কলকাতা, 30 জানুয়ারি : মাঘ মাসের দুপুরে আকাশ কালো করে বৃষ্টি । যদিও সেই অঝোর ধারার স্থায়িত্ব বেশি সময়ের জন্য নয় । কিন্তু তাতেই বাংলার তিন পয়েন্ট পাওয়ার আশা অস্তাচলে । 6 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে বাংলার এলিট গ্রুপের প্রথম পাঁচে জায়গা করার বিষয়টি এখন "অনেক যদি-কিন্তুর" ওপর দাঁড়িয়ে ।
সামনে রাজস্থান এবং পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ । সোয়াই মানসিং ও পাতিয়ালা থেকে দুটো জয় ছিনিয়ে নিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলা অধিনায়ক মনোজ তেওয়ারি । তবে অঙ্কটা যে বেশ কঠিন মানছেন মনোজ নিজেও ।
বৃষ্টি বিঘ্নিত শেষ দিনে দু’দফায় মাত্র সাত ওভার খেলা হয়েছে । সাত উইকেটে 217রান নিয়ে খেলা শুরু করে আলোর অভাবের কারনে বন্ধ না হওয়া পর্যন্ত দিল্লি 242 রানে পৌঁছায় । জন্টি সিধু 49 রানে উইকেটে ছিলেন । তারপর মাঠ শুকিয়ে খেলা শুরু করার জন্যে মাঠকর্মীদের মরিয়া চেষ্টা করেন । কিন্তু তাও বিফলে যায় । প্রায় সাড়ে তিনটের সময় আম্পায়ার দুই অধিনায়ককে ডেকে বলে দেন ম্যাচ শুরু করা সম্ভব নয় । কারণ আউটফিল্ড ভিজে ৷
আরও পড়ুন :- চোট আঘাতের সমস্যা ভুলে বাংলাকে চ্যালেঞ্জ দিল্লির
দিল্লি কোচ কে পি ভাস্কর বলছেন, খেলা শুরু হলে তারা তিন পয়েন্টের জন্যে ঝাঁপাতেন । মনোজ তেওয়ারিরা বলছেন তারা বৃষ্টি ও নো বলের শিকার । ইডেনে তিনটি ম্যাচে বৃষ্টির জন্য় জয় আসেনি । তারপর গুরুত্বপূর্ণ সময়ে নো বল করার ধাক্কা চলতি মরশুমে একাধিক ম্যাচে ভুগতে হয়েছে বাংলা দলকে । তবে আপাতত তাদের চিন্তায় শেষ দুটো ম্যাচ । অভিমন্যু ঈশ্বরণ রাজস্থান ম্যাচে থাকবেন । দিল্লি ম্যাচ ড্র হওয়ার খামতি রাজস্থান ম্যাচ থেকে মিটিয়ে নিতে চাইছে বাংলা ।