ETV Bharat / sports

রাহুল-শ্রেয়সের 421, বাকিদের 423 - india found their middle order ready

লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার দু’জনে মিলে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ে করেছেন 421 রান ৷ যেখানে বাকি ভারতীয় ক্রিকেটাররা মিলিয়ে করেছেন 423 রান ৷ এই দু’জনের ব্যাটে ভারতের দীর্ঘদিনের চার নম্বরের সমস্যা সমাধানের ইঙ্গিত ৷

image
রাহুল ও শ্রেয়স
author img

By

Published : Feb 12, 2020, 2:45 PM IST

মাউন্ট মঙ্গেনুই, 12 ফেব্রুয়ারি : টিম ইন্ডিয়ায় মিডল অর্ডারে একাধিক বড় নাম খেলে গেছেন ৷ এক সময় ভারতের মিডল অর্ডারে রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররা খেলেছেন ৷ কিন্তু তারপরে ভারতের মিডল অর্ডারে বড় শূন্যস্থান তৈরি হয়েছে ৷ বিশ্বকাপের আগে থেকেই চার নম্বর স্থান নিয়ে বিস্তর কাটা-ছেঁড়া হয়েছে ৷ শেষ কয়েক বছরে ভারতের মিডল অর্ডার যেন ল্যাবরেট্যারিতে পরিণত হয়েগিয়েছিল ৷ অনেক ক্রিকেটারকে পরীক্ষা করা হয়েছে ৷ সুযোগ দেওয়া হয়েছে অনেককে ৷ কাঙ্খিত ফল পাওয়া যাচ্ছিল না ৷ কিন্তু এই নিউজ়িল্যান্ড সিরিজ় ভারতের মিডল অর্ডারের প্রত্যাশা কিছুটা পূরণ করেছে ৷

রোহিত শর্মা ও শিখর ধাওয়ান চোট পেয়ে ছিটকে যাওয়ায় মঞ্চটা তৈরি হয়েগিয়েছিল ৷ নিয়মিত টপ অর্ডারের পরিবর্তন হওয়ায় চাপ বাড়ে ভারতীয় মিডল অর্ডারে ৷

কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের প্রত্যেকটি ম্যাচেই ব্যর্থ হয়েছে ভারতের টপ অর্ডার ৷ নতুন ওপেনিং জুটি পৃথ্বী শ ও ময়ঙ্ক আগরওয়ালের জুটি ভারতের ইনিংসের ভিত গড়তে পারেননি ৷ এমনকী অধিনায়ক বিরাট কোহলিও চূড়ান্ত ব্যর্থ ৷ 3 ম্যাচে করেছেন মাত্র 75 রান ৷ অধিনায়ক হিসাবে দ্বিপাক্ষিক সিরিজ়ে এটাই বিরাটের সবথেকে খারাপ ব্যাটিং ৷

এখানেই মিডল অর্ডারে দুরন্ত পারফরম্যন্স শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের ৷ সিরিজ়ের সর্বোচ্চ 217 রান করেন শ্রেয়স ৷ দ্বিতীয় স্থানে আছেন লোকেশ রাহুল ৷ তিনি করেন 202 রান ৷ রাহুল করেছেন একটি শতরান ও একটি অর্ধশতরান ৷ অন্যদিকে শ্রেয়স করেছেন একটি শতরান ও দুটি অর্ধশতরান ৷

2016 সালের এপ্রিল মাস থেকে মোট 13 জন ক্রিকেটার ভারতের মিডল অর্ডারের চার নম্বর পজিশনে খেলেছেন ৷ 91টি ইনিংসে তাঁদের সম্মিলিত গড় 35.14 ৷ তাঁদের নামে আছে তিনটি শতরান ও 13টি অর্ধশতরান ৷ শ্রেয়স চার নম্বরে 8টি ইনিংসে করেছেন একটি শতরান ও 4টি অর্ধশতরান ৷ তাঁর ব্যাটিং গড় 56.85 ৷

এমনকী 2007 সালের পর এটাই প্রথম চার নম্বর ও পাঁচ নম্বরে নেমে এই ভারতীয় জুটি দু’বার 100 রানের পার্টনারশিপ গড়লেন ৷ এই সিরিজ়ে শ্রেয়স ও রাহুল মিলিয়ে 421 রান করেছেন ৷ যেখানে বাকি ভারতীয় ব্যাটসম্যান মিলিয়ে করেছেন 423 রান ৷ কিউয়িদের বিরুদ্ধে এহেন ব্যাটিং পারফরম্যন্সের পর বলাই যায় ভারতের চার নম্বরের শূন্যস্থান এবার পূরণ হল ৷

