কটক, 24 ফেব্রুয়ারি : মিশন ওড়িশা সফল হওয়ার পর এবার বাংলার পাখির চোখ কর্নাটক । রণজির দ্বিতীয় সেমিফাইনালে 29 ফেব্রুয়ারি ইডেনে কর্নাটকের মুখোমুখি হবে বাংলা দল ।
ঘরের মাঠে লোকেশ রাহুলদের চ্যালেঞ্জ ছুড়তে বাংলার পছন্দ সবুজ উইকেট । কারণ ইশান পোড়েলের নেতৃত্বে দুরন্ত ফর্মে থাকা পেস বোলিং । সেই মতো পছন্দসই উইকেট তৈরি করার আর্জি কিউরেটরের কাছে চলে এসেছে ইতিমধ্যেই । কিন্তু বাংলার টিম ম্যানেজমেন্ট চাইলেও CAB একমত নয় । বিকেলে CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব দেবব্রত দাস কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে উইকেটের চরিত্র নিয়ে আলোচনা সেরেছেন ।
টেলিফোনে নিজের মত জানিয়েছেন আর এক যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । প্রতিপক্ষ শিবিরের বোলিং বিভাগ বিশেষ করে পেসাররা ভালো বল করছেন । তাই তারা যদি ইডেনের সবুজ উইকেটে ভয়ঙ্কর হয়ে ওঠেন তাহলে নিজেদের পরিকল্পনাই বুমেরাং হতে পারে । তাই CAB-র সবুজ ঘাসে ঢাকা বাইশ গজের বদলে স্পোর্টিং পিচ বানানোর পক্ষপাতী । ফলে সেমিফাইনালের আগে ইডেনের বাইশ গজের চরিত্র নিয়ে টানাপোড়েন রয়েছে ।
আগামীকাল অথবা বুধবার সেমিফাইনালের দল বাছা হবে । সেই সময় বা মাঝের সময়ে উইকেট নিয়ে CAB অরুণ লালকে বোঝাতে চায় ।
এদিকে সেমিফাইনালের টিকিট হাতে আসতেই স্বস্তির হাওয়া বাংলা শিবির জুড়ে । আগামী দু’দিন দলকে ছুটি দিয়েছেন কোচ অরুণ লাল ।
শাহবাজ আহমেদের 64 রানের সৌজন্যে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় 373 রানে । প্রথম ইনিংসের 82রানের লিড নিয়ে বাংলা 455রানের টার্গেট দিয়েছিল ওড়িশাকে । শেষ দিনে বাকি সময়ে বাংলার করা রান অতিক্রম করা অসম্ভব হয়ে পড়ে ওড়িশার কাছে । ফলে দুই দল ড্র এর সিদ্ধান্ত মেনে নেয় ।
বাংলার কোচ অরুণ লাল বলছেন, ‘‘দলের ছেলেদের একজোট হয়ে লড়াইয়ের ফসল এই সাফল্য । যার যাবতীয় কৃতিত্ব পুরো দলের ।’’ একটা ঐক্যবদ্ধ সাজঘর বাংলাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি । দু’দিন বিশ্রামের পরে 27ফেব্রুয়ারি থেকে কর্নাটক ম্যাচের প্রস্তুতি শুরু করবে বাংলা । প্রতিপক্ষ কর্ণাটক শক্তিশালী হলেও তাদের সামলানোর মশলা বর্তমান বাংলা দলের রয়েছে বলে বিশ্বাস করেন কোচ । তবে তাঁর মুখে শাহবাজ আহমেদের প্রশংসা । বলছেন এই বছরের সেরা আবিস্কার শাহবাজ ।
অধিনায়ক অভিমণ্যু ঈশ্বরন বলছেন, ‘‘রণজি ট্রফির সেমিফাইনালে ওঠার অনুভূতি আলাদা । এই কৃতিত্ব সবার । তবে প্রতিপক্ষ কর্নাটকের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে । এবং তা সামলাতে দল তৈরি ।’’