ETV Bharat / sports

গোলাপি টেস্ট স্মরণীয় করতে CAB-র অতিথি বরণে সোনা-রুপোর কয়েন - CAB-র অতিথি বরণে সোনা-রূপোর কয়েন

22 নভেম্বরে ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশের দ্বিতীয় ম্য়াচে উপস্থিত VVIP অতিথিদের উপহার হিসেবে বিশেষ স্বর্ণমুদ্রা দেওয়া হবে ৷ পাশাপাশি উপস্থিত VIP অতিথিদের গোলাপি বলের টেস্টের লোগো দেওয়া রুপোর মুদ্রা দেওয়ার সিদ্ধান্ত নিল CAB ৷

দেবব্রত দাস
author img

By

Published : Nov 7, 2019, 2:45 AM IST

Updated : Nov 7, 2019, 9:48 AM IST

কলকাতা, 7 নভেম্বর : BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচে উপস্থিত VVIP অতিথিদের হাতে স্বর্ণমুদ্রা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থা (CAB) ৷ এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাঁকেও উপহারের ডালির সঙ্গে বিশেষ স্বর্ণমুদ্রা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

শুধু হাসিনা নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কও স্বর্ণমুদ্রা উপহারে দিয়ে সম্মান জানাতে চায় CAB ৷ এছাড়াও গোলাপি বলের টেস্টের লোগো দেওয়া 100 গ্রাম ওজনের রুপোর মুদ্রা উপহার হিসেবে দেওয়া হবে VIP অতিথিদের ৷

22 নভেম্বর টেস্টের প্রচারের জন্য শহরজুড়ে গোলাপি রঙের হোর্ডিং লাগানো হবে । বৃহস্পতিবার CAB-র দু'জন সচিব মেয়র পারিষদ দেবাশিস কুমারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন । এই টেস্টম্যাচ ঘিরে টিকিটের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে । CAB মোট আসনের 30 শতাংশ অনলাইনে বিক্রির জন্যে ছেড়েছে । ইতিমধ্যে ময়দানের ক্লাবগুলোকে তাদের কোটার টিকিট তুলতে বলা হয়েছে । এই মর্মে ক্লাব সচিবদের চিঠি দিয়ে জানানো হয়েছে । 14 নভেম্বরের মধ্যে তাদের চাহিদার টিকিট তোলার কথা বলা হয়েছে । না হলে বাকি টিকিট কাউন্টারে বিক্রির জন্যে দিয়ে দেওয়া হবে ।

ভিডিয়োয় শুনুন দেবব্রত দাসের বক্তব্য

CAB-র পক্ষ থেকে এই ম্যাচের আয়োজনে কোনও ত্রুটি না রাখার কথা বারবার বলা হয়েছে । পাশাপাশি খেলোয়াড় ও মাঠে উপস্থিত দর্শকদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে শহরের নার্সিংহোমের সঙ্গে চুক্তিও করেছে CAB । CAB (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল)-র যুগ্ম সচিব দেবব্রত দাস বলেন, "এবার থেকে ICCU পরিষেবা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে ৷"

কলকাতা, 7 নভেম্বর : BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচে উপস্থিত VVIP অতিথিদের হাতে স্বর্ণমুদ্রা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থা (CAB) ৷ এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাঁকেও উপহারের ডালির সঙ্গে বিশেষ স্বর্ণমুদ্রা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

শুধু হাসিনা নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কও স্বর্ণমুদ্রা উপহারে দিয়ে সম্মান জানাতে চায় CAB ৷ এছাড়াও গোলাপি বলের টেস্টের লোগো দেওয়া 100 গ্রাম ওজনের রুপোর মুদ্রা উপহার হিসেবে দেওয়া হবে VIP অতিথিদের ৷

22 নভেম্বর টেস্টের প্রচারের জন্য শহরজুড়ে গোলাপি রঙের হোর্ডিং লাগানো হবে । বৃহস্পতিবার CAB-র দু'জন সচিব মেয়র পারিষদ দেবাশিস কুমারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন । এই টেস্টম্যাচ ঘিরে টিকিটের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে । CAB মোট আসনের 30 শতাংশ অনলাইনে বিক্রির জন্যে ছেড়েছে । ইতিমধ্যে ময়দানের ক্লাবগুলোকে তাদের কোটার টিকিট তুলতে বলা হয়েছে । এই মর্মে ক্লাব সচিবদের চিঠি দিয়ে জানানো হয়েছে । 14 নভেম্বরের মধ্যে তাদের চাহিদার টিকিট তোলার কথা বলা হয়েছে । না হলে বাকি টিকিট কাউন্টারে বিক্রির জন্যে দিয়ে দেওয়া হবে ।

ভিডিয়োয় শুনুন দেবব্রত দাসের বক্তব্য

CAB-র পক্ষ থেকে এই ম্যাচের আয়োজনে কোনও ত্রুটি না রাখার কথা বারবার বলা হয়েছে । পাশাপাশি খেলোয়াড় ও মাঠে উপস্থিত দর্শকদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে শহরের নার্সিংহোমের সঙ্গে চুক্তিও করেছে CAB । CAB (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল)-র যুগ্ম সচিব দেবব্রত দাস বলেন, "এবার থেকে ICCU পরিষেবা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে ৷"

Intro:বাংলাদেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে মনভালো করা উপহারের ডালির সঙ্গে বিশেষ স্বর্ণ মুদ্রা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএবি।শুধু বাংলাদেশ প্রধানমন্ত্রী নন, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনকড়,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্বর্নমুদ্রার উপহারে সম্মান জানাতে চায় বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থা।এছাড়াও গোলাপি বলের টেস্টের লোগো সমৃদ্ধ একশো গ্রাম ওজনের রূপোর মুদ্রা ভিআইপি অতিথিদের হাতে উপহার হিসেবে দেওয়া হবে। শহরজুড়ে গোলাপি রং এর হোর্ডিং বসবে 22নভেম্বরের টেস্টের প্রচারের জন্যে। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে কথা বলতে সিএবির দুই সচিব মেয়র পারিষদ দেবাশীষ কুমারের সঙ্গে আলোচনা করতে যাবেন। ইতিমধ্যে 22নভেম্বরের টেস্টম্যাচ ঘিরে টিকিটের চাহিদা বাড়ছে। সিএবি মোট আসনের তিরিশ শতাংশ অনলাইনে বিক্রির জন্যে ছেড়েছে।অনলাইনে প্রথম তিনদিনের টিকিট বিক্রির হার যথেষ্ট আশাব্যঞ্জক।ইতিমধ্যে ময়দানের ক্লাবগুলোকে তাদের কোটার টিকিট তুলতে বলা হয়েছে।এই মর্মে ক্লাব সচিব দের চিঠি দিয়ে জানানো হয়েছে। 14তারিখের মধ্যে তাদের চাহিদা র টিকিট তোলার কথা বলা হয়েছে।না হলে বাকি টিকিট কাউন্টারে বিক্রির জন্যে দিয়ে দেওয়া হবে।আয়োজনে ত্রুটি না রাখার কথা বারবার বলা হচ্ছে সিএবির পক্ষ থেকে। পাশাপাশি খেলোয়াড় ও মাঠে উপস্থিত দর্শকদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে শহরের নামি নার্সিং হোমের সঙ্গে চুক্তি করল সিএবি।সচিব দেবব্রত দাস বলেছেন এবার থেকে আইসিইউ পরিষেবা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে।


Body:cab


Conclusion:
Last Updated : Nov 7, 2019, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.