মাউন্ট মঙ্গেনুই, 12 ফেব্রুয়ারি : টিম ইন্ডিয়ায় মিডল অর্ডারে একাধিক বড় নাম খেলে গেছেন ৷ এক সময় ভারতের মিডল অর্ডারে রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররা খেলেছেন ৷ কিন্তু তারপরে ভারতের মিডল অর্ডারে বড় শূন্যস্থান তৈরি হয়েছে ৷ বিশ্বকাপের আগে থেকেই চার নম্বর স্থান নিয়ে বিস্তর কাটা-ছেঁড়া হয়েছে ৷ শেষ কয়েক বছরে ভারতের মিডল অর্ডার যেন ল্যাবরেট্যারিতে পরিণত হয়েগিয়েছিল ৷ অনেক ক্রিকেটারকে পরীক্ষা করা হয়েছে ৷ সুযোগ দেওয়া হয়েছে অনেককে ৷ কাঙ্খিত ফল পাওয়া যাচ্ছিল না ৷ কিন্তু এই নিউজ়িল্যান্ড সিরিজ় ভারতের মিডল অর্ডারের প্রত্যাশা কিছুটা পূরণ করেছে ৷

রোহিত শর্মা ও শিখর ধাওয়ান চোট পেয়ে ছিটকে যাওয়ায় মঞ্চটা তৈরি হয়েগিয়েছিল ৷ নিয়মিত টপ অর্ডারের পরিবর্তন হওয়ায় চাপ বাড়ে ভারতীয় মিডল অর্ডারে ৷

কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের প্রত্যেকটি ম্যাচেই ব্যর্থ হয়েছে ভারতের টপ অর্ডার ৷ নতুন ওপেনিং জুটি পৃথ্বী শ ও ময়ঙ্ক আগরওয়ালের জুটি ভারতের ইনিংসের ভিত গড়তে পারেননি ৷ এমনকী অধিনায়ক বিরাট কোহলিও চূড়ান্ত ব্যর্থ ৷ 3 ম্যাচে করেছেন মাত্র 75 রান ৷ অধিনায়ক হিসাবে দ্বিপাক্ষিক সিরিজ়ে এটাই বিরাটের সবথেকে খারাপ ব্যাটিং ৷

এখানেই মিডল অর্ডারে দুরন্ত পারফরম্যন্স শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের ৷ সিরিজ়ের সর্বোচ্চ 217 রান করেন শ্রেয়স ৷ দ্বিতীয় স্থানে আছেন লোকেশ রাহুল ৷ তিনি করেন 202 রান ৷ রাহুল করেছেন একটি শতরান ও একটি অর্ধশতরান ৷ অন্যদিকে শ্রেয়স করেছেন একটি শতরান ও দুটি অর্ধশতরান ৷

2016 সালের এপ্রিল মাস থেকে মোট 13 জন ক্রিকেটার ভারতের মিডল অর্ডারের চার নম্বর পজিশনে খেলেছেন ৷ 91টি ইনিংসে তাঁদের সম্মিলিত গড় 35.14 ৷ তাঁদের নামে আছে তিনটি শতরান ও 13টি অর্ধশতরান ৷ শ্রেয়স চার নম্বরে 8টি ইনিংসে করেছেন একটি শতরান ও 4টি অর্ধশতরান ৷ তাঁর ব্যাটিং গড় 56.85 ৷

এমনকী 2007 সালের পর এটাই প্রথম চার নম্বর ও পাঁচ নম্বরে নেমে এই ভারতীয় জুটি দু’বার 100 রানের পার্টনারশিপ গড়লেন ৷ এই সিরিজ়ে শ্রেয়স ও রাহুল মিলিয়ে 421 রান করেছেন ৷ যেখানে বাকি ভারতীয় ব্যাটসম্যান মিলিয়ে করেছেন 423 রান ৷ কিউয়িদের বিরুদ্ধে এহেন ব্যাটিং পারফরম্যন্সের পর বলাই যায় ভারতের চার নম্বরের শূন্যস্থান এবার পূরণ হল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.