা রেখেই নিজের মতোই আছেন ক্যাপ্টেন কুল ৷

মুসৌরি, 9 জানুয়ারি : আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন অনেকদিন ৷ 2019 বিশ্বকাপের সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক আঙিনায় মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি ৷ তবে ক্রিকেট মাঠে না দেখা গেলেও মেয়ে জ়িভার সঙ্গে বরফের গোলা বানিয়ে খেলতে দেখা গেল তাঁকে ৷

বর্তমানে উত্তরাখণ্ডের মুসৌরিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাছেন ধোনি ৷ সেখানেই বরফের গোলা বানিয়ে খেলতে দেখা গেল ধোনি ও জ়িভাকে ৷ এর আগেও একটি ভিডিয়ো পোষ্ট করেছিলেন ধোনি ৷ যেখানে দেখা গিয়েছিল মেয়ের সঙ্গে গিটার বাজিয়ে গান করছেন ৷ এরপর এই বরফ নিয়ে খেলার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করলেন ৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘স্নো ব্রিং আউট দা বেস্ট আউট অফ হার ৷"

জ়িভার সঙ্গে বরফ নিয়ে খেলায় মত্ত ধোনি


ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ 2007-এর প্রথম টি-20 বিশ্বকাপ ও 2011 সালে জিতেছেন একদিনের বিশ্বকাপ ৷ 2019 বিশ্বকাপের পর যদিও একদিনের ক্রিকেটে তাঁকে আর দেখা যায়নি ৷ আর তা নিয়েই শুরু হয় জল্পনা, তাহলে কী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ধোনি ? সেই প্রশ্নেও রয়ে গেছে ধোঁয়াশা রেখেই নিজের মতোই আছেন ক্যাপ্টেন কুল ৷

Shimla (Himachal Pradesh), Jan 09 (ANI): Queen of Hills, Shimla is covered with layer of beautiful white snow. Rooftops, trees, cars, roads are covered with snow. In eight districts of the state, snow ranging between one to five feet had accumulated at different locations till yesterday. Shimla looked breathtaking in the cold weather. Temperature has dipped down several degrees in the 'Queen of Hills'. Temperature here is recorded at -2C. Normal lives also got affected and roads are blocked in the hilly region.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.