ETV Bharat / sports

আজ প্রথম জয়ের খোঁজে ওয়ার্নারের হায়দরাবাদ, সামনে দমদার দিল্লি - দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ

ওয়ার্নার, উইলিয়ামসনদের মাথাব্যথার কারণ দিল্লির প্রোটিয়া পেস জুটি কাগিসো রাবাদা ও অ্যনরিখ নর্জে ।

H
H
author img

By

Published : Sep 29, 2020, 7:01 AM IST

আবু ধাবি, 29 সেপ্টেম্বর : একটা দলের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা বজায় রাখা । অন্য দলটির প্রথম জয়ের খোঁজে মরিয়া । কথা হচ্ছে IPL- এ মঙ্গলবারের দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ নিয়ে । দু'টি দলের কাছেই জয় গুরুত্বপূর্ণ । তবে টুর্নামেন্টে দু'টি দলের পরিস্থিতি একেবারে উলটো ।

চলতি IPL- এ একমাত্র সানরাইজার্স হায়দরাবাদ এখনও জয়ের মুখ দেখেনি । কিন্তু, মঙ্গলবার তাদের প্রতিপক্ষ দু'টি ম্যাচ জয়ী আত্মবিশ্বাসে ভরপুর ও তারুণ্যে ভরা টিম দিল্লি ক্যাপিটালস । দুটি ম্যাচেই ওয়ার্নারদের ভুগিয়েছে নড়বড়ে মিডল অর্ডার । মণীশ পাণ্ডে ফর্মে থাকলেও প্রিয়ম গর্গ, বিরাট সিংদের মতো তরুণরা দায়িত্ব নিতে ব্যর্থ । KKR এর বিরুদ্ধে ঋদ্ধিমান সাহার মন্থর ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছে । তবে মঙ্গলবার আবু ধাবিতে নামতে পারেন কেন উইলিয়ামসন । অভিজ্ঞ কিউই ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি অধিনয়ক ডেভিড ওয়ার্নারের মুখে হাসি ফোটাবে । তবে জিততে হলে ওয়ার্নার, বেয়ারস্টো ছাড়াও বাকিদের ব্যাটে রান আসা প্রয়োজন ।

ওয়ার্নার, উইলিয়ামসনদের মাথাব্যথার কারণ দিল্লির প্রোটিয়া পেস জুটি কাগিসো রাবাদা ও অ্যনরিখ নর্জে । চেন্নাইয়ের বিরুদ্ধে দু'জনে মিলে পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন । এছাড়া রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতিতে অক্ষর পটেল, অমিত মিশ্রারা স্পিনের ভেলকি দেখিয়েছেন । কালকের ম্যাচে না হলেও চোট সারিয়ে খুব তাড়াতাড়ি ফিরবেন অশ্বিন । বোলিং বিভাগের মতো রাজধানীর দলটির ব্যাটিং বিভাগও শক্তিশালী । শ্রেয়াস, পৃথ্বী, ধাওয়ান, পন্থ - সকলেই ফর্মে রয়েছেন । ম্যাচের সূচনায় অভিজ্ঞ শিখর ধাওয়ানের সঙ্গে থাকবেন পৃথ্বী । মার্কাস স্টইনিসও ছন্দে রয়েছেন ।

চোটগ্রস্ত মিচেল মার্শের পরিবর্তে গত ম্যাচে আফগানিস্তানের স্পিন অলরাউন্ডার মহম্মদ নবীকে নামিয়েছিল হায়দরাবাদ । যদিও দিল্লির বিরুদ্ধে হয়ত তাঁকে পাওয়া যাবে না ।

আবু ধাবি, 29 সেপ্টেম্বর : একটা দলের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা বজায় রাখা । অন্য দলটির প্রথম জয়ের খোঁজে মরিয়া । কথা হচ্ছে IPL- এ মঙ্গলবারের দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ নিয়ে । দু'টি দলের কাছেই জয় গুরুত্বপূর্ণ । তবে টুর্নামেন্টে দু'টি দলের পরিস্থিতি একেবারে উলটো ।

চলতি IPL- এ একমাত্র সানরাইজার্স হায়দরাবাদ এখনও জয়ের মুখ দেখেনি । কিন্তু, মঙ্গলবার তাদের প্রতিপক্ষ দু'টি ম্যাচ জয়ী আত্মবিশ্বাসে ভরপুর ও তারুণ্যে ভরা টিম দিল্লি ক্যাপিটালস । দুটি ম্যাচেই ওয়ার্নারদের ভুগিয়েছে নড়বড়ে মিডল অর্ডার । মণীশ পাণ্ডে ফর্মে থাকলেও প্রিয়ম গর্গ, বিরাট সিংদের মতো তরুণরা দায়িত্ব নিতে ব্যর্থ । KKR এর বিরুদ্ধে ঋদ্ধিমান সাহার মন্থর ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছে । তবে মঙ্গলবার আবু ধাবিতে নামতে পারেন কেন উইলিয়ামসন । অভিজ্ঞ কিউই ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি অধিনয়ক ডেভিড ওয়ার্নারের মুখে হাসি ফোটাবে । তবে জিততে হলে ওয়ার্নার, বেয়ারস্টো ছাড়াও বাকিদের ব্যাটে রান আসা প্রয়োজন ।

ওয়ার্নার, উইলিয়ামসনদের মাথাব্যথার কারণ দিল্লির প্রোটিয়া পেস জুটি কাগিসো রাবাদা ও অ্যনরিখ নর্জে । চেন্নাইয়ের বিরুদ্ধে দু'জনে মিলে পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন । এছাড়া রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতিতে অক্ষর পটেল, অমিত মিশ্রারা স্পিনের ভেলকি দেখিয়েছেন । কালকের ম্যাচে না হলেও চোট সারিয়ে খুব তাড়াতাড়ি ফিরবেন অশ্বিন । বোলিং বিভাগের মতো রাজধানীর দলটির ব্যাটিং বিভাগও শক্তিশালী । শ্রেয়াস, পৃথ্বী, ধাওয়ান, পন্থ - সকলেই ফর্মে রয়েছেন । ম্যাচের সূচনায় অভিজ্ঞ শিখর ধাওয়ানের সঙ্গে থাকবেন পৃথ্বী । মার্কাস স্টইনিসও ছন্দে রয়েছেন ।

চোটগ্রস্ত মিচেল মার্শের পরিবর্তে গত ম্যাচে আফগানিস্তানের স্পিন অলরাউন্ডার মহম্মদ নবীকে নামিয়েছিল হায়দরাবাদ । যদিও দিল্লির বিরুদ্ধে হয়ত তাঁকে পাওয়া যাবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.