ETV Bharat / sports

ICC-র প্রেসিডেন্ট পদে কাউকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানাল দক্ষিণ আফ্রিকা বোর্ড - ICC প্রেসিডেন্ট পদে সৌরভকে সমর্থন, স্মিথের মন্তব্যে অস্বস্তিতে প্রোটিয়া বোর্ড

বর্তমানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পদে রয়েছেন স্মিথ । তাই নিয়ম না মেনে প্রকাশ্যে সৌরভের নাম তুলে ধরায় ICC-র রোষানলে পড়ার আশঙ্কা করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ।

Sourav Ganguly
Sourav Ganguly
author img

By

Published : May 22, 2020, 6:36 PM IST

জোহানেসবার্গ, 22 মে: নিয়মের পরোয়া না করেই ICC-র প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম তুলে ধরেছেন গ্রেম স্মিথ । বোর্ডের ডিরেক্টর প্রোটোকল ভাঙায় বেজায় অস্বস্তিতে পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড । এক বিবৃতি জারি করে CSA জানিয়েছে, সমস্ত নিয়ম মেনেই প্রেসিডেন্ট পদে কাউকে সমর্থন করবে তারা ।

ICC চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়েছে । কোরোনার কারণে মেয়াদ হয়তো আরও দুমাস বাড়তে পারে । তারপরই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে বসবেন নতুন কেউ । আর সেই পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখতে চান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ । বর্তমানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পদে রয়েছেন তিনি । তাই প্রশাসক স্মিথ নিয়ম না মেনে প্রকাশ্যে সৌরভের নাম তুলে ধরায় ICC-র রোষানলে পড়ার আশঙ্কা করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড । পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় নেমে বোর্ডের প্রেসিডেন্ট ক্রিস নেনজানি এক বিবৃতি দিয়েছেন । সেখানে জানানো হয়েছে, "প্রেসিডেন্ট পদে কাকে সমর্থন করা হবে সে বিষয়ে ICC এবং নিজেদের বোর্ডের নিয়মকে সম্মান করা প্রয়োজন । এখনও পর্যন্ত আমরা কাউকে সমর্থন করার সিদ্ধান্ত নিইনি । যদি তেমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বোর্ড এই বিষয়ে সমস্ত প্রোটোকল মেনে চলবে ।"

খুব বেশিদিন হয়নি BCCI-এর প্রেসিডেন্ট পদে বসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । গোলাপি বলের টেস্ট আয়োজন থেকে ক্রিকেটের উন্নতির জন্য তাঁর করা পদক্ষেপ ইতিমধ্যেই বাহবা কুড়িয়েছে । তাই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে সৌরভকেই আদর্শ বলে মনে হয়েছে গ্রেম স্মিথের । কিন্তু প্রকাশ্যে এই নিয়ে তাঁর মন্তব্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে কিছুটা অস্বস্তিতেই ফেলে দিয়েছে ।

জোহানেসবার্গ, 22 মে: নিয়মের পরোয়া না করেই ICC-র প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম তুলে ধরেছেন গ্রেম স্মিথ । বোর্ডের ডিরেক্টর প্রোটোকল ভাঙায় বেজায় অস্বস্তিতে পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড । এক বিবৃতি জারি করে CSA জানিয়েছে, সমস্ত নিয়ম মেনেই প্রেসিডেন্ট পদে কাউকে সমর্থন করবে তারা ।

ICC চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়েছে । কোরোনার কারণে মেয়াদ হয়তো আরও দুমাস বাড়তে পারে । তারপরই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে বসবেন নতুন কেউ । আর সেই পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখতে চান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ । বর্তমানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পদে রয়েছেন তিনি । তাই প্রশাসক স্মিথ নিয়ম না মেনে প্রকাশ্যে সৌরভের নাম তুলে ধরায় ICC-র রোষানলে পড়ার আশঙ্কা করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড । পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় নেমে বোর্ডের প্রেসিডেন্ট ক্রিস নেনজানি এক বিবৃতি দিয়েছেন । সেখানে জানানো হয়েছে, "প্রেসিডেন্ট পদে কাকে সমর্থন করা হবে সে বিষয়ে ICC এবং নিজেদের বোর্ডের নিয়মকে সম্মান করা প্রয়োজন । এখনও পর্যন্ত আমরা কাউকে সমর্থন করার সিদ্ধান্ত নিইনি । যদি তেমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বোর্ড এই বিষয়ে সমস্ত প্রোটোকল মেনে চলবে ।"

খুব বেশিদিন হয়নি BCCI-এর প্রেসিডেন্ট পদে বসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । গোলাপি বলের টেস্ট আয়োজন থেকে ক্রিকেটের উন্নতির জন্য তাঁর করা পদক্ষেপ ইতিমধ্যেই বাহবা কুড়িয়েছে । তাই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে সৌরভকেই আদর্শ বলে মনে হয়েছে গ্রেম স্মিথের । কিন্তু প্রকাশ্যে এই নিয়ে তাঁর মন্তব্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে কিছুটা অস্বস্তিতেই ফেলে দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.