মেলবোর্ন, 19 ফেব্রুয়ারি : মাঝে আর মাত্র একটা দিন ৷ শুক্রবারই ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে মহিলাদের টি-20 বিশ্বকাপ ৷ আপাতত সবাই ব্যস্ত তার প্রস্তুতিতে ৷ নিজেদের পছন্দের দল বাছতে বসেছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও ৷ এরই মধ্যে প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ব্রেট লি মজেছেন ভারত আর অস্ট্রেলিয়াকে নিয়ে ৷ লি-এর মতে অস্ট্রেলিয়া ও ভারত সবার থেকে এগিয়ে বিশ্বকাপ শুরু করতে চলেছে ৷
শুক্রবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে বিশ্বকাপ ৷ আর ICC অফিসিয়াল ওয়েবসাইটের হয়ে লিখতে গিয়ে ব্রেট লি তাঁর পছন্দের কথা জানালেন ৷ তিনি বলেন, ‘‘ICC মহিলা টি-20 বিশ্বকাপ নিঃসন্দেহে মেয়েদের ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে যাবে ৷ আর আমি খুশি এই ঐতিহাসিক টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে বলে ৷’’
অস্ট্রেলিয়ার চারটি জায়গা সিডনি, পার্থ, ক্যানবেরা ও মেলবোর্নের 6টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হবে ৷ ব্রেট লি আরও বলেন, ‘‘এই স্টেডিয়ামগুলি বিশ্বের অন্যতম ক্রিকেট গ্রাউন্ড ৷ ক্রিকেটার ও দর্শক, দু’জনেই এখানে খেলা উপভোগ করে ৷’’ মহিলা ক্রিকেটের উন্নতি নিয়েও উচ্ছ্বসিত লি ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দল নিয়ে বলার সময় লি বলেন, তিনি ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতি দারুনভাবে অনুসরণ করেছেন ৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লিয়ের মুখে উঠে এসেছে হরনমপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজ় ও শেফালি বর্মার নাম ৷