ETV Bharat / sports

শাহবাজের দাপুটে পারফরম্যান্স, চ্যাম্পিয়ন তপন মেমোরিয়াল - Tapan Memorial

সবুজ মেরুনের বোলিং আক্রমণের সামনে তপন মেমোরিয়ালের শুরুটা মোটেই ভালো হয়নি । তবে কাইফ আহমেদ ও শাহবাজ আহমেদ-এর জুটি শেষপর্যন্ত ম্যাচ বের করে আনে ।

Bengal T20 tournament
তপন মেমোরিয়াল
author img

By

Published : Dec 10, 2020, 8:01 AM IST

কলকাতা , 10 ডিসেম্বর : মোহনবাগানকে হারিয়ে বেঙ্গল টি টোয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন তপন মেমোরিয়াল । প্রতিপক্ষকে 33 রানে পরাজিত করার প্রধান কারিগর তপন মেমোরিয়ালের অধিনায়ক শাহবাজ আহমেদ । তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল তপন । ব্যাট হাতে 54 রান করার পরে বল হাতে মাত্র দশ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন । ফলে 17 দিনের টুর্নামেন্টে মোহনবাগানকে তিনবার পরাজিত করল তপন মেমোরিয়াল ।

টস জিতে মোহনবাগানের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন । সবুজ মেরুনের বোলিং আক্রমণের সামনে তপন মেমোরিয়ালের শুরুটা মোটেই ভালো হয়নি । এইসময় 40 রানে 4 উইকেট হারিয়ে ধুকছিল দল । পেসার আকাশদীপ এবং স্পিনার রাজকুমার পাল ম্যাচের রাশ হাতে তুলে নিয়েছিলেন । কিন্তু কাইফ আহমেদকে সঙ্গে নিয়ে শাহবাজ আহমেদ পালটা দিতে থাকেন । তাঁদের জুটিতে 78 রান ওঠে । তপন মেমোরিয়াল অধিনায়ক শাহবাজ 41 বলে 54 রান করেন । কাইফ আহমেদ 39 রানে অপরাজিত থেকে ছয় উইকেটে দলকে 145 রানে পৌঁছে দেন । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে মোহনবাগান 112 রানে শেষ হয়ে যায় । অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের 32 বলে 46 রান দলের হার আটকানোর পক্ষে যথেষ্ট ছিল না । তিনি পুরো টুর্নামেন্টে মোট 370 রান করেছেন । মোট তেইশটি উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি রমেশপ্রসাদ ।

আরও পড়ুন , 8 মাস পর ইডেনে ফিরল ক্রিকেট, CAB-র প্রশংসা আজ়হারউদ্দিনের


দলকে চ্যাম্পিয়ন করার পর শাহবাজ আহমেদ বলেছেন,"চোট থাকা সত্ত্বেও যে কোনও মূল্যে খেলতে চেয়েছিলাম । দলের ফিজ়িও ফিট হওয়ার ব্যাপারে সাহায্য করেছে । প্রথমে আমাদের শুরুটা ভালো না হলেও কাইফকে সঙ্গে নিয়ে সামলানো গিয়েছিল । আমরা নিশ্চিত ছিলাম ঠিক জায়গায় বল করতে পারলে জেতা কঠিন হবে না ।"

কোরোনা আবহের মধ্যে ক্রিকেট ফিরেছে ইডেনে । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার উদ্যোগ এই ক্ষেত্রে প্রশংসনীয় । ফাইনালে প্রায় শ'দুয়েক দর্শক উপস্থিত ছিলেন । প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত ইডেন বেল বাজিয়ে খেলা শুরু করার সংকেত দেন । টি টোয়েন্টি ক্রিকেট মানেই খেলা এবং বিনোদনের সহাবস্থান । তবে চিয়ারলিডার নন, সেই আবহ তৈরি হল বাংলার ঢাকের বোলে ।

কলকাতা , 10 ডিসেম্বর : মোহনবাগানকে হারিয়ে বেঙ্গল টি টোয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন তপন মেমোরিয়াল । প্রতিপক্ষকে 33 রানে পরাজিত করার প্রধান কারিগর তপন মেমোরিয়ালের অধিনায়ক শাহবাজ আহমেদ । তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল তপন । ব্যাট হাতে 54 রান করার পরে বল হাতে মাত্র দশ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন । ফলে 17 দিনের টুর্নামেন্টে মোহনবাগানকে তিনবার পরাজিত করল তপন মেমোরিয়াল ।

টস জিতে মোহনবাগানের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন । সবুজ মেরুনের বোলিং আক্রমণের সামনে তপন মেমোরিয়ালের শুরুটা মোটেই ভালো হয়নি । এইসময় 40 রানে 4 উইকেট হারিয়ে ধুকছিল দল । পেসার আকাশদীপ এবং স্পিনার রাজকুমার পাল ম্যাচের রাশ হাতে তুলে নিয়েছিলেন । কিন্তু কাইফ আহমেদকে সঙ্গে নিয়ে শাহবাজ আহমেদ পালটা দিতে থাকেন । তাঁদের জুটিতে 78 রান ওঠে । তপন মেমোরিয়াল অধিনায়ক শাহবাজ 41 বলে 54 রান করেন । কাইফ আহমেদ 39 রানে অপরাজিত থেকে ছয় উইকেটে দলকে 145 রানে পৌঁছে দেন । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে মোহনবাগান 112 রানে শেষ হয়ে যায় । অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের 32 বলে 46 রান দলের হার আটকানোর পক্ষে যথেষ্ট ছিল না । তিনি পুরো টুর্নামেন্টে মোট 370 রান করেছেন । মোট তেইশটি উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি রমেশপ্রসাদ ।

আরও পড়ুন , 8 মাস পর ইডেনে ফিরল ক্রিকেট, CAB-র প্রশংসা আজ়হারউদ্দিনের


দলকে চ্যাম্পিয়ন করার পর শাহবাজ আহমেদ বলেছেন,"চোট থাকা সত্ত্বেও যে কোনও মূল্যে খেলতে চেয়েছিলাম । দলের ফিজ়িও ফিট হওয়ার ব্যাপারে সাহায্য করেছে । প্রথমে আমাদের শুরুটা ভালো না হলেও কাইফকে সঙ্গে নিয়ে সামলানো গিয়েছিল । আমরা নিশ্চিত ছিলাম ঠিক জায়গায় বল করতে পারলে জেতা কঠিন হবে না ।"

কোরোনা আবহের মধ্যে ক্রিকেট ফিরেছে ইডেনে । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার উদ্যোগ এই ক্ষেত্রে প্রশংসনীয় । ফাইনালে প্রায় শ'দুয়েক দর্শক উপস্থিত ছিলেন । প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত ইডেন বেল বাজিয়ে খেলা শুরু করার সংকেত দেন । টি টোয়েন্টি ক্রিকেট মানেই খেলা এবং বিনোদনের সহাবস্থান । তবে চিয়ারলিডার নন, সেই আবহ তৈরি হল বাংলার ঢাকের বোলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.