ধরমশালা, 11 মার্চ :কয়েকমাস আগে দিল্লিতে মুখে মাস্ক পরে অনুশীলনে দেখা গিয়েছিল বাংলাদেশি ক্রিকেটারদের ৷ কারণ ছিল দিল্লির দূষণ ৷ এবার ভারতীয় ক্রিকেটারদের দেখা গেল মাস্ক পরে ৷ তবে দূষণের কারণে নয় কোরোনা থেকে বাঁচতে ৷
ধরমশালা ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ় শুরু হচ্ছে আগামীকাল থেকে ৷ এই সিরিজ়েও কোরোনা আতঙ্কের থাবা ৷ প্রোটিয়াজরা ই়তিমধ্যে জানিয়েছে মাঠে করমর্দন থেকে বিরত থাকবেন তাঁরা ৷ মঙ্গলবার দিল্লি থেকে ধরমশালা পৌঁছায় টিম ইন্ডিয়া ৷ যাওয়ার পথে দিল্লি এয়ারপোর্টে মাস্ক পরা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন যুজবেন্দ্র চহ্বাল ৷ তিন ম্যাচের সিরিজ়ে পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে লখনউ ও কলকাতায় ৷
-
THAT sound 💥🔊
— BCCI (@BCCI) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
WHACKED - courtesy @hardikpandya7 #TeamIndia #INDvsSA pic.twitter.com/YKFTDHRoEU
">THAT sound 💥🔊
— BCCI (@BCCI) March 10, 2020
WHACKED - courtesy @hardikpandya7 #TeamIndia #INDvsSA pic.twitter.com/YKFTDHRoEUTHAT sound 💥🔊
— BCCI (@BCCI) March 10, 2020
WHACKED - courtesy @hardikpandya7 #TeamIndia #INDvsSA pic.twitter.com/YKFTDHRoEU
বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস কোরোনা ৷ ভাইরাসের প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে গেছে বহু টুর্নামেন্ট ৷ দক্ষিণ আফ্রিকার ভারত সফরেও সংশয় ছিল ৷ তবে সূচি মেনেই খেলা হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ় ৷ এদিন দিল্লি থেকে ধরমশালায় পৌঁছে অনুশীলন শুরু করে ভারতীয় ক্রিকেট দল ৷
সদ্য শেষ হওয়া নিউজ়িল্যান্ড সফরে ওয়ানডে ও টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে কোহলি ব্রিগেড ৷ তাই প্রোটিয়াজ় সিরিজ় জিততে মরিয়া ভারত ৷ চোট সারিয়ে দলে ফিরছেন হার্দিক পাণ্ডিয়া ৷