কলকাতা, 26 ফেব্রুয়ারি: বিপক্ষ টিমে জাতীয় দলে খেলা তিনজন খেলোয়াড় ৷ রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে কর্নাটকে দলে ফেরানো হয়েছে লোকেশ রাহুলকে ৷ নিউজ়িল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজ়ে দারুণ ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে লোকেশ ছাড়াও মণীশ পাণ্ডের সার্ভিস পাবে কর্নাটক ৷ ভারতের হয়ে সীমিত ওভারের সিরিজ় শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি ৷
বাংলা শেষবার রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলেছিল 2018-19 মরশুমে ৷ সেবার দিল্লির কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন ধুলিসাৎ হয় মনোজ তিওয়ারিদের ৷ সেই দলের অধিকাংশ খেলোয়াড় বর্তমান দলে থাকলেও শুধুমাত্র নেতৃত্বের বদল হয়েছে ৷ মনোজের পরিবর্তে বাংলার দায়িত্ব এবার অভিমন্যু ঈশ্বরণের হাতে ৷ একের পর এক বাধা পার করে শেষ চারের লড়াইয়ে শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে দল অপরিবর্তিত রাখল বাংলা ৷ চোট সারিয়ে দলে ফিরেছেন আকাশদীপ ৷ শনিবার ইডেন গার্ডেন্সে প্রথম একাদশে তাঁর অন্তর্ভুক্তি পাকা ৷
কর্নাটকের বোলিং এই টুর্নামেন্টের সেরা ৷ করুণ নায়ার, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডেদের মতো তারকাখচিত ব্যাটিং বিভাগও যথেষ্ট শক্তিশালী ৷ অন্যদিকে টুর্নামেন্টে বাংলার ব্যাটসম্যানদের মধ্যে ধারাবাহিকতার অভাব সুস্পষ্ট ৷ ফলে কাজটা খুব একটা সহজ হবে না তা ভালোমতোই জানে অরুণ লালের ছেলেরা ৷
বাংলা স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী (উইকেটরক্ষক), সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক রমন, কৌশিক ঘোষ, অর্ণব নন্দী, শাহবাজ আহমেদ, অগ্নিভ পান, ঈশান পোড়েল, শ্রেয়ান চক্রবর্তী, নীলকান্ত দাস, মুকেশ কুমার, আকাশদীপ ও গোলাম মোস্তাফা ৷