কলকাতা, 7 নভেম্বর : BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচে উপস্থিত VVIP অতিথিদের হাতে স্বর্ণমুদ্রা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থা (CAB) ৷ এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাঁকেও উপহারের ডালির সঙ্গে বিশেষ স্বর্ণমুদ্রা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
শুধু হাসিনা নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কও স্বর্ণমুদ্রা উপহারে দিয়ে সম্মান জানাতে চায় CAB ৷ এছাড়াও গোলাপি বলের টেস্টের লোগো দেওয়া 100 গ্রাম ওজনের রুপোর মুদ্রা উপহার হিসেবে দেওয়া হবে VIP অতিথিদের ৷
22 নভেম্বর টেস্টের প্রচারের জন্য শহরজুড়ে গোলাপি রঙের হোর্ডিং লাগানো হবে । বৃহস্পতিবার CAB-র দু'জন সচিব মেয়র পারিষদ দেবাশিস কুমারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন । এই টেস্টম্যাচ ঘিরে টিকিটের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে । CAB মোট আসনের 30 শতাংশ অনলাইনে বিক্রির জন্যে ছেড়েছে । ইতিমধ্যে ময়দানের ক্লাবগুলোকে তাদের কোটার টিকিট তুলতে বলা হয়েছে । এই মর্মে ক্লাব সচিবদের চিঠি দিয়ে জানানো হয়েছে । 14 নভেম্বরের মধ্যে তাদের চাহিদার টিকিট তোলার কথা বলা হয়েছে । না হলে বাকি টিকিট কাউন্টারে বিক্রির জন্যে দিয়ে দেওয়া হবে ।
CAB-র পক্ষ থেকে এই ম্যাচের আয়োজনে কোনও ত্রুটি না রাখার কথা বারবার বলা হয়েছে । পাশাপাশি খেলোয়াড় ও মাঠে উপস্থিত দর্শকদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে শহরের নার্সিংহোমের সঙ্গে চুক্তিও করেছে CAB । CAB (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল)-র যুগ্ম সচিব দেবব্রত দাস বলেন, "এবার থেকে ICCU পরিষেবা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে ৷"