ETV Bharat / sports

অভিষেকেই জাত চিনিয়েছে গিল, সিরাজ : রাহানে

দুই ইনিংস মিলিয়ে মেলবোর্নে 5টি উইকেট পকেটে পুরেছে মহম্মদ সিরাজ ।

Rahane
Rahane
author img

By

Published : Dec 29, 2020, 2:55 PM IST

মেলবোর্ন, 29 ডিসেম্বর : প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করা সত্ত্বেও অ্যাডিলেড টেস্টে সুযোগ হয়নি শুভমন গিলের । দিন রাতের টেস্টে শিকে ছেড়েনি মহম্মদ সিরাজেরও । তবে মেলবোর্ন টেস্টে অভিষেক হতেই জাত চিনিয়েছেন এই দুই তরুণ । বক্সিং ডে টেস্ট জয়ের পর এই দুই তরুণের ঢালাও প্রশংসা শোনা গেল অধিনায়ক অজিঙ্ক রাহানের গলায়।

বাবার মৃত্যুর পরও দেশে ফিরে না গিয়ে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন । অস্ট্রেলিয়ার মাঠে বল হাতেও ছাপ ফেললেন সিরাজ । মেলবোর্নে অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে তুলেছেন পাঁচটি উইকেট । অন্যদিকে, কেন শুভমনকে ভারতীয় দলের ভবিষ্যৎ বলা হচ্ছে তা প্রমাণ করেছেন পঞ্জাবের ক্রিকেটার । এই দুইয়ের প্রশংসা করে রাহানে বলেছেন, "দল নিয়ে আমি গর্বিত । অভিষেককারী সিরাজ ও গিলকে ক্রেডিট দিতে চাই । অ্যাডিলেডে হারের পর যেভাবে ওরা খেলেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ । দ্বিতীয় ইনিংসে উমেশের চোট পাওয়ার পরের কথা বিশেষ করে বলব ।"

তিনি আরও বলেন, “প্রথম শ্রেণির ক্রিকেটে শুভমনের সাফল্য আমরা জানি । এই ম্যাচেও শট নেওয়ার ক্ষেত্রে একাগ্রতা ও ধৈর্য দেখিয়েছে । সিরাজ দেখিয়েছে যে ও শৃঙ্খলা নিয়ে বোলিং করতে পারে । একজন অভিষেককারীর পক্ষে এতটা শৃঙ্খলা নিয়ে বোলিং করা সত্যিই কঠিন । তবে আমি মনে করি প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে ।"

মেলবোর্ন, 29 ডিসেম্বর : প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করা সত্ত্বেও অ্যাডিলেড টেস্টে সুযোগ হয়নি শুভমন গিলের । দিন রাতের টেস্টে শিকে ছেড়েনি মহম্মদ সিরাজেরও । তবে মেলবোর্ন টেস্টে অভিষেক হতেই জাত চিনিয়েছেন এই দুই তরুণ । বক্সিং ডে টেস্ট জয়ের পর এই দুই তরুণের ঢালাও প্রশংসা শোনা গেল অধিনায়ক অজিঙ্ক রাহানের গলায়।

বাবার মৃত্যুর পরও দেশে ফিরে না গিয়ে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন । অস্ট্রেলিয়ার মাঠে বল হাতেও ছাপ ফেললেন সিরাজ । মেলবোর্নে অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে তুলেছেন পাঁচটি উইকেট । অন্যদিকে, কেন শুভমনকে ভারতীয় দলের ভবিষ্যৎ বলা হচ্ছে তা প্রমাণ করেছেন পঞ্জাবের ক্রিকেটার । এই দুইয়ের প্রশংসা করে রাহানে বলেছেন, "দল নিয়ে আমি গর্বিত । অভিষেককারী সিরাজ ও গিলকে ক্রেডিট দিতে চাই । অ্যাডিলেডে হারের পর যেভাবে ওরা খেলেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ । দ্বিতীয় ইনিংসে উমেশের চোট পাওয়ার পরের কথা বিশেষ করে বলব ।"

তিনি আরও বলেন, “প্রথম শ্রেণির ক্রিকেটে শুভমনের সাফল্য আমরা জানি । এই ম্যাচেও শট নেওয়ার ক্ষেত্রে একাগ্রতা ও ধৈর্য দেখিয়েছে । সিরাজ দেখিয়েছে যে ও শৃঙ্খলা নিয়ে বোলিং করতে পারে । একজন অভিষেককারীর পক্ষে এতটা শৃঙ্খলা নিয়ে বোলিং করা সত্যিই কঠিন । তবে আমি মনে করি প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.