ETV Bharat / sports

বর্ণ বৈষম্য এড়াতে নতুন পরিকল্পনা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার

author img

By

Published : Jul 26, 2020, 2:07 AM IST

ব্ল্যাক লাইভ ম্যাটারকে এনগিডি সমর্থন করার পরই 30 জন প্রাক্তন ক্রিকেটার বর্ণ বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ৷ তাদের মধ্যে অন্যতম মাখায়া এনতিনি নিজের খেলোয়াড়ি জীবনে বর্ণ বৈষম্যের স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেন ৷

image
ক্রিস নেনজ়ামি

জোহানেসবার্গ, 25 জুলাই : ক্রিকেটে বর্ণ বৈষম্য রুখতে নতুন পরকল্পনা ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ প্রোটিয়াজ় বোলার লুঙ্গি এনগিডি বিশ্বব্যাপি চলা ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টকে সমর্থন করেছেন ৷ তারপরই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এই নতুন পরিকল্পনার ঘোষণা করে ৷

ব্ল্যাক লাইভ ম্যাটারকে এনগিডি সমর্থন করার পরই 30 জন প্রাক্তন ক্রিকেটার বর্ণ বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ৷ তাদের মধ্যে অন্যতম মাখায়া এনতিনি নিজের খেলোয়াড়ি জীবনে বর্ণ বৈষম্যের স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেন ৷

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হাসিম আমলা এনগিডিকে সমর্থন করেছেন ৷ ‘‘ ক্রিকেট অনুরাগীদের কথা, বৃহত্তর দক্ষিণ আফ্রিকার জনগণ এবং বিস্তৃত স্টেকহোল্ডার গ্রুপ উপেক্ষা করা যায় না ৷’’ একটি বিবৃতি দিয়ে একথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ একটি প্রজেক্টের সূচনা করা হয় ৷ নাম দেওয়া হয়েছে ‘‘ ক্রিকেট ফর সোশাল জাস্টিস এন্ড নেশন বিল্ডিং ৷’’

আরও পড়ুন :- ছেলেদের সঙ্গে খেলতেন ফুটবল, সেই হিমা আজ 'ধিং এক্সপ্রেস'

CSA একটি ‘‘ট্রান্সফরমেসন অম্বুডসম্যান’’ পদ তৈরি করবে ৷ এর মূল কাজ হবে অসন্তুষ্ট প্রাক্তন খেলোয়াড়দের অভিযোগ শোনা ৷ এবং নির্দিষ্ট একটি সিস্টেম মেনে ক্রিকেটার, ফ্যান, দেশ সবার অভিযোগের সমাধান করা ৷ তাদের ক্ষোভ প্রশমিত করা ও দেশের একতা বজায় রাখা ৷

CSA-এর চেয়ারম্যান ক্রিস নেনজ়ামি বলেন, ‘‘আমরা দুঃখিত যে আমাদের ক্রিকেটাররা এই যন্ত্রণা সহ্য করেছিল ৷ বর্ণ বৈষম্য থেকে ক্রিকেটকে মুক্তি দেওয়ার জন্য SJN হ'ল প্রথম এই ধরণের প্রকল্প ৷ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প যা সমস্ত অংশীদারকে ক্রিকেটের ভবিষ্যতের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে ৷’’

জোহানেসবার্গ, 25 জুলাই : ক্রিকেটে বর্ণ বৈষম্য রুখতে নতুন পরকল্পনা ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ প্রোটিয়াজ় বোলার লুঙ্গি এনগিডি বিশ্বব্যাপি চলা ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টকে সমর্থন করেছেন ৷ তারপরই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এই নতুন পরিকল্পনার ঘোষণা করে ৷

ব্ল্যাক লাইভ ম্যাটারকে এনগিডি সমর্থন করার পরই 30 জন প্রাক্তন ক্রিকেটার বর্ণ বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ৷ তাদের মধ্যে অন্যতম মাখায়া এনতিনি নিজের খেলোয়াড়ি জীবনে বর্ণ বৈষম্যের স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেন ৷

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হাসিম আমলা এনগিডিকে সমর্থন করেছেন ৷ ‘‘ ক্রিকেট অনুরাগীদের কথা, বৃহত্তর দক্ষিণ আফ্রিকার জনগণ এবং বিস্তৃত স্টেকহোল্ডার গ্রুপ উপেক্ষা করা যায় না ৷’’ একটি বিবৃতি দিয়ে একথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ একটি প্রজেক্টের সূচনা করা হয় ৷ নাম দেওয়া হয়েছে ‘‘ ক্রিকেট ফর সোশাল জাস্টিস এন্ড নেশন বিল্ডিং ৷’’

আরও পড়ুন :- ছেলেদের সঙ্গে খেলতেন ফুটবল, সেই হিমা আজ 'ধিং এক্সপ্রেস'

CSA একটি ‘‘ট্রান্সফরমেসন অম্বুডসম্যান’’ পদ তৈরি করবে ৷ এর মূল কাজ হবে অসন্তুষ্ট প্রাক্তন খেলোয়াড়দের অভিযোগ শোনা ৷ এবং নির্দিষ্ট একটি সিস্টেম মেনে ক্রিকেটার, ফ্যান, দেশ সবার অভিযোগের সমাধান করা ৷ তাদের ক্ষোভ প্রশমিত করা ও দেশের একতা বজায় রাখা ৷

CSA-এর চেয়ারম্যান ক্রিস নেনজ়ামি বলেন, ‘‘আমরা দুঃখিত যে আমাদের ক্রিকেটাররা এই যন্ত্রণা সহ্য করেছিল ৷ বর্ণ বৈষম্য থেকে ক্রিকেটকে মুক্তি দেওয়ার জন্য SJN হ'ল প্রথম এই ধরণের প্রকল্প ৷ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প যা সমস্ত অংশীদারকে ক্রিকেটের ভবিষ্যতের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.